বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সময়টা মোটেই ভাল গেল না পাক স্পিডস্টার হাসান আলির। বল হাতে শুধু দেদার রান বিলোনোই শুধু নয়, ১৯তম ওভারে ম্যাথু ওয়েডের সহজ ক্যাচও মিস করে বসলেন। সেই ক্যাচ মিসই ম্যাচের গতি বদলে দিল। শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ মিস করার পরেই ম্যাথু ওয়েড টানা তিন ছক্কায় ম্যাচ ফিনিশ করে দেন।
এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় জোড়ালো আক্রমণের মুখে পড়েন পাক তারকা। পাক সমর্থকদের বেনজির গালাগালিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যান তিনি।
বল হাতে পাক বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স শাদাব খানের। ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন পাক স্পিনার। শাহিন আফ্রিদিও ১৯তম ওভার বাদ দিয়ে বল হাতে নজরকাড়া পারফরম্যান্স মেলে ধরেন। তবে হাসান আলি ৪ ওভারে ৪৪ রান দিয়ে দেন। বাকি পাক বোলাররা আটোসাঁটো বোলিং করায় অজি ব্যাটসম্যানরা টার্গেট করেন হাসান আলিকে।
আরও পড়ুন: ওয়েড সুনামিতে ভেসে গেল পাকিস্তান! বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
নাটকীয় ঘটনার সূত্রপাত ঘটে ১৯তম ওভারে। সেই সময়ে ক্রিজে ব্যাট করছিলেন ম্যাথু ওয়েড এবং মার্কাস স্টোয়িনিস। তৃতীয় বলেই ওয়েড মিড উইকেটে ওভার বাউন্ডারি হাঁকাতে যান। তবে টাইমিংয়ের হেরফেরে বল ক্যাচ উঠে যায়। দৌড়ে আসা হাসান আলি সেই ক্যাচ ঠিকমত তালুবন্দি করতে পারেননি। ফস্কে ফেলেন।
সেই ক্যাচ মিস-ই শেষপর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়ে যায়। ওভারের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বলে টানা তিনটে ছক্কা হাঁকিয়ে এক ওভার বাকি থাকতেই ম্যাচ খতম করে দেন ম্যাথু ওয়েড। এরপরেই হতাশ পাক সমর্থকদের আক্রমণের বিষয় বস্তু হয়ে যান হাসান আলি।
ম্যাচের পরে ক্যাপ্টেন বাবর আজমও স্বীকার করে যান, ওয়েডের সেই ক্যাচ নেওয়া হলে ম্যাচ সম্ভবত তাঁরা জিতে জেতেন। "অস্ট্রেলিয়ার মত দলকে আমরা যদি নূন্যতম সুযোগ দি-ই, সেটাই মারাত্মক হয়ে উঠতে পারে। ওই ক্যাচ মিস-ই ম্যাচের টার্নিং পয়েন্ট। ওটা ক্যাচ নেওয়া হলে, আমরা জয়ী দল হিসাবেই মাঠ ছাড়তাম।" বলে যান বাবর।
পরে অবশ্য অধিনায়ক বাবরের পাশেই দাঁড়িয়েছেন। বলে দিয়েছেন, "হাসান আলি দলের অন্যতম বোলিং অস্ত্র। বহুবার ও দলকে জিতিয়েছে। প্লেয়াররা ক্যাচ মিস করতেই পারে। এটা খেলার অঙ্গ। আমরা ওঁর পাশে রয়েছি।"
গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে অপরাজিত থেকে সেমিতে পৌঁছেছিল পাক দল। তবে হতাশার বিদায়ে পাক দলে আপাতত বিষাদের সুর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন