রোহিত-রাহুলের ব্যাটিং বিস্ফোরণ আবু ধাবিতে! আফগান বোলিং চূর্ণ করে রানের পাহাড়ে ইন্ডিয়া

বুধবারের ম্যাচ ছিল ভারতের কাছে অগ্নিপরীক্ষা। আগের দুই ম্যাচে হেরে সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল ভারত।

বুধবারের ম্যাচ ছিল ভারতের কাছে অগ্নিপরীক্ষা। আগের দুই ম্যাচে হেরে সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল ভারত।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মরণ বাঁচন ম্যাচ ছিল ভারতের কাছে। সেই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার- কেএল রাহুল এবং রোহিত শর্মা। দুজনের ব্যাটিং বিস্ফোরণে ভর করে ভারত স্কোরবোর্ডে তুলল ২১০/২।

Advertisment

রোহিত-রাহুলের ব্যাটে ভর করে আফগান ম্যাচে চালকের আসনে ইন্ডিয়া। প্রথম দুটি ম্যাচের ব্যাটিং বিপর্যয় দূরে সরিয়ে আফগানিস্তানের সঙ্গে দুর্দান্ত ম্যাচ উপহার দিলেন ভারতীয় ওপেনাররা। বুধবার রোহিত শর্মা-কেএল রাহুল জুটি ওপেনিংয়েই তুলে দেয় ১৪০ রান। রোহিত শর্মার ৪৭ বলে ৭৪ এবং রাহুলের ৬৯-এ ভর করে ১৫ ওভারেই ১৪০-এর উপর রান স্কোরবোর্ডে উঠে যায়। টি-২০ বিশ্বকাপে এটাই ভারতীয় ওপেনারদের সেরা পার্টনারশিপ (১৪০ রান)। এর আগে শেওয়াগ-গম্ভীর ২০০৭ সালে ডারবানে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন।

আরও পড়ুন: বন্ধু দ্রাবিড় এবার জাতীয় দলের হেড কোচ! উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না সৌরভ

Advertisment

ম্যাচে টসে হেরে বুধবার ফের শুরুতে ব্যাট করতে নামে ভারত। আর প্ৰথম থেকেই মারমার কাটকাট ব্যাটিং ভারতের। রোহিতের ৭৪ রানের ইনিংস সাজানো ৮ বাউন্ডারি, ৩ ওভার বাউন্ডারিতে। অন্যদিকে, রাহুল ৬৯ রান তোলার পথে হাঁকিয়েছেন হাফডজন বাউন্ডারি এবং দুটো পেল্লায় ছক্কা।

মাত্র ৭ রানের ব্যবধানে রোহিত-রাহুল ফেরার পরে শেষদিকে ঝড় তোলেন ঋষভ পন্থ (১৩ বলে ২৭), হার্দিক পান্ডিয়া (১৩ বলে ৩৫)। আফগানিস্তানের কোনও বোলারই ভারতের সামনে কল্কে পায়নি। রশিদ খান ৪ ওভারের কোটায় ৩৬ রান দিয়ে উইকেটশুন্য থেকেছেন।

তার আগে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল আফগানিস্তান। রবিচন্দ্রন অশ্বিন অবশেষে জায়গা পেয়েছিলেন প্রথম একাদশে। বরুণ চক্রবর্তীর হালকা ইনজুরির কারণে তাঁকে বাইরে রাখতে বাধ্য হয় টিম ইন্ডিয়া। তাঁর পরিবর্তে দলে ঢুকেছেন অশ্বিন। সেই সঙ্গে আগের ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাওয়া ঈশান কিষানকেও বাইরে রাখা হয়েছিল। সুর্যকুমার যাদব ফিট হয়ে ওঠায় ফের একাদশে জায়গা পান।

ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

T20 World Cup Indian Cricket Team Afghanistan