Pakistan Cricket Team in 2026 t20 World Cup: এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বেই পাকিস্তানের দৌড়ের ইতি ঘটেছে। কিন্তু, তা হলে হবে কী! বাবর আজমদের দল ২০২৬ টি-২০ বিশ্বকাপে খেলার জন্য ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে। গত সপ্তাহেই এবারের টি-২০ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। তাদের উদ্বোধনী ম্যাচে, আজম, হ্যারিসরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে। পাশাপাশি, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও পরাজিত হয়েছে।
এই প্রতিযোগিতায় পাকিস্তানের টিকে থাকার সম্ভাবনা শেষ পর্যন্ত আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। তা-ও ওই ম্যাচে আয়ারল্যান্ডকে জয় পেতেই হত। কিন্তু, লডারহিলের আবহাওয়া খারাপ থাকায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ম্যাচ ভেস্তে যায়। আমেরিকা এবং আয়ারল্যান্ড, উভয় দলই এক পয়েন্ট করে পেয়ে যায়। যার ফলে, এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যায়।
আর, পাকিস্তানের বিদায়ের পরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সমালোচনার ঝড় বইছে। যেসব অনুরাগী নানা প্রত্যাশা নিয়ে বসেছিলেন, তাঁরা সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান দলের সদস্যদের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিচ্ছেন। এমনটা যে হতে চলেছে, তার আঁচ অবশ্য আগেই ছিল। আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের হারে রীতিমতো হতভম্ব হয়ে পড়েছিলেন পাকিস্তানের সমর্থকরা। যার জেরে মুখ খুলেছিলেন শোয়েব আখতারের মত স্পিডস্টারও।
কিংবদন্তি পেসার শোয়েব পাকিস্তান দলকে ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতার আহ্বান জানিয়েছিলেন। কারণ, বিশ্বের যে কোনও দলের কাছেই হারুক না কেন, ভারতের বিরুদ্ধে জিতলেই পাকিস্তানে পাকিস্তান দলের যাবতীয় খুন মাফ। এর কারণ, পাকিস্তানের ভারত-বিদ্বেষ। কিন্তু, এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধেও জিততে পারেনি পাকিস্তান। ভালো খেলার চেষ্টা করেও হেরে গিয়েছে।
তার মধ্যেই পাকিস্তানের একমাত্র সন্তুষ্টি যে তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর, এই যোগ্যতা তারা অর্জন করেছে স্বাভাবিক যোগ্যতাবিধি মেনেই। সেই বিধি অনুযায়ী, ২০২৬ টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০টি দলের মধ্যে ১২টি স্বাভাবিক নিয়মেই টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পাবে। তারমধ্যে যৌথ আয়োজক হিসেবে ভারত ও শ্রীলঙ্কার সুযোগ পাওয়া নিশ্চিত। সঙ্গে, বিশ্বকাপের সুপার ৮ পর্বে যে দলগুলো সুযোগ পেয়েছে, তারাও স্বাভাবিক নিয়মেই ২০২৬ টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
আরও পড়ুন- পড়শি ক্লাবের সোনার স্ট্রাইকারকে তুলে নিল ইস্টবেঙ্গল! সেরার সেরা আক্রমণ এবার-ও লাল-হলুদের
সুপার এইটের দলগুলি ছাড়াও আইসিসি পুরুষদের টি-২০ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তিনটি দল স্বাভাবিক নিয়মেই ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই তিনটি দল হল নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। তার মধ্যে নিউজিল্যান্ড রয়েছে ষষ্ঠ স্থানে। পাকিস্তান সপ্তম স্থানে। আর, আয়ারল্যান্ড রয়েছে একাদশতম স্থানে। বাকি আটটি দল আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে নির্ধারণ করা হবে।