Advertisment

IND vs PAK T20 World Cup 2022: 'পাশে থাকার জন্য ধন্যবাদ', ফর্মে ফিরেই ফ্যানদের কুর্নিশ কোহলির

India vs Pakistan {IND vs PAK} T20 World Cup 2022 Cricket Score Live Streaming Online: মহারণে ভারতের এবার গত বিশ্বকাপের হিসেব চোকানোর পালা।

author-image
IE Bangla Sports Desk
New Update
t20 world cup, virat kohli, rohit sharma, t20 world cup 2022, india vs pakistan, india vs pakistan t20, india vs pakistan live, india vs pakistan t20 2022, india vs pakistan t20 head to head, india vs pakistan T20 World Cup 2022, india vs pakistan T20 World Cup match 2022, india vs pakistan t20 live match online, india vs pakistan live t20, india vs pakistan match time, india vs pakistan today, shaheen afridi, babar azam

টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান

বিরাট কোহলির রুদ্ধশ্বাস ব্যাটে ভর করে ভারত পাকিস্তানকে এমসিজিতে হারাল হাতে ৪ উইকেট নিয়ে। ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তেই টপ অর্ডারকে হারিয়ে ফেলেছিল। সেখান থেকে কোহলি অনবদ্য ৫৩ বলে ৮২ করে ভারতকে কার্যত হারা ম্যাচ জিতিয়ে দেন। কোহলিকে যোগ্য সঙ্গত করেন হার্দিক পান্ডিয়া (৩৭ বলে ৪০)।

Advertisment

তার আগে ব্যাট হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। পাক ইনিংস শুরুর দিকে ধসিয়ে দিয়েছিলেন আর্শদীপ সিং। বাবর আজম, মহম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দিয়ে ঝটকা দেন আর্শদীপ। তবে পাক ব্যাটিং ঘুরে দাঁড়ায় শন মাসুদ এবং ইফতিকার আহমেদের ব্যাটিংয়ে। দুজনে তৃতীয় উইকেটে ৭৬ রান যোগ করে পাক ব্যাটিংয়ে উদ্ধার করেন। দুজনেই হাফসেঞ্চুরি হাঁকান।

মহম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়া মাঝের ওভারে পরপর ঝটকা দিলেও পাকিস্তান দেড়শো পেরিয়ে যায়। আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া দুজনেই তিনটে করে উইকেট নেন।

India vs Pakistan,T20 World Cup 2022 T20 Match Live Cricket Score

ভারতীয় একাদশ:

রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার

  • Oct 23, 2022 17:35 IST
    ফ্যানদের কুর্নিশ কোহলির

    'পাশে থাকার জন্য ধন্যবাদ', ফর্মে ফিরেই ফ্যানদের কুর্নিশ কোহলির। ম্যান অফ দ্য ম্যাচ হয়ে সপ্তম স্বর্গে বিরাট।



  • Oct 23, 2022 17:30 IST
    ম্যাচ জিতে আবেগে ভাসলেন কিং কোহলি

    ম্যাচ জিতে আবেগে ভাসলেন কিং কোহলি। আকাশের দিকে তাকিয়ে চোখে জল বিরাটের। সমালোচকদের যোগ্য জবাব দিলেন প্রাক্তন অধিনায়ক।



  • Oct 23, 2022 17:25 IST
    শেষ ওভারে নাটকীয় জয় ভারতের

    শেষ ওভারে রুদ্ধশ্বাস নাটক, শেষ বলে চার মেরে বাবরের পাকিস্তানকে হারিয়ে দিল রোহিতের ভারত।



  • Oct 23, 2022 17:14 IST
    আউট হার্দিক

    আউট হার্দিক। পঞ্চম উইকেটের পতন ভারতের। জেতার জন্য শেষ ওভারে চাই ১৬ রান।



  • Oct 23, 2022 17:01 IST
    হাফ সেঞ্চুরি বিরাটের

    চার মেরে হাফ সেঞ্চুরি বিরাটের। লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতের ব্যাটার।



  • Oct 23, 2022 16:51 IST
    ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১০০/৪

    ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১০০, চার উইকেট হারিয়ে। জেতার জন্য ৩০ বলে চাই ৬০ রান।



  • Oct 23, 2022 16:42 IST
    ভারতকে টানছেন বিরাট ও হার্দিক

    শুরুর ধাক্কা সামলে ভারতকে টানছেন বিরাট ও হার্দিক। জেতার আশা জিইয়ে রেখেছেন দুই ব্যাটার।



  • Oct 23, 2022 16:25 IST
    ১০ ওভারে ভারতের স্কোর ৪৫/৪

    ১০ ওভার শেষে ভারতের স্কোর ৪৫। চার উইকেট খুইয়ে ম্যাচ প্রায় হাতের বাইরে রোহিতদের।



  • Oct 23, 2022 16:12 IST
    রান আউট অক্ষর প্যাটেল

    ভারতের চতুর্থ উইকেটের পতন। ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন অক্ষর প্যাটেল। আরও সমস্যায় ভারত।



  • Oct 23, 2022 16:07 IST
    আউট সূর্যকুমার

    ভারতের তৃতীয় উইকেটের পতন। আউট সূর্যকুমার যাদব। আরও চাপে ভারত।



  • Oct 23, 2022 15:54 IST
    রাহুলের পর আউট রোহিতও

    রাহুলের পর আউট রোহিতও। পর পর দুই ওপেনারকে হারিয়ে বিরাট চাপে ভারত



  • Oct 23, 2022 15:47 IST
    শুরুতেই আউট রাহুল, ভারতের প্রথম ঝটকা

    শুরুতেই ধাক্কা ভারতের। নাসিম শাহের বলে বোল্ড কে এল রাহুল। পাক ম্যাচে রাহুলের ধারাবাহিক ব্যর্থতা অব্যাহত।



  • Oct 23, 2022 15:33 IST
    ভারতের সামনে ১৬০ রানের টার্গেট

    ভারতের সামনে ১৬০ রানের টার্গেট রাখল পাকিস্তান। দুর্দান্ত হাফ সেঞ্চুরি শান মাসুদের। তিনটি করে উইকেট নিলেন আর্শদীপ ও হার্দিক।



  • Oct 23, 2022 15:29 IST
    ভারতের টার্গেট ১৬০

    নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ইনিংস শেষ করল ১৫৯/৮-এ।ভুবনেশ্বর কুমার শেষ ওভারে শাহিন আফ্রিদিকে আউট করলেন। হ্যারিস রউফ প্ৰথম বলেই ছক্কা হাঁকালেন। শেষ ১০ ওভারে পাকিস্তান তুলল ৯৯ রান। প্ৰথম ১০ ওভার শেষে পাকিস্তান ৬০/২ ছিল। সেই অর্থে ভালোই রিকভারি পাক ব্যাটিংয়ের।



  • Oct 23, 2022 15:23 IST
    ব্যাট হাতে ঝলক আফ্রিদির

    শাহিন আফ্রিদি আর্শদীপ সিংয়ের বলে হাঁকাতে চেয়েছিলেন। পাকিস্তান ১৯তম ওভার ফিনিশ করল ১৪৯/৭-এ।



  • Oct 23, 2022 15:03 IST
    ফের উইকেট আর্শদীপের

    বোলিংয়ে ফিরে ফের ধাক্কা দিলেন আর্শদীপ। নেমেই আউট আসিফ আলি। সাত উইকেট হারিয়ে আরও চাপে পাকিস্তান।



  • Oct 23, 2022 14:57 IST
    স্বপ্নের স্পেল হার্দিকের

    ফের ধাক্কা দিলেন হার্দিক। পাকিস্তানের ষষ্ঠ উইকেটের পতন। নওয়াজকে আউট করে স্বপ্নের স্পেল হার্দিকের।



  • Oct 23, 2022 14:47 IST
    জোড়া ধাক্কা দিলেন হার্দিক

    জোড়া ধাক্কা দিলেন হার্দিক, পর পর শাদাব ও হায়দার আলিকে আউট করে পাকিস্তানকে চাপে ফেলে দিলেন অলরাউন্ডার।



  • Oct 23, 2022 14:43 IST
    চতুর্থ উইকেট হারাল পাকিস্তান

    চতুর্থ উইকেট হারাল পাকিস্তান। হার্দিকের বলে ছক্কা মারতে গিয়ে আউট শাদাব খান।



  • Oct 23, 2022 14:37 IST
    শামির বলে আউট ইফতিকার

    পঞ্চাশ করেই আউট ইফতিকার। শামির বলে তৃতীয় ধাক্কা পাকিস্তানের।



  • Oct 23, 2022 14:36 IST
    হাফ সেঞ্চুরি ইফতিকারের

    অক্ষরকে পিটিয়ে হাফ সেঞ্চুরি ইফতিকারের। ১২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৯১, দুই উইকেট হারিয়ে। ম্যাচের রাশ পাকিস্তানের হাতে।



  • Oct 23, 2022 14:34 IST
    ছক্কার বন্যা ইফতিকারের

    ছক্কার বন্যা ইফতিকারের। অক্ষর প্যাটেলের বলে পর পর ছয়ের ফুলঝুরি। রকেট গতিতে বাড়ছে রান। চাপে ভারত।



  • Oct 23, 2022 14:26 IST
    ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তান

    ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তান। জোড়া ধাক্কা সামলে ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬০ রান। ক্রিজে ইফতিকার ও শান মাসুদ।



  • Oct 23, 2022 14:17 IST
    অল্পের জন্য বাঁচল পাকিস্তানের তৃতীয় উইকেট

    পাকিস্তানের স্বস্তি। শামির বলে আউট হতে হতে বাঁচলেন শান মাসুদ।



  • Oct 23, 2022 14:16 IST
    অল্পের জন্য বাঁচল পাকিস্তানের তৃতীয় উইকেট

    পাকিস্তানের স্বস্তি। শামির বলে আউট হতে হতে বাঁচলেন শান মাসুদ।



  • Oct 23, 2022 14:04 IST
    পাওয়ার-প্লে শেষে পাকিস্তানের স্কোর ৩২/২

    পাওয়ার-প্লে শেষে পাকিস্তানের স্কোর ৩২, দুই উইকেট হারিয়ে। ক্রিজে ইফতিকার আহমেদ ও শান মাসুদ।



  • Oct 23, 2022 13:54 IST
    এবার রিজওয়ানকে তুলে নিলেন আর্শদীপ

    ফের উইকেট পতন পাকিস্তানের। আর্শদীপের বলে ক্যাচ আউট রিজওয়ান। দুই ওপেনারকে তুলে নিলেন আর্শদীপ।



  • Oct 23, 2022 13:53 IST
    পাকিস্তানকে টানছেন রিজওয়ান

    প্রাথমিক ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরছে পাকিস্তান। ইনিংস টানছেন মহম্মদ রিজওয়ান। তবে আর্শদীপের সুইংয়ে নাস্তানাবুদ পাক ব্যাটাররা।



  • Oct 23, 2022 13:45 IST
    রান আউট মিস করলেন বিরাট!

    জোর বাঁচা বাঁচল পাকিস্তান। সহজ রান আউটের সুযোগ নষ্ট করলেন বিরাট কোহলি। দুই ওভার শেষে এক উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর ৬ রান।



  • Oct 23, 2022 13:40 IST
    আর্শদীপের বলে আউট বাবর আজম

    পাকিস্তানের বিরাট ধাক্কা। দ্বিতীয় ওভারেই উইকেট হারাল পাকিস্তান। আর্শদীপের বলে শূন্য রানে এলবিডব্লু বাবর আজম।



  • Oct 23, 2022 13:36 IST
    এক নজরে ভারতের প্রথম একাদশ

    ভারতীয় একাদশ:

    রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার



  • Oct 23, 2022 13:25 IST
    চাহালের বদলে অশ্বিন প্রথম একাদশে

    যুজবেন্দ্র চাহালের পরিবর্তে রবিচন্দ্রণ অশ্বিন প্রথম একাদশে। উইকেটকিপার হিসাবে দীনেশ কার্তিককে খেলাচ্ছে ভারত।



  • Oct 23, 2022 13:19 IST
    টসে জিতে বোলিং নিলেন রোহিত

    টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠালেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। মেলবোর্নে বৃষ্টির ভ্রুকুটির কথা মাথায় রেখে পরে ব্যাটের সুবিধা নিতে চান রোহিত।



  • Oct 23, 2022 12:41 IST
    শামির থেকে এগিয়ে শাহিন, মত কপিল দেবের

    মহম্মদ শামির থেকে এই মুহূর্তে পাকিস্তানের শাহিন আফ্রিদি এগিয়ে বলে মনে করছেন বিশ্বজয়ী ক্রিকেটার কপিল দেব। প্রাক্তন ভারত অধিনায়কের মতে, আজ বল হাতে বিধ্বংসী হয়ে উঠবেন পাক-পেসার।



  • Oct 23, 2022 12:40 IST
    পাকিস্তানকে এগিয়ে রাখলেন গাভাসকর

    ধারে-ভারে আজ পাকিস্তানকে এগিয়ে রাখছেন ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাসকর। লিটল মাস্টারের মতে, পাকিস্তান আজ এগিয়ে।



  • Oct 23, 2022 12:38 IST
    মেলবোর্নে বৃষ্টির ভ্রুকুটি

    বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই কুড়ি-বিশের বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। গত বছর বিশ্বকাপে গ্রুপ ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে লজ্জার হার হয়েছিল ভারতের। সেই ম্যাচের বদলা নিতে পারবে কি ভারত? তবে খাতায়-কলমে পাকিস্তানকে এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।



T20 World Cup ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Pakistan Cricket
Advertisment