IND vs PAK, New York Weather and Pitch Report: চরম হাড্ডাহাড্ডি ম্যাচের প্রতীক্ষায় রয়েছে গোটা ক্রিকেট দুনিয়া। ভারত বনাম পাকিস্তানের মহারণ দেখবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। একদিকে ভারত এই ভেন্যুতেই প্ৰথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে, পাকিস্তান আবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে।
এমনিতে এই দ্বৈরথ বিশ্বকাপের মত মঞ্চে অনেকটাই একপেশে। ওয়ানডে বিশ্বকাপে ভারতকে কখনই হারাতে পারেনি পাকিস্তান। টি২০ বিশ্বকাপে ভারতকে মাত্র এর আগে মাত্র একবার পরাস্ত করতে পেরেছে। ৭ বারের মুখোমুখি দ্বৈরথে ভারত ছয়টিতেই জয় পেয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্ৰথম একাদশেই চমক! বাইরেই থাকছেন দলের এক নম্বর তারকা
এমন উত্তেজক ম্যাচের আগে আবহাওয়া কিন্তু ঝামেলা করতে পারে। আকুওয়েদারের রিপোর্ট বলছে, রোদ ঝলমলে আবহাওয়ার সঙ্গেই মাঝে মধ্যেই আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা ১৭-২৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে ঝিরঝির বৃষ্টির পুরোদস্তুর সম্ভবনা রয়েছে। এর আগেও চলতি বিশ্বকাপে বৃষ্টির খেলায় ব্যাঘাত ঘটিয়েছে। বিশ্বকাপ শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ যেমন বাতিল হয়েছিল, তেমন ৫ জুন ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে।
কোনও কারণে ভারত-পাক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
ধরে নেওয়া যাক ভারত বনাম পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। এর অর্থ ভারত ২ ম্যাচে ৩ পয়েন্ট।নিয়ে সুবিধাজনক জায়গায় থাকবে। সুপার এইট-এ কোয়ালিফাই করার বিষয়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করবে টিম ইন্ডিয়া। তবে পাকিস্তানের বিপদ বাড়বে। সেক্ষেত্রে পাকিস্তানের দুই ম্যাচে প্রাপ্ত পয়েন্ট দাঁড়াবে ১।
পাকিস্তানের বাকি থাকবে আয়ারল্যান্ড এবং কানাডা ম্যাচ। দুই ম্যাচ জিতলেও পাকিস্তান সর্বোচ্চ ৫ পয়েন্টে গ্রুপ পর্ব ফিনিশ করবে। ভারতের বাকি থাকবে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ। দুই ম্যাচ শক্তির বিচারে ভারত জিতলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে শীর্ষস্থান নিয়ে সুপার এইট পর্বে খেলতে নামবে।
এর অর্থ ভারত শেষ আটে পৌঁছে গেলে গ্রুপ থেকে মাত্র একটি দল পরের রাউন্ডে যেতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্র এমনিতেই কানাডা এবং পাকিস্তানকে হারানোর পর চার পয়েন্ট অর্জন করেছে। আয়ারল্যান্ডকে শেষ ম্যাচে ইউএসএ হারিয়ে দিলে ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পেরিয়ে যাবেন মোনাঙ্ক প্যাটেলরা। ফলে বৃষ্টি হলে পাকিস্তানের কপালে দুঃখ নাচছে। তাঁদের অপেক্ষা করে থাকতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ডের ম্যাচের ফলাফলের ওপর। সেই ম্যাচে আইরিশদের জয় চাইবে পাকিস্তান।
আর পাকিস্তান শেষ দুই ম্যাচে কানাডা অথবা আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে হারলেই এবারের মত বিশ্বকাপ খতম হয়ে যাবে বাবর বাহিনীর। আগামী কয়েকদিনই পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করবে। তার আগে পাকিস্তানের আশা যেন বৃষ্টি ভারত ম্যাচে প্রভাব না ফেলে।