Advertisment

Ajay Jadeja-Afghanistan: আফগানিস্তানের কোটি কোটি টাকা পারিশ্রমিক ফেরালেন জাদেজা, মাথা ঝুঁকে কৃতজ্ঞতা স্বীকার আফগানদের

Ajay Jadeja as mentor of Afghanistan Cricket Team: বিশ্বকাপের সময়ে ভারতের প্রাক্তন তারকাকে পরামর্শদাতা-মেন্টর হিসাবে নিয়োগ করার পর অবিশ্বাস্য উন্নতির সাক্ষী থেকেছে রশিদ খানদের দেশের ক্রিকেট। তবে নিজের দায়িত্ব পালন করার পর এক টাকাও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে পারিশ্রমিক নিতে রাজি হননি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ajay Jadeja, Afghanistan Cricket Team

Ajay Jadeja refused to take money form Afghanistan: জাদেজার কাণ্ডে আপ্লুত গোটা আফগানিস্তান (টুইটার)

Ajay Jadeja Refused To Take Money For Afghanistan Mentorship Role: গত বছর ওয়ার্ল্ড কাপে সাড়া ফেলে দিয়েছিল আফগানিস্তান। বিস্বক্রিকেটে নিজেদের শক্তির জানান দিয়েছিলেন রশিদ খানরা। আর আফগানিস্তানের সাফল্যের অন্যতম নেপথ্য কারণ ছিলেন তাঁদের পরামর্শদাতা অজয় জাদেজা।

Advertisment

বিশ্বকাপের সময়ে ভারতের প্রাক্তন তারকাকে পরামর্শদাতা-মেন্টর হিসাবে নিয়োগ করার পর অবিশ্বাস্য উন্নতির সাক্ষী থেকেছে রশিদ খানদের দেশের ক্রিকেট। তবে নিজের দায়িত্ব পালন করার পর এক টাকাও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে পারিশ্রমিক নিতে রাজি হননি।

আফগান বোর্ডের প্রধান কার্যনির্বাহী নসিব খান জানিয়েছেন, দেশটির ক্রিকেট বোর্ডের তরফে পারিশ্রমিক নেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও রাজি হননি জাদেজা। এরিয়ানা নিউজে আফগান বোর্ড কর্তা জানিয়েছেন, জাদেজার বক্তব্য কী ছিল। জাদেজা বলেছেন, "ওঁরা যদি ভালো খেলে সেটাই আমার পারিশ্রমিক এবং অর্থ।"

জাদেজার টিপসে আফগানরা বিশ্বকাপে শোরগোল ফেলে দিয়েছিল। বাংলাদেশ তো বটেই পাকিস্তান, ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের উঠতি শক্তির জানান দিয়েছিলেন রশিদ-মুজিবরা।

ম্যাক্সওয়েলের ব্যাট সেদিন অবিশ্বাস্যভাবে রুখে না দাঁড়ালে আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট জয় কার্যত হাসিল করে নিয়েছিল। ভারতীয় দলের নব্বই দশকের নির্ভরযোগ্য অলরাউন্ডার ছিলেন। ১৯৬ ওয়ানডে খেলে ৫৩৫৯ রান করেছেন ৩৭.৪৭ গড়ে। গড়াপেটা কেলেঙ্কারি জাদেজার কেরিয়ারে প্রভাব না ফেললে আরও উচ্চতায় পৌঁছতে পারতেন।

বিশ্বকাপের সময় আফগানিস্তানের ড্রেসিংরুমের অবস্থা কেমন ছিলেন তা জানিয়েছেন জাদেজা। রশিদ লতিফকে দেওয়া এক সাক্ষাৎকারে জাদেজা বলেছিলেন, আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচের তীব্রতা ভারত-পাকিস্তানের থেকেও জোরালো। "ভারতে বিশ্বকাপে আফগান ড্রেসিংরুম প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আফগানিস্তানের ড্রেসিংরুম সেলিব্রেশনের মেজাজে ছিল। এতটাই যে মনে হচ্ছিল প্রত্যেকেই সূরা পান করে রয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, সেই অনুভূতি কেমন ছিল? আমি ব্যাখ্যা করে বলি, ভারত-পাকিস্তান ম্যাচে যদি দশগুন তীব্রতায় লড়াই হয়, পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে সেই তীব্রতা একশো ভাগ বেশি।"

আফগানিস্তান বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত হয়েছে। ছোট দলের তকমা ঘুচিয়ে আফগান শক্তিকে কুর্নিশ করছে গোটা দুনিয়া। আফগানদের হেড কোচ রশিদ খানদের এই ভোলবদলের জন্য অনেকটাই কৃতিত্ব দিয়েছেন অজয় জাদেজাকে।

Afghanistan ICC Cricket World Cup Afghanistan Cricket Team Cricket World Cup
Advertisment