India’s T20 team: আচমকা টি২০-তে বুড়ো বিরাট কোহলি আর রোহিত শর্মা কেন? বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিয়ে প্রাক্তনদের একাংশ যতই চিৎকার করুক, তাতে আমল দিচ্ছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বরং, কেপটাউনের বৈঠককে মাথায় রেখেই সাজানো হয়েছে আফগানিস্তান সিরিজের দল। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারের সঙ্গে বিরাট কোহলি এবং ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের বৈঠক হয়।
তারপরই দল সাজানো হয় বলেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। সূত্রের খবর, বৈঠকে বিরাটকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন আগরকার। এসব নিয়ে জল্পনার মধ্যেই ১১ জানুয়ারি, বৃহস্পতিবার মোহালিতে শুরু হচ্ছে তিন ম্যাচের ভারত-আফগানিস্তান টি২০ সিরিজ।
আরও পড়ুন- মোদি ‘ভক্ত’ শামি! দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ঢালাও প্রশংসার বন্যা সুপারস্টারের
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর এখনও মাস পাঁচেক বাকি। তার আগে আফগানিস্তান সিরিজেই টি২০ ফরম্যাটে রোহিত-বিরাটের প্রত্যাবর্তন ঘটল। সংক্ষিপ্ততম ফরম্যাটে দীর্ঘ অনুপস্থিতির পর এই প্রত্যাবর্তনে স্বভাবতই জল্পনা তৈরি স্বাভাবিক ঘটনা। দ্রুততম ফরম্যাটে বয়সজনিত কারণে স্লথ রোহিত-বিরাটরা কতটা সাফল্য পাবেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
এমনিতে ২০২১ এবং ২০২২-এর টি২০ বিশ্বকাপে ভারতের ফল ভালো হয়নি। গত ১৪ মাসে বিকল্প অন্বেষণের পথে এগিয়েও গিয়েছিল টিম ম্যানেজেমেন্ট। সেক্ষেত্রে নতুন প্রতিভাদের সুযোগ না-দিয়ে দুই অভিজ্ঞ খেলোয়াড়ের ওপরই ভরসা রাখা! ১৪ মাসের ব্লু প্রিন্ট থেকে এটা প্রত্যাবর্তন বলেই বিশেষজ্ঞদের একাংশের উদ্বেগমাখা অভিযোগ।
আরও পড়ুন- কেরিয়ার ধ্বংস করার হুমকি দেন স্বয়ং মোদি! প্রাক্তন সুপারস্টারের এক স্বীকারোক্তিতেই ঝড়
এই উদ্বেগ অবশ্য ফেলনা নয়। ২০২০ সাল থেকে, ৭-১৬ ওভারের মধ্যে কোহলির স্ট্রাইক রেট থাকছে মাত্র ১১৬.২৭। প্রতি ১০.৬ বলে একটি বাউন্ডারি হাঁকছেন। স্পিনারের বিরুদ্ধে সেই সংখ্যা আরও কমে যাচ্ছে। প্রতি আড়াই ওভারে একটি বাউন্ডারি-সহ, তাঁর স্ট্রাইক রেট থাকছে ১০৫.৫৩। তাই, রোহিতের পাশাপাশি কোহলিরও টি২০ দলে সুযোগ পাওয়া নিয়ে সমস্যা ছিল।
কিন্তু, সেই জটই কেটেছে কেপটাউনের বৈঠকে। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে কেউটাউনে উড়ে গিয়েছিলেন। সেখানেই কোহলির সঙ্গে তাঁর বৈঠক হয়। তারপরই রোহিত-বিরাটের টি২০ একাদশে থাকা নিয়ে জট কাটে। তবে বিরাটের পাশাপাশি রোহিতের সঙ্গেও আগারকার বৈঠক করেছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন- ফ্রিতেই দেখা যাবে ভারত-আফগানিস্তান ব্লকবাস্টার টি২০ সিরিজ! কবে-কোথায়, জানুন বিস্তারিত
এই পরিস্থিতিতে বিরাট-রোহিতকে জায়গা করে দিতে দলের টপ অর্ডার সাজানো নিয়ে রীতিমতো জেরবার টিম ম্যানেজমেন্ট। অনেকেই বলছেন, ঋতুরাজ গায়কোয়াড় আর সূর্যকুমার যাদবের ইনজুরিই রোহিত আর বিরাটকে টি২০ দলে জায়গা দিল। কিন্তু, তারপরেও রোহিত-বিরাটকে নিয়ে দলের টপ অর্ডারের সমস্যা মিটছে না। বলা ভাল, এই সমস্যা যেন নতুন করে ফিরে এসেছে টিম ইন্ডিয়ায়। কারণ, যশস্বী জওসওয়াল আর শুভমান গিল ইতিমধ্যেই দলে আছেন। শ্রেয়স আইয়ার সেক্ষেত্রে ছিলেন তিন নম্বরে বিকল্প। পাশাপাশি, আছেন সাই সুদর্শনও। কিন্তু, রোহিত আর বিরাট আসায় তাঁদের টপ অর্ডারেই জায়গা ছাড়তে হবে। যা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে টিম ম্যানেজমেন্ট।