Advertisment

IND vs AUS Playing 11: জয়ী একাদশে চমকে দেওয়া বদলের পথে টিম ইন্ডিয়া! দুবে-জাদেজা নন, কোপ পড়তে পারে দুর্ধর্ষ তারকার ওপরই

ICC T20 World Cup 2024, IND vs AUS Playing 11: ২০১৬ সালের পর এই প্ৰথমবার ভারত কোনও টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে। শেষবার ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েই সেমিতে পৌঁছেছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
T20 World Cup 2024 Match Today, IND vs AUS Playing XI:

IND বনাম AUS প্লেয়িং ইলেভেন, T20 বিশ্বকাপ 2024: সোমবার ভারত শুধুমাত্র একটি পরিবর্তন করতে পারে।

India vs Australia T20 World Cup 2024 Playing 11: সোমবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ভারত সুপার-৮ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারতের সেমিফাইনাল কার্যত নিশ্চিত। এবার শীর্ষস্থান দখলের লক্ষ্যেই অজি বধ করতে চাইবে ভারত।

Advertisment

ভারত চলতি বিশ্বকাপে অপরাজিত। তবে ভারতের লক্ষ্য কোনওভাবেই যেন অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হার না হজম করতে হয়। রবিবার আফগানিস্তানের কাছে ২১ রানে হেরে অজিদের শেষ চারের ওঠা নিয়ে সংশয়ের মেঘ হাজির হয়েছে। তাই সেমিতে ওঠার জন্য ভারতের বিরুদ্ধে জয়লাভ ছাড়া অন্য কোনও অপশন নেই অজিদের কাছে।

২০১৬ সালের পর এই প্ৰথমবার ভারত কোনও টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে। শেষবার ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েই সেমিতে পৌঁছেছিল।

অস্ট্রেলিয়ার হয়ে ফিরছেন স্টার্ক

আফগানিস্তানের বিরুদ্ধে স্টার্ককে বসিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। বাড়তি স্পিনার হিসেবে আস্টন আগারকে খেলানোর জন্য প্ৰথম একাদশে জায়গা হারাতে হয়েছিল স্টার্ককে। ভারতের বিরুদ্ধে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিরুদ্ধে বাঁ হাতি সিমার হিসাবে সোমবার লেলিয়ে দেওয়া হবে স্টার্ককে।

স্টার্কের অন্তর্ভুক্তি বাদ দিলে অস্ট্রেলিয়া নিজেদের একাদশ অপরিবর্তিত রাখতে চলেছে।

ভারতের একাদশ অপরিবর্তিত

ভারতের প্ৰথম একাদশে শিভম দুবে এবং রবীন্দ্র জাদেজার জায়গা নিয়ে সংশয় থাকলেও টুর্নামেন্টের এই পর্যায়ে ভারত জয়ী একাদশ রদবদল করার পথে হাঁটবে না। দুই অলরাউন্ডারকেই টিম ম্যানেজমেন্ট ব্যাক করছে সেমির আগে। তবে সেন্ট লুসিয়ার ফ্ল্যাট পিচে ভারত বাড়তি একজন সিমার খেলানোর প্রলোভনে পা দিতে পারে। সেক্ষেত্রে সিরাজকে জায়গা দিতে হলে বসতে হবে কুলদীপকে।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা

অস্ট্রেলিয়া সম্ভাব্য প্ৰথম একাদশ:

ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ (ক্যাপ্টেন), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, আডাম জাম্পা, জস হ্যাজেলউড

Cricket Australia T20 World Cup Indian Team ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Australia Cricket Team
Advertisment