Advertisment

IND vs BAN Playing 11: ভারতের প্ৰথম একাদশে ব্যাপক রদবদল, বাংলাদেশ ম্যাচেই ঢেলে সাজছে ব্যাটিং অর্ডার! বাদ এই তারকা

ICC T20 World Cup 2024, IND vs BAN Super 8 Playing 11: বাংলাদেশের বিপক্ষে ভারতের পরিসংখ্যান বরাবর রোহিতদের পক্ষে। তবে বাংলাদেশ কঠিন গাঁট হয়ে ধরা দিতে পারে। বাংলাদেশ সুপার ৮ পর্বে ওঠার পথে গ্রুপ পর্বে তিনটে ম্যাচ জিতেছে। শ্রীলঙ্কার মত দলকে গ্রুপ পর্বে ছিটকে যেতে হয়েছে বাংলাদেশের বিক্রমে।

author-image
IE Bangla Sports Desk
New Update
USA vs India T20 World Cup Match Highlights

USA vs IND T20 World Cup Match Report: ইউএসএ-র বিপক্ষে সহজ জয় ভারতের (টুইটার)

India vs Bangladesh T20 World Cup 2024 playing 11: নিউ ইয়র্কের কঠিন পিচে খেলে আসার পর বার্বাডোজে শেষ পর্যন্ত নিজেদের স্বাভাবিক খেলা খেলতে সমর্থ হয়েছে টিম ইন্ডিয়া। প্রায় পছন্দের পরিবেশে ভারত সুপার ৮ অভিযান শুরু করেছে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে। শনিবার ভারত নামছে বাংলাদেশের বিরুদ্ধে।

Advertisment

বাংলাদেশের বিপক্ষে ভারতের পরিসংখ্যান বরাবর রোহিতদের পক্ষে। তবে বাংলাদেশ কঠিন গাঁট হয়ে ধরা দিতে পারে। বাংলাদেশ সুপার ৮ পর্বে ওঠার পথে গ্রুপ পর্বে তিনটে ম্যাচ জিতেছে। শ্রীলঙ্কার মত দলকে গ্রুপ পর্বে ছিটকে যেতে হয়েছে বাংলাদেশের বিক্রমে। তবে সুপার-৮ পর্বে প্ৰথম ম্যাচেই বাংলাদেশ ২৮ রানে ডিএলএস-এ হার হজম করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবার তাঁদের বিপক্ষে হেভিওয়েট ভারত।

শিভম দুবের জায়গায় সঞ্জু স্যামসন
শিভম দুবেকে ভারতের বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছিল রিঙ্কু সিংকে বাইরে বসিয়ে। তাঁর নির্বাচনের উদ্দেশ্যই ছিল যাতে মিডল ওভারে তিনি স্পিনারদের আইপিএল ফর্ম বজায় রেখে ওড়াতে পারেন। তবে বিশ্বকাপে এসে মোটেই খাপ খুলতে পারছেন না তিনি। ৪ ইনিংসে তাঁর সংগ্রহে মাত্র ৪৪ রান।

আরও পড়ুন: বৃষ্টি হলেই পোয়াবারো বাংলাদেশের, সেমির দৌড়ে হোঁচট খাবে ভারত! বড় আপডেট ম্যাচের আগেই

ব্যাটে ফ্রি সুইংয়ের সুবিধা পেলে দুবের জুড়ি মেলা ভার। তবে যে পিচে বল একটু থেমে আসে, সেখানে কোনওভাবেই নিজের ছন্দে স্ট্রোক হাঁকাতে পারছেন না। ঋষভ পন্থ ৩ নম্বরে। তারপর সূর্যকুমার এবং হার্দিক পান্ডিয়া- সকলেই স্পিন খেলায় মহারথী। এমন অবস্থায় এমন মিডল অর্ডারে সঞ্জুকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হেভি আউটফিল্ড স্লো হলেও স্যামসন পেশি শক্তির প্রয়োগে যথেচ্ছ ছক্কা হাঁকাতে পারেন। তাছাড়া তিনি স্পিনার এবং পেসারদের বিপক্ষে একইভাবে স্বচ্ছন্দ।

রোহিতের ওপেনিং পার্টনার বিরাট কোহলি
এই বিশ্বকাপ কোহলির কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তবে কোহলির মত পরীক্ষিত সুপারস্টারদের অফফর্ম দলের বাকিদের কাছে চেনানোর মঞ্চ হিসাবে উঠে এসেছে।

কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লেতে আরও একবার চ্যালেঞ্জের মুখে পড়লেন। এবং ২৪ বলে ২৪-এর বেশি করতে পারলেন না। এটাই ছিল চলমান বিশ্বকাপে কোহলির প্ৰথম দুই অঙ্কের রান। রোহিত-কোহলি দুজনেই ভালো সূচনা করেও বড় স্কোরে টানতে পারছেন না ব্যক্তিগত স্কোর। গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনের জ্বলে ওঠা ভীষণ প্রয়োজন।

জাদেজার আগে ব্যাটিং প্রমোশন অক্ষর প্যাটেলের
এতদিন জাদেজার ছায়ায় ছিলেন অক্ষর প্যাটেল। তবে এবার সেই ছায়া থেকে বেরিয়ে এসে নিজের স্বতন্ত্র পরিচিতি মেলে ধরছেন অক্ষর। বল হাতে তিনি তো ভালো করছেন-ই, সেই সঙ্গে ব্যাট হাতেও দুর্ধর্ষ খেলে চলেছেন তারকা অলরাউন্ডার। বর্ষীয়ান জাদেজার তুলনায় অক্ষরকে অনেক ঝলমলে দেখাচ্ছে। ভারতের থিংক ট্যাংক জাদেজার আগে অক্ষরকে ব্যাটিং অর্ডারে প্রমোট করতে পারে।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা

বাংলাদেশ সম্ভাব্য প্ৰথম একাদশ
তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (ক্যাপ্টেন), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান

T20 World Cup Indian Team Sanju Samson Bangladesh Cricket ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment