Advertisment

AFG vs AUS ICC T20 World Cup 2024 Match Report: বিশ্বকাপের বদলা এল বিশ্বকাপেই! অস্ট্রেলিয়াকে চূর্ণ করে সেমির পথে আফগানিস্তান

T20 World Cup 2024, AFG vs AUS, Super 8 Match Highlights: আফগানিস্তান রূপকথা গড়ে কোনও ধরণের ক্রিকেটে প্ৰথমবার হারাল অস্ট্রেলিয়াকে। কিংস টাউনের সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে ২১ রানে অজিদের হারিয়ে নিজেদের সেমিফাইনালের সম্ভবনা বাঁচিয়ে রাখল আফগানরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
AFG vs AUS T20 World Cup Match Highlights: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া

AFG vs AUS T20 World Cup Match Report: ইতিহাস গড়ে জয় আফগানিস্তানের (আইসিসি এবং ওয়াসিম জাফর টুইটার)

আফগানিস্তান: ১৪৮/৬
অস্ট্রেলিয়া: ১২৭/১০

Advertisment

ICC Men's T20 World Cup 2024 Super 8 Match Report Afghanistan vs Australia: বিশ্ব ক্রিকেটের রোমহর্ষক অঘটন ঘটিয়ে বিশ্বকাপের রোমাঞ্চ জিইয়ে রাখল আফগানিস্তান। ভারতে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও হারাতে পারেনি। ৮৯/৫ হয়ে যাওয়া অস্ট্রেলিয়াকে বাঁচিয়ে দিয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলের একটা অতিমানবীয় ইনিংস।

সেই ঘটনা ফিরতে ফিরতে ফিরল না। আফগানিস্তান রূপকথা গড়ে কোনও ধরণের ক্রিকেটে প্ৰথমবার হারাল অস্ট্রেলিয়াকে। কিংস টাউনের সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে ২১ রানে অজিদের হারিয়ে নিজেদের সেমিফাইনালের সম্ভবনা বাঁচিয়ে রাখল আফগানরা।

অস্ট্রেলিয়ার হারে গ্রুপ-১ একদম ওয়াইড ওপেন হয়ে গেল। এখন চার দলের কাছেই সম্ভবনা রয়েছে সেমিতে যাওয়ার। ভারত দুই ম্যাচ জিতে শেষ চার কার্যত পাকা করে ফেলেছে। দ্বিতীয় দল হিসেবে এবার সেমিতে যাওয়ার লড়াইয়ে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া। সুযোগ রয়েছে বাংলাদেশেরও। তবে সেই সম্ভবনা খাতায় কলমে থাকলেও বাস্তবে কার্যত অসম্ভব।

অস্ট্রেলিয়া গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারতের। সেই ম্যাচ অজিদের জিততেই হবে সেমিতে যাওয়ার জন্য। আফগানিস্তান আবার শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই শেষ চারে কার্যত পৌঁছে যাবে।

আরও পড়ুন: বিশ্বকাপে খেলতে গিয়ে পাওয়া যাচ্ছে না গোরুর মাংস! ক্যারিবিয়ানে তীব্র সমস্যায় আফগানিস্তান টিম

গত ওয়ানডে বিশ্বকাপের মতই অস্ট্রেলিয়া আফগানিস্তানের টার্গেট চেজ করতে নেমে ধসে গিয়েছিল। ৭১/৪ থেকে ৮৫/৫ হয়ে যেতে সমস্যা হয়নি। তবে ক্রিজে তখনও ছিলেন আফগানদের নেমেসিস ম্যাক্সওয়েল। হাফসেঞ্চুরি করে একাই বিপর্যয়ের মুখে রুখে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন। ঠিক গত ওয়ানডে বিশ্বকাপে যেভাবে একা দলকে জেতান, সেই ঘটনার দেজা ভ্যু মুহূর্ত ফিরে আসছিল।

তবে রূপকথার সওদাগর গুলবাদিন ম্যাড ম্যাক্সকে ফেরাতেই গল্প শেষ।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছিলেন অজি নেতা মিচেল মার্শ। সাধারণত এই ভেন্যুতে সকলেই টসে জিতলে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সেই হিসাবেই গড়বড় করে ফেলেছিলেন মার্শ।

প্ৰথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান প্ৰথম ১৫ ওভারে কোনও উইকেট হারায়নি। রহমনুল্লাহ গুরবাজ (৪৯ বলে ৬০) এবং ইব্রাহিম জাদরান (৪৮ বলে ৫১) মিলে দুজনেই ওপেনিং পার্টনারশিপে ১১৫ তুলে দিয়েছিলেন। দুজনেই হাফসেঞ্চুরি করে যান।

গুরবাজ আউট হওয়ার পর আচমকাই ধস নামে আফগানদের ইনিংসে। একসময় ১৭০-১৮০ টার্গেট করে এগোচ্ছিলেন গুরবাজরা। তবে হঠাৎ ধসে গিয়ে ২৮ রান স্কোরবোর্ডে তোলার ফাঁকে ছয় উইকেট হারিয়ে ফেলে তাঁরা।

প্যাট কামিন্স ইতিহাস গড়ে হ্যাটট্রিক করে যান দুই ওভার মিলিয়ে রশিদ খান, করিম জানাত এবং গুলবাদিন নাইবকে পরপর ফিরিয়ে।

শেষ পর্যন্ত আফগানিস্তান ২০ ওভারে কোনওরকমে ১৪৮ তুলেছিল।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে প্রাথমিক আঘাত দেন নভিন উল হক। প্ৰথম ওভারে ট্র্যাভিস হেডকে ফেরানোর পর নভিন নিজের দ্বিতীয় ওভারেই ফেরান ক্যাপ্টেন মার্শকে। পাওয়ার প্লের মধ্যেই ওয়ার্নারকে ফিরিয়ে অজিদের বড়সড় ধাক্কা দেন মহম্মদ নবি।

তিন উইকেট হারানোর পরেই ভাবা যায়নি অজিরা এই ম্যাচ হেরে বসবে শেষ পর্যন্ত। তাও আবার পুরো ২০ ওভার ব্যাট করার আগেই অলআউট হয়ে যাবে বিশ্বখ্যাত অজি ব্যাটিং।

গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টোইনিস অজিদের হয়ে চতুর্থ উইকেটে ৩৯ রান যোগ করে যান। তবে এরপরেই শুরু হয় গুলবাদিন ম্যাজিক। আফগান অলরাউন্ডার এই জুটিতে ভাঙন তো ধরান-ই, নিজের বিধ্বংসী স্পেলে পরপর আউট করে যান স্টোইনিস, ম্যাক্সওয়েল, টিম ডেভিড, কামিন্সদের। ৪ ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে অজি সংহারক হিসাবে ইতিহাসের পাতায় উঠে গেলেন তিনি। প্যাট কামিন্স ফেরার পর আফগানিস্তানের জয় ছিল সময়ের অপেক্ষা। সেটাই হল শেষমেশ।

Cricket Australia T20 World Cup ICC Cricket World Cup Afghanistan Cricket Team Cricket World Cup Australia Cricket Team
Advertisment