IND vs PAK ICC T20 World Cup 2024 Live Telecast Channels: রবিবার ভারত-পাক মেগা দ্বৈরথে মুখোমুখি হতে চলেছে। তবে দুই দলের ক্রিকেটীয় লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের পিচ।
গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে। ৩৪ হাজার দর্শক সম্বলিত গ্যালারিতে মাছি গলার উপায় থাকবে না। তবে পিচ নিয়ে যথেষ্ট চাপে আইসিসি। অসমান বাউন্সের জন্য বারেবারেই শিরোনাম হয়েছে এই পিচ। আয়ারল্যান্ড ম্যাচে যে কারণে রোহিতকে রিটায়ার্ড হার্ট-ও হতে হয়। পাকিস্তান অবশ্য বেশ অসুবিধাজনক পরিস্থিতিতেই রয়েছে। কারণ এরকম পিচের চরিত্র সম্পর্কে তাঁদের আগাম কোনও ধারণাই নেই। ম্যাচের আগে কন্ডিশনের সঙ্গে সেভাবে ধাতস্থও হতে পারেনি পাক দল।
ভারত বিশ্বকাপের প্ৰথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিতে আত্মবিশ্বাস সংগ্রহ করে নিয়েছে মেগা দ্বৈরথের আগে। পাকিস্তান আবার অপ্রত্যাশিত হার হজম করেছে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। কোনও সন্দেহ নেই ভারত ম্যাচে ফেভারিট হিসাবেই খেলতে নামবে। তবে আহত বাঘের মত পাকিস্তান সমস্ত অগ্রিম হিসাব নিকেশ উল্টে দেওয়ার সামর্থ্য রাখে।
আরও পড়ুন: বৃষ্টির জোরালো সম্ভাবনা, ভারত-পাক ম্যাচ ভেস্তে গেলেই কপাল পুড়বে বাবরদের! প্রায় নিশ্চিত বিদায়
ভারত বনাম পাকিস্তানের লাইভ স্ট্রিমিং বিশদে জেনে নিন
ICC T20 বিশ্বকাপে 2024 এর ভারত বনাম পাকিস্তান খেলা কখন দেখা যাবে?
T20 বিশ্বকাপ 2024-এর ভারত বনাম পাকিস্তান ম্যাচ ৯ জুন রবিবার রাত আটটায় (IST) এ শুরু হবে।
ভারত বনাম পাকিস্তান T20 বিশ্বকাপ 2024 ম্যাচ কোথায় খেলা হবে?
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 2024 সালের T20 বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে।
ভারত বনাম পাকিস্তান T20 বিশ্বকাপ 2024 ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
স্টার স্পোর্টস নেটওয়ার্কের কাছে 2024 সালের পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব রয়েছে। অন্যদিকে, ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি+হটস্টার-এ পাওয়া যাবে। jhjম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন bengali.indianexpress.com/sports/ -এ।
ভারত বনাম পাকিস্তান স্কোয়াড
ভারত: রোহিত শর্মা (ক্যাপ্টেন), হার্দিক পান্ড্য, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান : বাবর আজম (ক্যাপ্টেন), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান