New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/AB-de-Villiers-Babar-Azam.jpg)
Ab de Villiers and Babar Azam: বাবর আজম (বাঁ দিকে) ও ডিভিলিয়ার্স। (ছবি- স্ক্রিনগ্যাব)
Ab de Villiers and Babar Azam: বাবর আজম (বাঁ দিকে) ও ডিভিলিয়ার্স। (ছবি- স্ক্রিনগ্যাব)
Ab de Villiers comes in support of Babar Azam: পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তাঁর খারাপ ইংরেজির জন্য উপহাসের শিকার হতেই পাশে পেলেন প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সকে। খারাপ ইংরেজির জন্য বাবরকে উপহাস করে থাকেন নেটিজেনরা। তার প্রেক্ষিতেই ডিভিলিয়ার্স বাবরের পাশে দাঁড়ালেন। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি তাঁর ইউটিউব চ্যানেলে আজমের বিরুদ্ধে এক মন্তব্যকারীকে রীতিমতো কড়া শিক্ষা দিয়েছেন।
পাকিস্তানের তারকাকে তাঁর ইংরেজির জন্য প্রায়ই সোশ্যাল মিডিয়ায় উপহাসের শিকার হতে হয়। কিন্তু ডিভিলিয়ার্স স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, তিনি এমন উপহাস মোটেও পছন্দ করছেন না। একজন ট্রোলার ডিভিলিয়ার্সের ভিডিওতে বাবর আজমকে নিয়ে কুমন্তব্য করেছিলেন। পালটা তার যোগ্য জবাব দিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। শুধু তাই নয়, তিনি বাবর আজমকে তাঁর ইউটিউব চ্যানেলে চ্যাট করার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন।
বাবরকে কটাক্ষ করে আর একইসঙ্গে ডিভিলিয়ার্সকে তোল্লাই দিয়ে ওই ট্রোলার বলেছিলেন, 'এবিডি (ডিভিলিয়ার্স) মোটেই হাসি চাপতে পারেন না। শেষ পর্যন্ত বাবর আজম ইংরেজিতে কথা বলছেন!' পালটা প্রোটিয়া কিংবদন্তি ওই ট্রোলারকে বলেছেন, 'ওঁর ইংরেজিটা আমার উর্দুর চেয়ে অনেক ভালো। সবচেয়ে বড় কথা, ওঁর ব্যাটিংটা ভালো। সেটা এই ভাষাচর্চার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।'
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক বাবরের একটা দুর্দান্ত ইউটিউব সাক্ষাৎকারও নিয়েছেন। সেখানে পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন যে তিনি কীভাবে অল্প বয়সেই ক্রিকেটযাত্রা শুরু করেছিলেন। ওই সাক্ষাৎকারে বাবর জানিয়েছেন, তিনি ক্রিকেটটাকে রীতিমতো উপভোগ করেন। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সময় নষ্ট করতে নারাজ। বাবরের কথায়, 'আমি শুধু নিজের খেলাটা খেলছি। আমি আমার প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।'
AB De Villiers defends Babar Azam's English, shutting down an Indian troll.
Well done, AB, you have even earned more respect. #T20WorldCup2024 #T20WorldCup pic.twitter.com/DKAF3QnzYL— sehrish qayyum (@sehrishqayyum2) June 1, 2024
নিজের ছোটবেলার সম্পর্কে বাবর জানিয়েছেন, 'আমি যখন ক্রিকেট খেলাটা শুরু করি, তখন হাতে খুব বেশি টাকা ছিল না। আমরা ধনী ছিলাম না। টেনিস বলে ক্রিকেটটা খেলতাম। প্রতি শনিবার ম্যাচ থাকত। বাবাকে বলেছিলাম, এবার পেশাদার ক্রিকেট খেলব। বাবা রাজি হতেই আমি পেশাদার ক্রিকেট খেলা শুরু করি।'
বাবর এবছর টানা তৃতীয়বার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব দেবেন। গত দুটো টি-২০ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে পাকিস্তান জিততে পারেনি। সেজন্য এবার বাবরের ওপর চাপ বেশি থাকবে। তবে, বাবর এতে চাপের কিছু দেখছেন না। তাঁর কথায়, 'আমি আশাবাদী, আত্মবিশ্বাসী। কারণ, আমাদের দল বেশ ভালো। এই দলে সব ভালো মানের খেলোয়াড় আছে। ভালো ব্যাটসম্যান আছে। দলের সিনিয়র খেলোয়াড়রাও ভালো কিছু করার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছেন। আমরা বিশ্বকাপের জন্য একেবারে তৈরি।'