Advertisment

India T20 World Cup Squad 2024: রিঙ্কু সিংয়ের হৃদয় ভাঙল জয় শাহের বোর্ড, বিশ্বকাপের দল ঘোষণায় মুখ পুড়ল একের পর এক তারকার

ICC Men's T20 World Cup 2024: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নামবে প্রথম ম্যাচে। তারপর জুনের ৯ তারিখে রয়েছে মার্কি পাকিস্তান দ্বৈরথ। এরপর ভারত ১২ এবং ১৫ জুন খেলবে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বিপক্ষে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India Team T20 Playing 11: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

India Team T20 World Cup Playing 11: টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (টুইটার)

India's T20 World Cup Announcement: জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন মুলুকে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নামবে প্রথম ম্যাচে। তারপর জুনের ৯ তারিখে রয়েছে মার্কি পাকিস্তান দ্বৈরথ। এরপর ভারত ১২ এবং ১৫ জুন খেলবে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বিপক্ষে।

Advertisment

India T20 World Cup Player List 2024: উইকেটকিপার ব্যাটার হিসাবে প্রথম পছন্দ হিসাবে ঋষভ পন্থের নির্বাচন আগেই নিশ্চিত ছিল। দ্বিতীয় কিপার-ব্যাটার হিসাবে কাকে নেওয়া হয়, নজর ছিল। জিতেশ শর্মা, ধ্রুব জুড়েল, একাধিক নাম সিভিল5 আলোচনায়। তবে কেএল রাহুলকে পিছনে ফেলে নির্বাচকরা দ্বিতীয় কিপার-ব্যাটার হিসাবে নিলেন সঞ্জু স্যামসনকে। ২০২২-এ ভয়ানক গাড়ি দুর্ঘটনায় পড়ার পর পন্থ বিশ্বকাপেই জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন। ১৫ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তিনি।

সঞ্জু স্যামসন আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন। ১৬১.০৯ স্ট্রাইক রেটে ৩৮৫ রান করেছেন তিনি। আগের তুলনায় টেকনিকে বিস্তর উন্নতি ঘটিয়েছেন কেরালার তারকা। এর আগে একাধিকবার জাতীয় দলে জায়গা পেলেও নিজের প্রতিভার পূর্ণ সুবিচার করতে পারেননি। তবে এবার নে ফর্মে রয়েছেন তিনি, তাতে মিডল অর্ডার আরও শক্তিশালী হবে বলে আশা নির্বাচকদের।

আইপিএলে অধিনায়ক হিসেবে এবং ব্যাটে-বলে শোচনীয় ফর্মে রয়েছেন হার্দিক। তা সত্ত্বেও হার্দিককে স্রেফ বিশ্বকাপের স্কোয়াডে জায়গাই দেওয়া হয়নি। রোহিতের ডেপুটি হিসেবেও বেছে নেওয়া হয়েছে তাঁকে।

আইপিএলে সেভাবে ফর্মে নেই শুভমান গিল। তাঁকে এবং কেকেআরের রিঙ্কু সিংকে স্ট্যান্ড বাই হিসাবে টি২০ বিশ্বকাপে নিয়ে যাওয়া হবে।

ভারতের ১৫ সদস্যের স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটকিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ

Hardik Pandya Sanju Samson BCCI Indian Team Indian Cricket Team
Advertisment