Advertisment

Pat Cummins hat-trick: কামিন্সের গর্জনে বুক শুকোল বাংলাদেশের! হ্যাটট্রিক করে বিশ্বকাপে রেকর্ড অজি সুপারস্টারের

Pat Cummins vs Bangladesh: বাংলাদেশের বিপক্ষে শুরুটা মোটেই ভালো হয়নি কামিন্সের। প্ৰথম ওভারেই ১২ রান খরচ করতে হয় তাঁকে। তবে দ্রুতই নিজের ছন্দে ফেরেন তিনি। ১৮তম ওভারের শেষ দুই বলে কামিন্স পরপর আউট করেন মাহমুদউল্লাহ এবং মেহেদি হাসানকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pat Cummins Hat-trick:

AUS vs BAN T20 World Cup pat Cummins hat-trick: বাংলাদেশের বিপক্ষে দুরন্ত হ্যাটট্রিক প্যাট কামিন্সের (টুইটার)

Pat Cummins Hat-trick against Bangladesh: অস্ট্রেলিয়ার হয়ে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করে গেলেন অধিনায়ক প্যাট কামিন্স। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল সোনার সময় চলছে অজি তারকার। সেই ফর্মেই এবার বিশ্বকাপের ইতিহাসে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন অস্ট্রেলীয় তারকা। কামিন্সের কীর্তির সামনেই নাহেজাল দশা হল বাংলাদেশের।

Advertisment

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ জয়ী কামিন্স কয়েক মাস আগেই আইপিএলে হায়দরাবাদকে সাফল্যের মুখ দেখিয়েছেন। এবার টি২০ বিশ্বকাপে খেলতে নেমেই নজির।

বাংলাদেশের বিপক্ষে শুরুটা মোটেই ভালো হয়নি কামিন্সের। প্ৰথম ওভারেই ১২ রান খরচ করতে হয় তাঁকে। তবে দ্রুতই নিজের ছন্দে ফেরেন তিনি। ১৮তম ওভারের শেষ দুই বলে কামিন্স পরপর আউট করেন মাহমুদউল্লাহ এবং মেহেদি হাসানকে। এরপরে শেষ ওভারের প্ৰথম বলেই কামিন্সের শিকার হন ক্রিজে টিকে যাওয়া তৌহিদ হৃদয়। এই নিয়ে টি২০ ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সপ্তম হ্যাটট্রিক করলেন অজি সুপারস্টার। ব্রেট লি-র পর দ্বিতীয় অস্ট্রেলীয় হিসাবে এই কীর্তি গড়লেন তিনি। সবমিলিয়ে টি২০ আন্তর্জাতিকে চতুর্থ অস্ট্রেলীয় বোলার তিনি যিনি হ্যাটট্রিক করতে সমর্থ হলেন।

পুরুষদের টি২০ বিশ্বকাপে হ্যাটট্রিক
ব্রেট লি, ২০০৭ (কেপটাউন) বনাম বাংলাদেশ
ওয়ানিন্দু হাসারাঙ্গা, ২০২১ (শারজা) বনাম দক্ষিণ আফ্রিকা
কাগিসো রাবাদা, ২০২১ (শারজা) বনাম ইংল্যান্ড
কার্তিক মেইপ্পান, ২০২২ (জিলং) বনাম শ্রীলঙ্কা
জশুয়া লিটল, ২০২২ (এডিলেড) বনাম নিউজিল্যান্ড
প্যাট কামিন্স, ২০২৩ (আন্টিগা) বনাম বাংলাদেশ

টি২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ানদের হ্যাটট্রিক
ব্রেট লি, ২০০৭ (কেপটাউন) বনাম বাংলাদেশ
আস্টন আগার, ২০২০ (জোহানেসবার্গ) বনাম দক্ষিণ আফ্রিকা
নাথান এলিস, ২০২১ (মিরপুর) বনাম বাংলাদেশ
প্যাট কামিন্স, ২০২৩ (আন্টিগা) বনাম বাংলাদেশ

Bangladesh Cricket Australia Cricket World Cup ICC Cricket World Cup Bangladesh Cricket T20 World Cup Australia Cricket Team Bangladesh Cricket Team
Advertisment