Advertisment

IND vs AFG Playing 11: আফগানিস্তান ম্যাচেই সুযোগ ব্রাত্য তারকাকে! ভারতের প্ৰথম ১১-য় বিরাট পরিবর্তন, বাদ মাস্টার বোলার

ICC T20 World Cup 2024, IND vs AFG Playing 11: ভারত অন্যদিকে, গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার-৮'এ উঠলেও সেই দাপুটে পারফরম্যান্স এখনও উপহার দিতে পারেনি। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারত তিনটে ম্যাচ খেলেছিল। পাকিস্তান ম্যাচে ভারত জয় পেয়েছিল ফাইটব্যাক করে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Canada Playing 11 Prediction

IND-Playing 11: বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

ICC T20 World Cup 2024 Match 43, India vs Afghanistan Playing XI: গ্রুপ পর্ব এখন অতীত। আপাতত ভারতের সামনে রয়েছে সুপার-৮'এর বাধা পেরোনো। কেনসিংটন ওভালে ভারত সুপার-৮ পর্বে প্ৰথম ম্যাচেই মুখোমুখি আফগানিস্তানের। শক্তি সামর্থ্যের বিচারে দুই দলের আকাশ পাতাল প্রভেদ। আফগানিস্তানকে ভারত হালকা ভাবে নেওয়ার পরিস্থিতিতেই নেই।

Advertisment

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই বাদ দিলে চলতি বিশ্বকাপে বিধ্বংসী পারফরম্যান্স মেলে ধরছেন আফগানরা। ফজলহক ফারুখি বিশ্বকাপ মাতিয়ে দিচ্ছেন বল হাতে। নতুন বলে দুই দিকেই সুইং করাতে পারেন। নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনির বিপক্ষে ফারুখি বল হাতে তান্ডব চালিয়েছেন। ফর্মে রয়েছেন রহমনুল্লাহ গুরবাজ-ও।

ভারত অন্যদিকে, গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার-৮'এ উঠলেও সেই দাপুটে পারফরম্যান্স এখনও উপহার দিতে পারেনি। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারত তিনটে ম্যাচ খেলেছিল। পাকিস্তান ম্যাচে ভারত জয় পেয়েছিল ফাইটব্যাক করে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে এসেছিল জয়। ইউএসএ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় অতটাও সহজ হয়নি।

কানাডার বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভেস্তে গিয়েছিল ফ্লোরিডায়। তবে ভারতের চিন্তা বাড়িয়েছে কোহলির ফর্ম। ব্যাট হাতে একদমই ছন্দে নেই তিনি। ক্যাপ্টেন রোহিত শর্মার অবস্থাও তথৈবচ। দুজনেই ফর্মে নেই। ফজলহক ফারুখির সুইং সামলাতে হবে রোহিত-বিরাটকে। মিডল ওভারে রশিদ খান, মহম্মদ নবিদের বিরুদ্ধে বিগ হিট নেওয়ার সাহস দেখাতে হবে শিভম দুবে, সূর্যকুমার যাদবদের।

ইউএস পর্ব মেটার পর ভারত ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলতে নামবে এবার। ক্যারিবিয়ান মুলুকে বরাবর ফিঙ্গার স্পিনাররা প্রাধান্য পায়। তাই ভারতের বোলিং বিভাগে রদবদল ঘটার সমূহ সম্ভাবনা। কুলদীপ যাদব ফিঙ্গার স্পিনার না হলেও ওয়েস্ট ইন্ডিজ মুলুকে তাঁর প্ৰথম একাদশে অন্তর্ভুক্তি একপ্রকার পাকা।

কুলদীপ এলেই বাদ দেওয়া হবে অর্শদীপ অথবা মহম্মদ সিরাজের মধ্যে একজনকে। বল হাতে অর্শদীপ ইউএস পর্বে ভালো বোলিং করেছেন। ফর্ম বিবেচ্য হলে বাদ পড়বেন সিরাজ। অভিজ্ঞতা মাপকাঠি হলে বাইরে বসবেন অর্শদীপ। বাকি একাদশ কার্যত অপরিবর্তিত থাকবে।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং/মহম্মদ সিরাজ

Cricket World Cup ICC Cricket World Cup Afghanistan Indian Cricket Team Indian Team T20 World Cup Afghanistan Cricket Team
Advertisment