ভারত: ১৮১/৮
আফগানিস্তান: ১৩৪/১০
ICC Men's T20 World Cup 2024 Match Report: সুপার ৮ পর্বে ভারতের অভিযান ভাল ভাবেই শুরু হল। প্ৰথম ম্যাচেই আফগানিস্তানকে ভারত হারাল রানে। সূর্যকুমার যাদবের বিস্ফোরক হাফসেঞ্চুরি এবং হার্দিক পান্ডিয়ার সহায়তায় ভারত স্কোরবোর্ডে ১৮১ তুলেছিল। সেই রান চেজ করে আফগানিস্তান থামল ১৩৪/১০-এ। ৪৭ রানে জিতে ভারত সুপার-৮ অভিযান শুরু করল।
জসপ্রীত বুমরা একাই দখল করলেন ৩ উইকেট। দ্বিতীয় ওভারেই রহমনুল্লাহ গুরবাজকে ফিরিয়ে দিয়ে আফগানদের পতনের সূচনা করেন বুম বুম বুমরা। ওয়ান চেঞ্জে অক্ষর প্যাটেল বল করতে এসেই প্ৰথম ওভারে তুলে নেন ইব্রাহিম জাদরানকে।
বুমরা নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন জাজাইকে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আফগানরা ২৩/৩ হয়ে গিয়েছিল। সেখান থেকে ৪৪ রানের ছোটখাটো পার্টনারশিপ গড়ে তোলেন আজমাতুল্লা ওমরজাই-গুলবাদিন নায়েব। তবে গুলবাদিনকে কুলদীপ ফেরানোর পরেই ম্যাচের ভাগ্য চূড়ান্ত হয়ে যায়। শেষ পর্যন্ত আফগানিস্তান রানে থামে ১৩৪ রানে। বুমরার সঙ্গেই ৩ উইকেট নেন অর্শদীপ সিং।
তার আগে ভারতীয় ইনিংস ছিল পুরোটাই সূর্যকুমার-ময়। কঠিন পিচে আফগানিস্তানের বিরুদ্ধে সাবলীল হাফসেঞ্চুরি করে গিয়েছিলেন স্কাই। ৭ ওভারের মধ্যেই ভারত পন্থ-রোহিতকে হারিয়ে ফেলেছিল। স্কোরবোর্ডে তখন স্কোর ৫৩/২। তারপর সূর্যকুমার একাই ম্যাচের রং বদলে দেন।
প্ৰথম তিন বলে মাত্র ২ রান করেছিলেন। চতুর্থ বলে রশিদ খানকে সুইপে বাউন্ডারি হাঁকিয়ে নিজের উদ্দেশ্য স্পষ্ট করে দেন। মাঝের ওভারে ভারতীয় ইনিংসে ধস নামিয়েছিলেন রশিদ খান।
এসেই প্ৰথম ওভারে ফেরান ঋষভ পন্থকে। নবম ওভারে রশিদের শিকার স্বয়ং কোহলি। লং অফে নবির হাতে ধরা পড়েন কিং কোহলি। এরপরে সূর্যকুমারকে সঙ্গ দিচ্ছিলেন শিভম দুবে। তবে তিনিও রশিদের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
অন্যপ্রান্তে উইকেট পতন অব্যাহত থাকলেও দমিয়ে রাখা যায়নি টি২০ ক্রিকেটের একনম্বর ব্যাটারকে। নিজের স্বভাবজাত আগ্রাসী ভঙ্গিতে ওড়াতে থাকেন ওমরজাই, নূর আহমেদকে।
ফজলহক ফারুখির বলে বাউন্ডারি হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২৭ বলে। তবে ফিফটি পূর্ণ করার পরের বলেই আউট হয়ে যান তিনি (২৮ বলে ৫৩)। হাঁকান পাঁচটি বাউন্ডারি, তিনটে ওভার বাউন্ডারি।
সূর্যকুমারকে ইনিংস গড়ার কাজে যোগ্য সহায়তা করেন হার্দিক পান্ডিয়া। কঠিন সময়ে পঞ্চম উইকেটে সূর্যকুমার-হার্দিক মিলে ৬০ রান যোগ করে যান। মাত্র ৩৭ বলে। শেষদিকে অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রানের ক্যামিও ভারতকে ১৮১/৮-এ পৌঁছে দেয়।
রোহিত শর্মা এদিনও রান পেলেন না। ফজলহককে ওড়াতে গিয়ে ক্যাচ তুলে বিদায় নেন। কোহলি ভালো শুরু করেও নিজের স্কোর বড় রানে টানতে পারলেন না। রশিদের সঙ্গেই তিনটে উইকেট নেন ফজলহক ফারুখি। ১৫ উইকেট দখল করে তিনি আপাতত বিশ্বকাপের লিডিং উইকেট-শিকারি।