কুড়ি-বিশের বিশ্বকাপে হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচের আগে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন সানিয়া মির্জা। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের ঘরনি জানতেন, সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হতে পারে তাঁকে। নিজেই দূরে থাকার কথা জানান। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচে বিতর্ক থেকে দূরে থাকতে পারলেন না ভারতের টেনিস সুন্দরী। স্বামীর জন্য গলা ফাটিয়ে ট্রোলড হলেন সানিয়া।
বৃহস্পতিবার পাকিস্তান-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচে গ্যালারিতে ছিলেন সানিয়া। বেশ কয়েকবার দেখা যায়, পাকিস্তানের স্ট্যান্ডে বসে স্বামীর দলের জন্য গলা ফাটাচ্ছেন ভারতীয় টেনিস তারকা। দুবাইয়ের মাঠে সানিয়া বেশ কয়েকবার পাকিস্তানের জন্য হাততালিও দেন। তার জন্য নেটিজেনদের রোষে পড়েন সানিয়া। কিন্তু চরম আক্রমণ শানিয়েছে দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্রর একটি ফ্যান টুইটার হ্যান্ডেল। টুইট করে সানিয়াকে 'নেমকহারাম' বলে আক্রমণ করেছে বিজেপি নেতার ফ্যান হ্যান্ডেল।
সানিয়া ভারতীয় হলেও তাঁর স্বামী শোয়েব মালিক পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়। ৩৯ বছরের শোয়েব এবারের বিশ্বকাপে পাকিস্তানের মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ব্যাটার। তাই তাঁকে সমর্থন জানাতে গ্যালারিতে হাজির ছিলেন সানিয়া।
আরও পড়ুন: ক্যাচ মিসেই ম্যাচ মিস! পাকিস্তান হারতেই ‘হামলা’র মুখে হাসান আলি
কিন্তু সানিয়ার এমন প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন ভাল চোখে নেননি ভারতীয়রা। সানিয়াকে নির্লজ্জ কটাক্ষ করেছেন অনেকে। অনেকে আবার দেশদ্রোহিতার অভিযোগ তুলে তাঁকে আইনত কড়া শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে।
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় স্টিভ স্মিথ আউট হতেই টিভির ক্যামেরায় ধরা পড়ে সানিয়ার উচ্ছ্বাস। সেই ছবি টুইট করে কপিল মিশ্রর ফ্যান গ্রুপের তোপ, যদি নেমকহারামের জন্য কোনও প্রতিযোগিতা থাকত তাহলে সানিয়া সহজেই তাতে জিততেন। কিন্তু সানিয়ার সমর্থনও এদিন পাকিস্তানকে জেতাতে পারেনি। অস্ট্রেলিয়া পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে চলে গেছে। ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন