ভারত: ১৮২/৫
বাংলাদেশ: ১২২/৯
Men's T20 World Cup 2024 Warm-Up Match Report: পাড়ার ক্রিকেট ম্যাচ নাকি বিশ্বকাপের মত মেগা টুর্নামেন্টের ওয়ার্ম আপ ম্যাচ? নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত বনাম বাংলাদেশ। ধারে ভারে দুই দলের শক্তির ফারাক আসমান-জমিন হলেও আশা ছিল ড্রপ ইন পিচে অনভ্যস্ত ভারতীয়দের সামনে হয়ত প্রতিরোধ গড়ে তুলতে পারবেন বাংলাদেশি তারকারা। তবে কোথায় কী! বাংলাদেশকে রীতিমত ৬০ রানে পর্যুদস্ত করেই বিশ্বকাপের মেগা মহড়া সেরে রাখল টিম ইন্ডিয়া।
সূর্যকুমার-পন্থদের ব্যাটে ভর করে ভারত স্কোরবোর্ডে ১৮২ তুলে দিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে টাইগার বাহিনী ১০/৩ হয়ে যায়। সেখান থেকে দ্রুতই ৪৩/৫ হয়ে গিয়ে একদম ধসে পড়ার ইঙ্গিত দিয়েছিল। ষষ্ঠ উইকেটে দলের দুই বর্ষীয়ান তারকা সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৬৯ রানের পার্টনারশিপনা গড়লে বাংলাদেশ কোনওভাবেই দলগতভাবে তিন অংকের রানে পৌঁছতে পারত না। বাংলাদেশ চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার মঞ্চে রান পেলেন মাহমুদুল্লাহ (২৮ বলে ৪০) এবং সাকিব আল হাসান (৩৪ বলে ২৮)।
ভারত এদিন ৮ বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে নেয়। দুটো করে উইকেট পেয়েছেন অর্শদীপ সিং এবং শিভম দুবে। সিরাজ, হার্দিক, বুমরা, অক্ষর প্যাটেল।প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: ছক্কায় ছক্কায় সাকিবকে সর্ষে ফুল দেখালেন পন্থ! মাথায় হাত সিনিয়র টাইগারের, দেখুন বিধ্বংসী ভিডিও
বিরাট কোহলি নেই। ভারতের লক্ষ্য ছিল যত বেশি ব্যাটারদের খেলার সুযোগ দেওয়া। সেই লক্ষ্যে সফল ভারত। টিম ইন্ডিয়ার ওপেনার কারা হবেন, টিম কম্বিনেশন কেমন- সবই যাচাই করার মঞ্চ ছিল শনিবার।
তবে কোহলির অনুপস্থিতিতে জয়সওয়াল নন, রোহিতের সঙ্গে চমক দিয়েই ওপেন করতে দেখা গেল সঞ্জু স্যামসনকে। তবে সুবিধা করতে পারেননি তিনি এবং রোহিত দুজনেই। শুধু সঞ্জুই নন, ড্রপ ইন পিচে খেলায় অভ্যেস না থাকায় সমস্যায় পড়েছেন হার্ড হিটার শিভম দুবে-ও।
সঞ্জু-শিবমের ব্যাটিং ব্যর্থতা অবশ্য সুদে আসলে মিটিয়ে দিলেন ঋষভ পন্থ। ব্যাট হাতে ৩২ বলে ৫৩ করে উঠে গেলেন তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের মঞ্চ স্মরণীয় করে রাখলেন সুপারস্টার কিপার-ব্যাটার। ড্রপ ইন পিচে মসৃণ ভঙ্গিতেই উড়িয়ে গেলেন একের পর এক বাংলাদেশি তারকাকে। হাঁকালেন চারটে করে বাউন্ডারি, ওভার বাউন্ডারি। সাকিবের এক ওভারে হাঁকালেন তিনটে ছক্কা। স্পিন এবং পেসের বিপক্ষে পন্থের সাবলীল ইনিংস ভরসা জুগিয়ে গেল টিম ইন্ডিয়াকে।
ব্যাট হাতে পন্থের সঙ্গেই ঝড় তুললেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। স্কাই মাত্র ১৮ বলে ৩১ করে যান। চারটে বাউন্ডারির সাহায্যে। হার্দিক আইপিএলের দুঃস্বপ্ন কাটিয়ে ওঠার বার্তা দিলেন ২৩ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে। দুটো বাউন্ডারির পাশাপাশি হার্দিকের ব্যাট থেকে বেরোল বিশাল চারটে ছক্কাও।
ভারতের ১৮৩ রানের লক্ষ্যের সামনে ব্যাট করতে নেমে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি। অর্শদীপ সিং নিজের প্ৰথম দুই ওভারেই লিটন দাস, সৌম্য সরকারকে ফিরিয়ে দেন। মহম্মদ সিরাজ ফেরান ক্যাপ্টেন নাজমুল শান্তকে। ১০/৩ উইকেট হয়ে যাওয়ার পর বাংলাদেশের পক্ষে বলার মত কোনও কথা থাকার নয়। তা হয়-ও-নি।