/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/afg-uga.jpg)
AFG vs UGA T20 world Cup 2024: উগান্ডাকে সহজেই হারাল আফগানিস্তান (টুইটার)
Afghanistan beat Uganda comprehensively: উগান্ডা নূন্যতম লড়াই-ও চালাতে পারল না। আফগানিস্তান কার্যত একপেশেভাবে উড়িয়ে দিল আফ্রিকান দলটিকে। কঠিন পিচে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে ১৮৩ তুলে দিয়েছিল। তারপর উগান্ডাকে মাত্র ৫৮ রানে অলআউট করে দেন রশিদ-মুজিব রা।
১২৫ রানে জিতে দুর্দান্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করল আফগানিস্তান। গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে মাত্র ৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট দখল করলেন ফজলহক ফারুখি। চলতি বিশ্বকাপের প্ৰথম বোলার হিসাবে এই অর্জন আফগান পেসারের। দুটো করে উইকেট নিয়েছেন নভিন উল হক, রশিদ খান-ও।
তার আগে ব্যাট হাতে উগান্ডাকে মাটি ধরিয়েছিলেন দুই আফগান ওপেনার রহমনুল্লাহ গুরবাজ (৪৫ বলে ৭৬) এবং ইব্রাহিম জাদরান (৪৬ বলে ৭০)। দুজনে ওপেনিং জুটিতেই ১৫৪ তুলে দিয়েছিলেন। এরপরে স্কোরবোর্ডে ২৭ রান যোগ করার ফাঁকেই আফগানিস্তান ৫ উইকেট হারায়। তবে স্কোরবোর্ডে ১৮৩ তুলে ফেলে আফগানরা। এরপরেই বল হাতে তান্ডব চালান আফগান পেসার-স্পিনাররা।
বিশ্বকাপের কালো ঘোড়া ধরা হচ্ছে আফগানিস্তানকে। আর আফগানরা বিপজ্জনক প্রতিপক্ষ, প্ৰথম ম্যাচেই বুঝিয়ে দিলেন রশিদ খানরা। আফগানিস্তানের সি গ্রুপেই রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মত দুই হেভিওয়েট প্রতিপক্ষ। প্ৰথম ম্যাচে মসৃণ জয় পায়নি ক্যারিবিয়ানরা। তবে নেট রানরেটে আফগানিস্তান নিজেদের অবস্থান মজবুত করল।
আফ্রিকা গ্রুপের যোগ্যতা অর্জন রাউন্ডে কেনিয়া, জিম্বাবোয়ের মত ক্রিকেটে ইতিহাস থাকা দলকে পেরিয়ে বিশ্বকাপে এসেছে উগান্ডা। তবে প্ৰথম ম্যাচ মোটেও স্মরণীয় হল না তাঁদের।