Advertisment

IND vs SA Final Playing 11: ফাইনালে প্রোটিয়াজ বধে এই একাদশ-ই নামাচ্ছে টিম ইন্ডিয়া! বোঝা হওয়া দুবেকে কি ধাক্কা দেবেন রোহিতরা

ICC T20 World Cup 2024,IND vs SA Playing 11 Prediction: সেমিফাইনালে ইংল্যান্ডকে ছেলেখেলা করে হারিয়েছে ভারত। সমস্ত বিভাগেই ভারতের শক্তি সেরা ফর্মে আবির্ভূত হয়েছে। তুখোড় ছন্দে রয়েছে ভারতের বোলিং আক্রমণ। তাই বার্বাডোজের পিচ যে কন্ডিশন-ই ছুঁড়ে দিক না কেন, ভারত তা মোকাবিলা করার জন্য প্রস্তুত।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs South Africa Playing 11 Prediction: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য প্ৰথম একাদশ

IND vs SA Final Playing 11: কোনও বদলের পথে হাঁটবে না টিম ইন্ডিয়া (বিসিসিআই এবং প্রোটিয়াজ মেন টুইটার)

ICC T20 World Cup 2024 match 55,India vs South Africa Playing XI: বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ভারত শনিবার টি২০ বিশ্বকাপের ফাইনালে মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দুই দলই চলতি বিশ্বকাপে অপরাজিত। তাই শনিবার অপরাজেয় চ্যাম্পিয়ন দল পেতে চলেছে ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকা এই প্ৰথমবার টি২০ বিশ্বকাপের ফাইনালে খেলবে। ভারত এই নিয়ে তৃতীয়বার (২০০৭ এবং ২০১৪-এর পর)।

Advertisment

সেমিফাইনালে ইংল্যান্ডকে ছেলেখেলা করে হারিয়েছে ভারত। সমস্ত বিভাগেই ভারতের শক্তি সেরা ফর্মে আবির্ভূত হয়েছে। তুখোড় ছন্দে রয়েছে ভারতের বোলিং আক্রমণ। তাই বার্বাডোজের পিচ যে কন্ডিশন-ই ছুঁড়ে দিক না কেন, ভারত তা মোকাবিলা করার জন্য প্রস্তুত। তবে ভারতের ব্যাটিং এখনও সম্মিলিতভাবে জ্বলে উঠতে পারেনি। প্রোটিয়াজ বোলাররা এই বিষয়টিকেই পাখির চোখ করছেন।

ত্রিনিদাদে আফগানিস্তানের ব্যাটিং ধূলিসাৎ করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকান বোলিং। মার্কো জ্যানসেন শুরুটা করেছিলেন তারপর বল হাতে আফগানদের সমস্ত প্রতিরোধ উড়িয়ে দেন অনরিখ নকিয়া এবং কাগিসো রাবাদা। একইভাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গোলাবারুদে ঠাসা হলেও গোটা টুর্নামেন্টে সেভাবে পারফর্ম করতে পারেনি।

IND vs SA tip-off XI

ফাইনালেও ভারতের একাদশ অপরিবর্তিত থাকবে। তবে কয়েকটি বিষয় টিম ইন্ডিয়া ভাবাবে:

পারফর্ম করতে হবে বিরাট কোহলিকে

আইসিসি ইভেন্টে কোহলি বরাবর পারফর্ম করে কিং হয়ে উঠেছেন। তবে এবারের বিশ্বকাপ তার ব্যতিক্রম হয়েই থাকছে। নিউ ইয়র্কের পিচ কোহলির ছন্দের বারোটা বাজিয়ে দিয়েছিল। তারপর গতি মন্থরতায় ভরা ক্যারিবিয়ান পিচেও সুবিধা করতে পারছেন না তিনি। তবে কোহলি সবসময় বড় মঞ্চে জ্বলে ওঠেন। একদম ফাইনালের মঞ্চ যে কোহলি রাঙিয়ে দিয়ে যাবেন না, কে বলতে পারে!

শিভম দুবে সমস্যা

ওয়েস্ট ইন্ডিজের স্লো পিচে বিপক্ষ স্পিনারদের ওড়ানোর দায়িত্ব ছিল শিভম দুবের ওপর। তবে কোহলির মত দুবেও ফর্ম-হীনতায় ভুগছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে এবার কেশব মহারাজ এবং তাব্রিজ শামসি বল হাতে নিয়মিত ব্রেক থ্রু এনে দিচ্ছেন। শিভম দুবে দুই প্রোটিয়াজ স্পিনারকে কীভাবে সামলান, সেটাই দেখার হতে চলেছে।

দক্ষিণ আফ্রিকায় ফিরছেন অটোনিল বার্টম্যান

আইডেন মার্করাম সেমিতে অতিরিক্ত স্পিনার খেলিয়েছিল তাব্রিজ শামসিকে। তবে বার্বাডোজের পিচের কন্ডিশন এবং ভারতীয়দের স্পিন খেলায় দক্ষতায় কথা বিবেচনা করে শামসিকে বসিয়ে বার্টম্যানকে ফেরানো হতে পারে।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা

দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য প্ৰথম একাদশ:

কুইন্টন ডিকক, রেজা হেন্ড্রিক্স, আইডেন মার্করাম, হেনরিখ ক্ল্যাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অনরিখ নকিয়া, অটোনিল বার্টম্যান

T20 World Cup Indian Team ICC Cricket World Cup South Africa Cricket Team Cricket World Cup Indian Cricket Team South Africa
Advertisment