নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে টি২০ ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কুড়ি কুড়ি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ট্রফি জিতল অজিরা। ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ দুরন্ত হাফসেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার জয়ে নায়ক। কেন উইলিয়ামসনের দুর্ধর্ষ ৮৫ রানের ইনিংসেও শেষরক্ষা করতে পারল না নিউজিল্যান্ড।
টুর্নামেন্টের সেরা হলেন ডেভিড ওয়ার্নার। ৭ ইনিংসে ৪৮.১৬ গড়ে ১৪৬.৭০ গড়ে ওয়ার্নারের ব্যাট থেকে বেরোল ২৮৯ রান। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া এবং দল থেকে বাদ পড়ার পরে নিজেকে প্রমাণের মঞ্চ ছিল টি২০ ওয়ার্ল্ড কাপ। সেই পরীক্ষায় লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ অজি সুপারস্টার।
সবমিলিয়ে, গোটা টুর্নামেন্টে ব্যাটিং এবং বোলিংয়ে রুদ্ধশ্বাস পারফরম্যান্স মেলে ধরলেন একাধিক তারকা। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত পরিসংখ্যান।
আরও পড়ুন: কেনের মাস্টারক্লাসেও স্বপ্নভঙ্গ! মার্শের মস্তানিতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
সবথেকে বেশি রান:
বাবর আজম (পাকিস্তান)- ৩০৩
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২৮৯
মহম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ২৮১
জস বাটলার (ইংল্যান্ড)- ২৬৯
চরিত আশালঙ্কা (শ্রীলঙ্কা)- ২৩১
সর্বাধিক উইকেট:
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ১৬টি
এডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ১৩টি
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ১৩টি
সাকিব আল হাসান (বাংলাদেশ)- ১১টি
জোশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ১১টি
সবথেকে বেশি সেঞ্চুরি:
জস বাটলার (ইংল্যান্ড)- ১টি
আরও পড়ুন: উইলিয়ামসনের তাণ্ডবে ছারখার অস্ট্রেলিয়া! রেকর্ডের পর রেকর্ড গড়ে রাজত্ব ক্যাপ্টেন কেনের
সবথেকে বেশিবার অর্ধশতরান:
বাবর আজম (পাকিস্তান)- ৪টি
কেএল রাহুল (ভারত)- ৩টি
মহম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৩টি
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৩টি
পাথুম নিশঙ্কা (শ্রীলঙ্কা)- ৩টি
ব্যক্তিগত সর্বোচ্চ রান:
জস বাটলার (ইংল্যান্ড) ১০১ বনাম শ্রীলঙ্কা
সবথেকে বেশিবার ইনিংসে ৫ উইকেট শিকার:
এডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ১বার
মুজিব উর রহমান (আফগানিস্তান)- ১বার
সেরা বোলিং প্রদর্শন:
এডাম জাম্পা (অস্ট্রেলিয়া) বাংলাদেশের বিরুদ্ধে ১৯/৫
সবথেকে বেশি ক্যাচ:
ক্যালাম স্কট ম্যাকলয়েড (স্কটল্যান্ড)- ৮টি
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৭টি
মহম্মদ নাইম (বাংলাদেশ)- ৬টি
জর্জ মুনসি (স্কটল্যান্ড)- ৬টি
যতিন্দর সিং (ওমান)- ৬টি
সর্বোচ্চ পার্টনারশিপ:
মহম্মদ রিজওয়ান-বাবর আজম (পাকিস্তান)- ভারতের বিরুদ্ধে ১৫২
সর্বাধিক স্কোর:
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ২১০/২
জয়ের সর্বাধিক ব্যবধান:
আফগানিস্তান বনাম স্কটল্যান্ড- ১৩০ রান
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন