Advertisment

IND vs BAN ICC T20 World Cup 2024 Warm Up Match Live Streaming: বিশ্বকাপের আগেই শনিবার মারমার কাটকাট ভারত-বাংলাদেশ লড়াই! কোথায়, কখন, কোন চ্যানেলে দেখবেন

T20 World Cup 2024 Live Streaming, India vs Bangladesh Warm Up Match Today: বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছে কয়েক দিন আগে। আয়োজক দেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ-ও খেলে ফেলেছে টাইগার শিবির। সিরিজ হেরে গেলেও বাংলাদেশ পিচ এবং আবহাওয়ার চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল হয়ে উঠেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
ICC u-19 World World Cup, ind u19 vs ban u19, india u-19 vs ban u-18 live streaming

India u19 vs Bangladesh u19 live streaming: বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের সেমিতে হারের প্রতিশোধ নিতে চায় টিম ইন্ডিয়া (টুইটার)

Men's T20 World Cup 2024 Warm-Up Match Live Streaming: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ তারিখেই বিশ্বকাপের প্ৰথম ম্যাচে নেমে পড়বে ভারত। তবে নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচের চরিত্র বোঝার জন্য রোহিত শর্মার টিম ইন্ডিয়া সুযোগ পাচ্ছে মাত্র একটি ম্যাচে। শনিবার ভারত মোকাবিলা করবে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচে। আইসিসির মেগা ইভেন্টে এটাই ভারতের একমাত্র অনুশীলন ম্যাচ।

Advertisment

বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছে কয়েক দিন আগে। আয়োজক দেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ-ও খেলে ফেলেছে টাইগার শিবির। সিরিজ হেরে গেলেও বাংলাদেশ পিচ এবং আবহাওয়ার চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল হয়ে উঠেছে।

আর ভারতের কাছে এই ওয়ার্ম আপ ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। কারণ আইপিএলে টানা ফ্লাডলাইটে খেলে ভারতীয় তারকারা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তবে বিশ্বকাপে খেলতে হবে স্থানীয় সময় সকাল ১০.৩০ থেকে। দিনের বেলায় খেলায় সড়গড় হওয়ার জন্য ভারতের হাতে থাকছে একমাত্র বাংলাদেশ ম্যাচই। রোহিত আইসিসিকে জানিয়েও দিয়েছেন, "আমরা এখানকার কন্ডিশন বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আমরা এখানে আগে খেলিনি।"

মেগা টুর্নামেন্ট শুরুর আগে রোহিত বারবার ছন্দ বজায় রাখায় ফোকাস করছেন। "৫ তারিখে আসল ম্যাচে নামার আগে আমরা কন্ডিশন বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছি পুরোমাত্রায়।" বলেছেন তিনি।

live streaming details of the India vs Bangladesh warm-up match

আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপের ম্যাচ ভারতের সময় অনুযায়ী লাইভ কখন দেখবেন?

শনিবার ১ জুন ভারত বনাম বাংলাদেশ ওয়ার্ম আপ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে ৮ টায়।

ভারত বনাম বাংলাদেশ ওয়ার্ম আপ ম্যাচ কখন হবে?

টি২০ ওয়ার্ল্ড কাপে ভারত বনাম বাংলাদেশ ওয়ার্ম আপ ম্যাচ হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ভারত বনাম বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের লাইভ স্ট্রিমিং কোন চ্যানেলে দেখা যাবে?

স্টার স্পোর্টস নেটওয়ার্ক পুরো টি২০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে এই ম্যাচ লাইভ দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার-এ।

T20 World Cup Indian Team Bangladesh Cricket ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment