Advertisment

IND vs IRE Playing 11: বাদ পড়ছেন যশস্বী, বাইরে এই নামি তারকাও! আয়ারল্যান্ড ম্যাচে ভারতের প্রথম ১১-য় চমকের পর চমক, জেনে নিন

ICC T20 World Cup 2024, IND vs IRE Playing 11 Prediction: ভারতকে এই নাসাউ স্টেডিয়ামে মোট তিনটে ম্যাচ খেলতে হবে। আয়ারল্যান্ডের সঙ্গেই ভারত খেলবে পাকিস্তান এবং আয়োজক।যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তারপর ভারত রওনা দেবে স্লো পিচের রাজত্ব ক্যারিবিয়ান মুলুকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Ireland Playing 11 Prediction: ভারত বনাম আয়ারল্যান্ড সম্ভাব্য প্রথম একাদশ

IND vs IRE Playing 11: বিশ্বকাপে ফেভারিট হিসাবেই খেলতে নামছে ভারত (বিসিসিআই টুইটার)

ICC T20 World Cup 2024 Match 8, India vs Ireland Playing XI: আইপিএলের মত ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের ক্ষেত্র মোটেও নয়। নিউ ইয়র্কের পিচ স্ট্রোক প্লেয়ারদের কাছে কার্যত বধ্যভূমি। স্লো বাউন্সি ড্রপ ইন পিচ, থমকে আসা আউটফিল্ড, বিশাল বড় স্কোয়ার বাউন্ডারি হঠাৎ করেই বিশ্বকাপে আগত সমস্ত দলে শিট এঙ্করদের চাহিদা তুঙ্গে। শ্রীলঙ্কার অল্প রান চেজ করতে গিয়েই দক্ষিণ আফ্রিকার স্ট্রোক প্লেয়ারদের কড়া অনুশাসনে বেঁধে রাখতে হয়েছে নিজেদের। আইপিএলে চার-ছক্কা হাঁকানো ট্রিস্টান স্টাবসকেও দেখা গিয়েছে ২৮ বলে কোনওরকমে ১৩ করতে।

Advertisment

ভারতকে এই নাসাউ স্টেডিয়ামে মোট তিনটে ম্যাচ খেলতে হবে। আয়ারল্যান্ডের সঙ্গেই ভারত খেলবে পাকিস্তান এবং আয়োজক।যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তারপর ভারত রওনা দেবে স্লো পিচের রাজত্ব ক্যারিবিয়ান মুলুকে।

প্রশ্ন হল, ভারতের ওপেনিং কম্বিনেশন কী হবে? কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ক্যাপ্টেন রোহিতের পার্টনার হওয়ার জন্য লড়াই যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলির। মিডল অর্ডারে যাতে চাপ না এসে পড়ে, সেইজন্যই কোচ রাহুলের ইঙ্গিত সিনিয়র তারকাদের ওপরের দিকে নামানো হবে। এর অর্থ বিরাট-রোহিত ওপেনিংয়ের পর তিনে আসতে পারেন সূর্যকুমার যাদব। তিনজনেই ডান হাতি।

আরও পড়ুন: রাত পোহালেই বিশ্বকাপে ভারত-আয়ারল্যান্ড! ম্যাচ দেখতে কি রাত জাগতে হবে, জেনে নিন কখন-কোথায় খেলা

এই তিনজনের মধ্যে ওপেনিংয়ে জয়সওয়াল ঢুকে গেলে পাঁচ, ছয় এবং সাত নম্বরে থাকবেন যথাক্রমে ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। জয়সওয়াল খেললে শিভম দুবেকে বাইরে রাখার মত সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। যশস্বীর সাম্প্রতিক আইপিএল ফর্ম তাঁর বিরুদ্ধে যেতে পারে।

ভারত সাহসী হলে রোহিত-বিরাটকে ওপেন করতে দেখা যাবে। এর আগে দুজনে একবার-ই আন্তর্জাতিক ক্রিকেটে ওপেন করেছিলেন। ২০২১-এ ইংল্যান্ডের বিপক্ষে। ৫৪ বলে দুজনে সেবার ৯৪ তুলেছিলেন।

ভারতীয় টিমের ভারসাম্য গোটাটাই নির্ভর করছে ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেলকে কীভাবে ব্যবহার করা যাবে, তা নিয়ে। ভারতের মাথাব্যথা দলের একনম্বর কিপার-ব্যাটার ঋষভ পন্থের ব্যাটিং স্লট বাছাই করা।

টি২০-তে চার এবং পাঁচ নম্বরে নেমে পন্থের রেকর্ড এমনিতে শোচনীয়। আইপিএলেও স্পিনের বিরুদ্ধে পন্থের দুর্বলতা প্রকট হয়েছে। তাই তারকাকে সম্ভবত মিডল অর্ডারে খেলানোর বদলে তিন নম্বরে নামিয়ে দেওয়া হতে পারে। ওয়ার্ম আপ ম্যাচে তিন নম্বরে নেমেই দুরন্ত হাফসেঞ্চুরি করেছিলেন পন্থ বাংলাদেশের বিপক্ষে।

পন্থ তিনে খেললে চারে আসবেন সূর্যকুমার যাদব। অলরাউন্ডারদের মধ্যে সেক্ষেত্রে হার্দিক, শিভম দুবে এবং জাদেজার মধ্যে প্রথম একাদশে থাকার লড়াই হবে। কন্ডিশন এবং পিচের চরিত্র বুঝে সেক্ষেত্রে একজনকে বাছাই করা হবে।

অক্ষর প্যাটেল এবং সঞ্জু স্যামসনের মধ্যে একজন জায়গা পাবেন প্ৰথম একাদশে। সঞ্জুকে পরিস্থিতি অনুযায়ী ৩ থেকে ৫-এর মধ্যে ব্যবহার করা হতে পারে। অক্ষর খেললে পজিশন হতে পারে লোয়ার অর্ডার ব্যাটিং এবং স্পিনারদের মধ্যে ৮ নম্বরে।

ভারতের বোলিং বিভাগ বুমরা এবং কুলদীপ যাদবকে কেন্দ্র করে থাকছে। দ্বিতীয় পেসার হিসাবে সিরাজকে টেক্কা দিতে পারেন অর্শদীপ সিং। স্পিনারদের সঙ্গে ওভার ভাগাভাগি করে নেবেন শিভম দুবে, হার্দিক পান্ডিয়া।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল/সঞ্জু স্যামসন, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং

Ireland T20 World Cup Indian Team Afghanistan ICC Cricket World Cup Afghanistan Cricket Team Ireland Cricket Team Cricket World Cup Indian Cricket Team
Advertisment