বাংলাদেশ: ১৪০/৮
অস্ট্রেলিয়া: ১০০/২ (১১.২ ওভার)
ICC Men's T20 World Cup 2024 Match Report: বৃষ্টিও বাঁচাতে পারল না বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার-৮'এর প্ৰথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল টাইগার বাহিনী। এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে মাত্র ১৪০ রানে গুটিয়ে গিয়েছিল।
জবাবে ১১ ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে সেঞ্চুরি করে ফেলেছিল অজিরা। এরপরে তুমুল বৃষ্টিতে ম্যাচ আর চালু করা যায়নি। ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে শেষমেশ অস্ট্রেলিয়াকে ২৮ রানে বিজয়ী ঘোষণা করা হয়।
টসে জিতে প্ৰথমে বোলিং নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতেই বাংলাদেশের ইনিংসে ভাঙন ধরান মিচেল স্টার্ক। ইনিংসের তৃতীয় বলেই স্টার্কের বলে ফেরেন তানজিদ হাসান। লিটন দাস নিজের রানের খাতা খুলতে নিয়ে নেন ১০ বল। নাজমুল হোসেন শান্ত বেশ পজিটিভভাবেই শুরু করেছিলেন। পঞ্চম এবং ষষ্ঠ ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে ভালো রান জমা করে।
পাওয়ার প্লেতে বাংলাদেশ ভালোভাবেই ম্যাচে ছিল। ভাবা যায়নি তারপর ম্যাচ এতটা একপেশে হয়ে যাবে। লিটন দাস (২৫ বলে ১৬) কখনই নিজের খোলস ছেড়ে বেরোতে পারেননি। রিশাদ হোসেনকে টপ অর্ডারে প্রমোট করার পরীক্ষা-নিরীক্ষাও কাজে আসেনি। ঠিক যে মুহূর্তে মোমেন্টাম বদল করার কথা, সেই সময়েই নাজমুল শান্ত আউট হয়ে যান (৩৬ বলে ৪১)। এরপরে বাংলাদেশের ইনিংস পুরোটাই তৌহিদ হৃদয় নির্ভর (২৮ বলে ৪০)। একাই বাংলাদেশের ইনিংসের হাল ধরে গেলেন তিনি। শেষদিকে তাসকিন আহমেদের ক্যামিও বাংলাদেশকে ১৪০-এর মত ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয়।
আরও পড়ুন: কামিন্সের গর্জনে বুক শুকোল বাংলাদেশের! হ্যাটট্রিক করে বিশ্বকাপে রেকর্ড অজি সুপারস্টারের
তার আগে অজিদের হয়ে হ্যাটট্রিক করে গিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল সোনার সময় চলছে অজি তারকার। সেই ফর্মেই এবার বিশ্বকাপের ইতিহাসে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন অস্ট্রেলীয় তারকা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ জয়ী কামিন্স কয়েক মাস আগেই আইপিএলে হায়দরাবাদকে সাফল্যের মুখ দেখিয়েছেন। এবার টি২০ বিশ্বকাপে খেলতে নেমেই নজির।
বাংলাদেশের বিপক্ষে শুরুটা মোটেই ভালো হয়নি কামিন্সের। প্ৰথম ওভারেই ১২ রান খরচ করতে হয় তাঁকে। তবে দ্রুতই নিজের ছন্দে ফেরেন তিনি। ১৮তম ওভারের শেষ দুই বলে কামিন্স পরপর আউট করেন মাহমুদউল্লাহ এবং মেহেদি হাসানকে। এরপরে শেষ ওভারের প্ৰথম বলেই কামিন্সের শিকার হন ক্রিজে টিকে যাওয়া তৌহিদ হৃদয়। এই নিয়ে টি২০ ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সপ্তম হ্যাটট্রিক করলেন অজি সুপারস্টার।
ব্যাট হাতে বাংলাদেশ কখনই অজি আক্রমণের সামনে সেভাবে জ্বলে উঠতে পারেনি। পাওয়ার প্লেতে উইকেট বেশি না হারাতে হলেও বিলো পার স্কোর করে টাইগার শিবিরে।
আর বাংলাদেশকে মাত্র ১৪০-এ আটকে রাখার পর অজিদের হয়ে দুরন্ত সূচনা উপহার দিয়ে যান ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড জুটি। দ্রুত রান তুলে পাওয়ার প্লেতেই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয়। ডেভিড ওয়ার্নার অবশ্য ব্যক্তিগত ৫ রানের মাথায় জীবন পান।
বাংলাদেশ ব্যাকফুটে থাকার সময়েই বৃষ্টি নামে। পুনরায় খেলা শুরু হওয়ার পর রিশাদ হোসেন পরপর ট্র্যাভিস হেড, মিচেল মার্শকে ফিরিয়ে হালকা হলেও আশা জাগান টাইগারদের। তবে এরপরে গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে কোনও অঘটন ঘটতে দেননি ওয়ার্নার। বৃষ্টিতে পুনরায় খেলা ভেস্তে দিলেও নেট রানরেটে এগিয়ে থেকেই আসে অজিদের জয়।