/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Rinku-Singh-Ajit-Agarkar.jpg)
Rinku Singh-Ajit Agarkar: আন্তর্জাতিক ম্যাচে ২৬ বছর বয়সি ক্রিকেটারের স্ট্রাইক রেট ১৭৬.২৩। মোট রান ৩৫৬। (ছবি- টুইটার)
Team India World Cup squad announcement press conference: আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেট দল থেকে রিঙ্কু সিংয়ের বাদ পড়া নিয়ে যখন সর্বত্র সরগরম, সেই সময় মুখ খুললেন জাতীয় নির্বাচক দলের প্রধান অজিত আগরকার। রিঙ্কু-কে বাদ দেওয়া নিয়ে দল নির্বাচনের ত্রুটির জন্য আগরকার অ্যান্ড কোং-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিশেষজ্ঞ থেকে ক্রিকেট ফ্যান, সকলেই।
সেনিয়ে সাফাই দিতে বৃহস্পতিবার ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বিসিসিআই সদর দফতরে গণমাধ্যমের মুখোমুখি হন আগারকার। রীতিমতো অদ্ভুত যুক্তি পেশ করে জাতীয় নির্বাচক কমিটির প্রধান দাবি করেন যে বাম-হাতি রিঙ্কু- কে স্রেফ স্কোয়াডের সামগ্রিক গঠনমূলক ভারসাম্য বজায় রাখতেই বাদ দেওয়া হয়েছে।
সাংবাদিক বৈঠকে আগারকার বলেন, 'এই সিদ্ধান্ত নেওয়াটা ছিল আমাদের কাছে সবচেয়ে কঠিন। এটা ওঁর দোষ নয়। ও বা শুভমান গিল কোনও দোষ করেছে, এমনটা নয়। তবে, আমরা স্কোয়াডে যতটা সম্ভব বিকল্প রাখতে চেয়েছি। আমরা মনে করেছি যে স্কোয়াডে একজন অতিরিক্ত বোলার রাখলে কাজে দেবে।'
২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর অন্যতম সেরা ফিনিশার হিসেবে রিঙ্কু সিং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ১৫টি টি-২০ ম্যাচে আলিগড়ের ছেলেটি খেলেছেন। তার মধ্যে ১১টিতে ক্রিজে নামার সুযোগ পেয়েছেন। সাতটিতে অপরাজিত থেকেছেন। ২৬ বছর বয়সি ক্রিকেটারের স্ট্রাইক রেট ১৭৬.২৩। মোট রান ৩৫৬। তবে, এবারের আইপিএলে রিঙ্কু তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো কিছু করতে দেখাতে পারেননি।
সাংবাদিক বৈঠকে আগারকার বলেন, 'রোহিত যেমনটা বলেছেন, আমরা এখনও কীরকম পরিস্থিতিতে পড়ব, জানি না। রিঙ্কুর না থাকার কষ্টের। কিন্তু, দলে মাত্র ১৫ জনেরই জায়গা হবে। তবে, ও রিজার্ভে আছে। তাই স্কোয়াডের কাছাকাছিই আছে।'
🎙️The press conference commences at the BCCI HQ 📍#TeamIndia Captain Rohit Sharma and Mr. Ajit Agarkar, Chairman of Men's Selection Committee are here 🙌#T20WorldCup | @ImRo45pic.twitter.com/jwGOuCdgi1
— BCCI (@BCCI) May 2, 2024
১৫ জনের স্কোয়াডে সুযোগ পাননি কেএল রাহুলও। উইকেটরক্ষক-ব্যাটার রাহুল দলে থাকবেন বলেই জল্পনা চলছিল। ওই জায়গার জন্য ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন ও রাহুলের মধ্যে লড়াই হয়েছে। কিন্তু, রাহুল অস্ট্রেলিয়ায় ২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকে একটাও ম্যাচ খেলেননি। তাছাড়া রাহুলকে মিডল অর্ডারে ভাবা হচ্ছিল। কিন্তু, তিনি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ওপেন করছেন।
আরও পড়ুন- বিশ্বকাপে ভারতের প্ৰথম একাদশ এটাই, IPL-এ ছক্কার ঝড় তোলার সুপারস্টারের জায়গাই হবে না এগারোয়
এই ব্যাপারে আগরকার বলেন, 'কেএল রাহুল আইপিএলে ওপেন করছেন। আমরা মূলত মিডল অর্ডার ব্যাটার খুঁজছিলাম। তাতেই মনে হয়েছে যে পন্থ আর স্যামসন এক্ষেত্রে বেশি উপযুক্ত। স্যামসন আবার লাইনআপের যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। আমরা দরকার অনুযায়ী দল সাজিয়েছি।'