Advertisment

AFG vs BAN Playing 11: সেমিতে পৌঁছতে বাংলাদেশ ফেরাচ্ছে তারকাকে, আফগানদের বিপক্ষে টাইগার একাদশে বিরাট বদল

ICC T20 World Cup 2024, AFG vs BAN Playing 11: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রূপকথার জয় অর্জন করে নিজেদের সেমিফাইনাল সম্ভবনা উস্কে দিয়েছে আফগানিস্তান। বাংলাদেশকে শেষ ম্যাচে হারালেই কেল্লাফতে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh, Bangladesh fans, t20 World Cup

Bangladesh Cricket Team: বিশ্বকাপে সংকটে বাংলাদেশের ভাগ্য (টুইটার)

ICC T20 World Cup 2024 Match 52, Afghanistan vs Bangladesh Playing XI: মঙ্গলবার সাত সকালে ডু অর ডাই ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ এবং আফগানিস্তান। দুই দল-ই সেমিফাইনালের দৌড়ে রয়েছে। তবে দুই দলেরই নজর থাকবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে।

Advertisment

দুই দলই সেমির দৌড়ে টিকে থাকার জন্য ভারতের জয়ের জন্য গলা ফাটাবে। কোনওভাবে অস্ট্রেলিয়া জিতে গেলে বাংলাদেশ ছিটকে যাবে আফগানিস্তান ম্যাচে বল গড়ানোর আগেই। তবে আফগানিস্তানকে তখন সমীকরণ মেনে বাংলাদেশের বিরুদ্ধে জিততে হবে যাতে অস্ট্রেলিয়ার থেকে নেট রানরেটে তাঁরা এগিয়ে থাকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রূপকথার জয় অর্জন করে নিজেদের সেমিফাইনাল সম্ভবনা উস্কে দিয়েছে আফগানিস্তান। বাংলাদেশকে শেষ ম্যাচে হারালেই কেল্লাফতে।

আফগানিস্তানের সেমিতে পৌঁছনোর সম্ভবনা যতটাই উজ্জ্বল, ততটাই ফ্যাকাশে বাংলাদেশ সেমি-ভাগ্য। মিরাকল না ঘটলে বাংলাদেশকে সুপার-৮ পর্ব থেকেই ঢাকার বিমানে চড়তে হবে। অস্ট্রেলিয়া সোমবার রাতে জিতলেই পূর্ণচ্ছেদ পড়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযানে। অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে হেরে বাংলাদেশ আপাতত লিগ টেবিলের তলানিতে। বিশ্বকাপে ধারাবাহিকভাবে বাংলাদেশের হয়ে পারফর্ম করে চলেছেন তানজিম সাকিব এবং রিশাদ হোসেন। তবে নিয়ম করে ব্যর্থ হয়ে চলেছেন ব্যাটসম্যানরা। লিটন, তানজিদ, সাকিব কেউই ব্যাট হাতে নির্ভরতা দিতে পারছেন না। ক্যাপ্টেন শান্ত ভারতের বিপক্ষে ৪০ করলেও জীবন পেয়েছেন শুরুতেই।

ভারত ম্যাচে টাইগাররা ব্যাটিং শক্তি বাড়িয়ে খেলতে নেমেছিল। তাসকিন আহমেদকে বসিয়ে খেলানো হয়েছিল জাকের আলি অনীককে। আফগানিস্তান ম্যাচে জাকেরকে বসিয়ে তাসকিনকে ফেরানোর সমূহ সম্ভাবনা।

আফগানিস্তানের বোলিং আবার টুর্নামেন্টের অন্যতম সেরা। অস্ট্রেলিয়ার আগে গ্রুপ পর্বের নাকানিচোবানি খাইয়ে আফগানরা হারিয়েছিল নিউজিল্যান্ডকে। ফজলহক ফারুখি, নভিন উল হকের পেস, রশিদ খান-নূর আহমেদ-মহম্মদ নবিদের স্পিন আক্রমণ টুর্নামেন্টের অন্যতম সেরা। ফজলহক টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি এই মুহূর্তে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে চমকে দিয়েছেন গুলবাদিন নাইব। অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ভাঙচুর করে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি।

তবে আফগানিস্তানের চিন্তার জায়গা তাঁদের ব্যাটিং। দুই ওপেনার রহমনুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান বাদে কোনও আফগান ব্যাটার ফর্মে নেই। দুই ওপেনার বাদ দিয়ে বাকি কোনও আফগান ব্যাটার হাফসেঞ্চুরির মুখ দেখেননি চলতি বিশ্বকাপে। পাপুয়া নিউগিনির বিপক্ষে গুলবাদিন নাইব ৪৯ করেছিলেন। সেটাই বাকি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫ ওভার পর্যন্ত কোনও উইকেট না হারিয়েই টিকে ছিলেন গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। তবে হঠাৎ করেই দুই ওপেনার ফেরার পর তাসের ঘরের মত ভেঙে পড়ে আফগানদের ইনিংস।

অস্ট্রেলিয়া ম্যাচের পরেই কোচ জোনাথন ট্রট ব্যাটিংকে আরও মাজাঘষার বার্তা দিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ডু অর ফাই ম্যাচে নাঙ্গেলিয়া খরোতেকে বসিয়ে ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য নাজিবুল্লা জাদরানকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য প্ৰথম একাদশ:

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, জাকের আলি/তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মেহেদি হাসান, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান

আফগানিস্তান সম্ভাব্য প্ৰথম একাদশ:

রহমনুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, করিম জানাত, নাজিবুল্লা জাদরান, রশিদ খান, নূর আহমেদ, নভিন উল হক, ফজল6 ফারুখি

T20 World Cup Afghanistan Bangladesh Cricket ICC Cricket World Cup Afghanistan Cricket Team Cricket World Cup Bangladesh Cricket Team
Advertisment