Advertisment

Virat Kohli: টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ছেন কোহলি! বিশ্বকাপের আগেই ঝড় তোলা আপডেটে দাবানল জ্বলল এবার

Virat Kohli in t20 World Cup: বিশ্বকাপের দলে কোপ পড়তে পারে স্বয়ং বিরাট কোহলির। তাঁকে ছাড়াই ঘোষণা করা হতে চলেছে বিশ্বকাপের দল। এপ্রিল মাসের মধ্যেই আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড জানিয়ে দিতে হবে প্রত্যেক অংশগ্রহণকারী দলকে। আর আইসিসির কাছে বিসিসিআইয়ের তরফে যে দল জমা পড়তে চলেছে, তাতে সম্ভবত থাকছে না কোহলির নাম। এমনটাই বলা হচ্ছে টেলিগ্রাফ-এর প্রতিবেদনে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Team India, Indian Cricket Team

Virat Kohli-Team India: নির্বাচকদের আর ভরসা নেই বিরাট কোহলির ওপর (টুইটার)

T20 World Cup 2024, Team India: ১০ বছর হয়ে গেল আইসিসি ট্রফি নেই। ঘরের মাঠে বিশ্বকাপে তীরে এসেও তরী ডুবেছে টিম ইন্ডিয়ার। ফাইনালে হারতে হয়েছে ভারতকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও টানা দুবার পৌঁছে একবার নিউজিল্যান্ড এবং একবার অস্ট্রেলিয়ার কাছে স্বপ্নভঙ্গ হয়েছে জাতীয় দলের। এবার তাই জুনে টি২০ বিশ্বকাপ জয়ের জন্য কোনও খামতি রাখতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।

Advertisment

আর বিশ্বকাপের দলে কোপ পড়তে পারে স্বয়ং বিরাট কোহলির। তাঁকে ছাড়াই ঘোষণা করা হতে চলেছে বিশ্বকাপের দল। মে মাসের প্ৰথম সপ্তাহের মধ্যেই আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড জানিয়ে দিতে হবে প্রত্যেক অংশগ্রহণকারী দলকে। আর আইসিসির কাছে বিসিসিআইয়ের তরফে যে দল জমা পড়তে চলেছে, তাতে সম্ভবত থাকছে না কোহলির নাম। এমনটাই বলা হচ্ছে টেলিগ্রাফ-এর প্রতিবেদনে।

কেন বিরাটকে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হচ্ছে?

সেই প্রতিবেদনে বলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ এবং ক্যারিবিয়ান মুলুকে আয়োজিত হতে চলা টি২০ বিশ্বকাপে স্লো পিচে নামতে হবে সকল দলকে। আর এই পিচে নাকি সেভাবে কার্যকর হতে পারবেন না বিরাট। এমনিতেই টি২০ ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন অনুপস্থিত থেকেছেন কোহলি। ২০২২ টি২০ ওয়ার্ল্ড কাপের পর আর টি২০ ফরম্যাটে খেলেননি দীর্ঘদিন। কোহলি-রোহিতদের পরখ করে নেওয়ার জন্য ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে সুযোগ দেওয়া হয়েছিল তারকাকে।

আরও পড়ুন- জয় শাহের ঘোষণায় গলে গেলেন রোহিত শর্মা! গলা খুলে প্রশংসা খুল্লামখুল্লা

তবে কোহলি সেভাবে নজর কাড়তে পারেননি। বিরাটের সঙ্গে নাকি নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারের একপ্রস্থ আলোচনা হয়েছে। কোহলিকে তাঁর ভুমিকা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, বিশ্বকাপগামী স্কোয়াডে নির্বাচকরা কোহলিকে রাখতে একদমই ইচ্ছুক নন। বদলে যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রিঙ্কু সিংদের মত টি২০ স্পেশ্যালিস্টদের সুযোগ দেওয়ার পক্ষপাতী।

কোহলিকে নিয়ে টিম ম্যানেজমেন্টের গররাজি হওয়ার ইঙ্গিত প্রকাশ পেয়েছিল বোর্ড সচিব জয় শাহের বিবৃতিতে। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, হার্দিক নন, রোহিতকে ক্যাপ্টেন করেই টি২০ ওয়ার্ল্ড কাপের নামবে ভারর। তবে কোহলিকে নিয়ে সেভাবে সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি তাঁর তরফে। তছনছ করে দেওয়া একটা আইপিএল সিজন না কাটালে কোহলির বিশ্বকাপের বিমানে ওঠা কার্যত দুষ্কর, এমনটাই বক্তব্য নির্বাচকদের।

এদিকে, সেই রিপোর্টে জানা যাচ্ছে, পন্থ নন টি২০ বিশ্বকাপে উইকেটকিপার ব্যাটার হিসাবে ভারতের প্ৰথম পছন্দ কেএল রাহুল। যিনি ঘরের মাঠে বিশ্বকাপে দ্বৈত ভূমিকায় সফল হয়েছেন। ঋষভ পন্থ আইপিএলে খেলবেন। তবে ফিটনেস সহ আরও অনেক কিছু প্রমাণ করতে হবে তারকা কিপারকে। পন্থকে নিয়ে বিশ্বকাপে যাওয়ার কথা ভাবছে না টিম ইন্ডিয়া। শৃঙ্খলা জনিত কারণে টিম ইন্ডিয়া বৃত্তের বাইরে ঈশান কিষানও। সঞ্জু স্যামসন, জিতেশ শর্মারাও ভরসা জোগাতে পারেননি সীমিত যে সুযোগ পেয়েছেন তার মধ্যে।

ধ্রুব জুরেলের ওপর নজর রয়েছে টিম ইন্ডিয়ার। ইংল্যান্ড সিরিজে অভিষেকেই মাতিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের এই কিপার-ব্যাটার। ভালো একটা আইপিএল সিজন ক্যারিবিয়ানগামী বিমানের টিকিট পাকা করে দিতে পারে জুরেলের।

T20 World Cup Indian Team Virat Kohli BCCI Indian Cricket Team
Advertisment