India vs England Highlights: ভারতের ১৭১ রান তাড়া করতে গিয়ে ১০৩ রানেই থেমে গেল ইংল্যান্ডের ইনিংস। আর, তার দৌলতে ৬৮ রানে জয়ী হয়ে এবারের টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। ২০২২-এ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের মধুর প্রতিশোধও এই জয়ের মাধ্যমে বৃহস্পতিবার সুদে-আসলে উসুল করে নিল রোহিত-বাহিনী।
এদিন ভারতের রান তাড়া করতে গিয়ে থ্রি লায়ন্সের ওপেনিং জুটি উড়ে যায় অক্ষর আর বুমরাহর গোলায়। জস বাটলারকে আউট করেন অক্ষর প্যাটেল। আর, বুমরাহ ফিরিয়ে দেন ফিল সল্টকে। ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান তোলে। সেই রান তাড়া করতে নেমে এরপরই ৮ বলে ৫ রান করে জসপ্রিত বুমরাহর বলে ফিরে যান ওপেনার ফিল সল্ট।
অপর ওপেনার তথা উইকেটকিপার-অধিনায়ক জস বাটলার অক্ষর প্যাটেলের বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়েন। বাটলার ১৫ বলে ৪টে চার সহযোগে ২৩ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বিনা রানে ফিরে যান জনি বেয়ারস্টোও। অক্ষর প্যাটেলের বলে মঈন আলিকে স্ট্যাম্পড করেন ঋষভ পন্থ। ৪ বলে ২ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন সাম কুরান। ৩টে চার সহযোগে ১৯ বলে ২৫ রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হন হ্যারি ব্রুক। ৫ বলে ১ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন ক্রিস জর্ডান। কুলদীপ যাদবের বলেই রান নেওয়ার সময় রান আউট হন লিয়াম লিভিংস্টোন। ২ বলে ২ রান করার পর আদিল রশিদকে রান আউট করেন সূর্যকুমার যাদব। তার মধ্যেই চেষ্টা করছিলেন জোফ্রা আর্চার। তিনি ১টি চার ও ২টি ছয়-সহ ১৫ বলে ২১ রান করেন। এই সময় জসপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউ হন আর্চার। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১০ উইকেটে ১০৩ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।
ভারতের ইনিংসে জোফ্রা আর্চারের বলে ৩৬ বলে ৪৭ রান করে আউট হন সূর্যকুমার যাদব। অধিনায়ক রোহিত শর্মা ১৪তম ওভারে আদিল রশিদের বলে আউট হওয়ার আগে ৫৭ রান করেন। রোহিত আউট হওয়ার পর ১৩.৪ ওভারে ৩ উইকেটে ভারতের রান দাঁড়ায় ১১৩। সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেছেন ১টি চার ও ২টি ছয় সহযোগে ১৩ বলে ২৩ রান। ক্রিস জর্ডানের বলে হার্দিকের ক্যাচ নেন সাম কুরান। হার্দিক আউট হতেই নেমেছিলেন শিবম দুবে। কিন্তু, তিনি প্রথম বলেই বিনা রানে মুখ দেখিয়ে ফিরে যান। জর্ডানের বলে দুবের ক্যাচ নেন জস বাটলার। একটি ছয়-সহ ছয় বলে ১০ রান করে ক্রিস জর্ডানের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অক্ষর প্যাটেল।
এর আগে বৃষ্টিতে থমকে গিয়েছিল ভারত-ইংল্যান্ড ম্যাচ। ৮ম ওভারের পর ভারত ২ উইকেটে ৬৫ করার পর বৃষ্টি শুরু হয়। সেই সময় ক্রিজে ৩৭ রানে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও ১৩ রানে সূর্যকুমার যাদব।
বৃহস্পতিবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছিল ভারতও। ব্যক্তিগত মাত্র ৯ রানে বিরাট কোহলি বোল্ড হন। ২ ওভার ৪ বলের পর দলীয় ১৯ রানের মাথায় রিস টপলের বলে বোল্ড হয়ে ফিরে যান বিরাট কোহলি। ৫ ওভার ২ বলের পর দলীয় ৪০ রানের মাথায় ৬ বলে মাত্র ৪ রান করে ফিরে যান ঋষভ পন্থ। স্যাম কুরানের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
ভারতের বিপক্ষে টস জিতে এদিন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। উভয় দলই গত ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছিল। এবারের টি-২০ বিশ্বকাপে ভারত অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছিল। ইংল্যান্ড তাদের শেষ সুপার ৮-এর খেলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল।
-
Jun 28, 2024 01:56 ISTইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে ভারত
India vs England Live Score, T20 World Cup Semi Final: ভারতের ১৭১ রান তাড়া করতে নেমে ৮ বলে ৫ রান করে জসপ্রিত বুমরাহর বলে ফিরে যান ওপেনার ফিল সল্ট। অপর ওপেনার তথা উইকেটকিপার-অধিনায়ক জস বাটলার অক্ষর প্যাটেলের বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়েন। বাটলার ১৫ বলে ৪টে চার সহযোগে ২৩ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বিনা রানে ফিরে যান জনি বেয়ারস্টো। অক্ষর প্যাটেলের বলে মঈন আলিকে স্ট্যাম্পড করেন ঋষভ পন্থ। ৪ বলে ২ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন সাম কুরান। কুলদীপ যাদবের বলে বোল্ড হন হ্যারি ব্রুক। তার আগে ব্রুক ৩টে চার সহযোগে ১৯ বলে ২৫ রান করেছেন। ৫ বলে ১ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন ক্রিস জর্ডান। ২ বলে ২ রান করা আদিল রশিদকে রান আউট করেন সূর্যকুমার যাদব। তার মধ্যেই চেষ্টা করছিলেন জোফ্রা আর্চার। তিনি ১টি চার ও ২টি ছয়-সহ ১৫ বলে ২১ রান করেন। এই সময় জসপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউ হন আর্চার। যার জেরে ১৬.৪ ওভারে ১০ উইকেটে ১০৩ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।
-
Jun 28, 2024 01:26 ISTতিনটে উইকেট নিলেন কুলদীপ যাদব
প্রত্যাশা ছিলই। বিশেষজ্ঞরা বলছিলেন, ভারতের লুকোনো অস্ত্র। তার ওপর গায়ানার স্পিনার সহায়ক পিচ। আর তাতেই কবজির মোচড়ে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে দিলেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। ৪ বলে ২ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন সাম কুরান। কুলদীপ যাদবের বলে বোল্ড হন হ্যারি ব্রুক। তার আগে ব্রুক ৩টে চার সহযোগে ১৯ বলে ২৫ রান করেছেন। ৫ বলে ১ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন ক্রিস জর্ডান। কুলদীপ যাদবের বলেই রান নেওয়ার সময় রান আউট হন লিয়াম লিভিংস্টোন। তিনি ১৬ বলে ১১ রান করেছেন।
-
Jun 28, 2024 01:20 ISTতিনটে উইকেট নিলেন কুলদীপ যাদব
প্রত্যাশা ছিলই। বিশেষজ্ঞরা বলছিলেন, ভারতের লুকোনো অস্ত্র। তার ওপর গায়ানার স্পিনার সহায়ক পিচ। আর তাতেই কবজির মোচড়ে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে দিলেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। ৪ বলে ২ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন সাম কুরান। কুলদীপ যাদবের বলে বোল্ড হন হ্যারি ব্রুক। তার আগে ব্রুক ৩টে চার সহযোগে ১৯ বলে ২৫ রান করেছেন। ৫ বলে ১ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন ক্রিস জর্ডান। কুলদীপ যাদবের বলেই রান নেওয়ার সময় রান আউট হন লিয়াম লিভিংস্টোন। তিনি ১৬ বলে ১১ রান করেছেন।
-
Jun 28, 2024 01:17 ISTভারতের রান তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখে ইংল্যান্ড
India vs England Live Score, T20 World Cup Semi Final: ইংল্যান্ড ১০ ওভার ১ বলে ছয় উইকেট হারিয়েছে। ৮ বলে ৫ রান করে জসপ্রিত বুমরাহর বলে ফিরে গিয়েছেন ওপেনার ফিল সল্ট। অপর ওপেনার তথা উইকেটকিপার-অধিনায়ক জস বাটলার অক্ষর প্যাটেলের বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়েছেন। বাটলার ১৫ বলে ৪টে চার সহযোগে ২৩ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বিনা রানে ফিরে যান জনি বেয়ারস্টো। অক্ষর প্যাটেলের বলে মঈন আলিকে স্ট্যাম্পড করেন ঋষভ পন্থ। ৪ বলে ২ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন সাম কুরান। কুলদীপ যাদবের বলে বোল্ড হন হ্যারি ব্রুক। তার আগে ব্রুক ৩টে চার সহযোগে ১৯ বলে ২৫ রান করেছেন। ৫ বলে ১ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন ক্রিস জর্ডান।
-
Jun 28, 2024 01:16 ISTভারতের রান তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখে ইংল্যান্ড
India vs England Live Score, T20 World Cup Semi Final: ইংল্যান্ড ১২ ওভার ২ বলে ছয় উইকেট হারিয়েছে। ৮ বলে ৫ রান করে জসপ্রিত বুমরাহর বলে ফিরে গিয়েছেন ওপেনার ফিল সল্ট। অপর ওপেনার তথা উইকেটকিপার-অধিনায়ক জস বাটলার অক্ষর প্যাটেলের বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়েছেন। বাটলার ১৫ বলে ৪টে চার সহযোগে ২৩ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বিনা রানে ফিরে যান জনি বেয়ারস্টো। অক্ষর প্যাটেলের বলে মঈন আলিকে স্ট্যাম্পড করেন ঋষভ পন্থ। ৪ বলে ২ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন সাম কুরান। কুলদীপ যাদবের বলে বোল্ড হন হ্যারি ব্রুক। তার আগে ব্রুক ৩টে চার সহযোগে ১৯ বলে ২৫ রান করেছেন। ৫ বলে ১ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন ক্রিস জর্ডান।
-
Jun 28, 2024 01:10 ISTভারতের রান তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখে ইংল্যান্ড
India vs England Live Score, T20 World Cup Semi Final: ইংল্যান্ড ১০ ওভার ১ বলে ছয় উইকেট হারিয়েছে। ৮ বলে ৫ রান করে জসপ্রিত বুমরাহর বলে ফিরে গিয়েছেন ওপেনার ফিল সল্ট। অপর ওপেনার তথা উইকেটকিপার-অধিনায়ক জস বাটলার অক্ষর প্যাটেলের বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়েছেন। বাটলার ১৫ বলে ৪টে চার সহযোগে ২৩ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বিনা রানে ফিরে যান জনি বেয়ারস্টো। অক্ষর প্যাটেলের বলে মঈন আলিকে স্ট্যাম্পড করেন ঋষভ পন্থ। ৪ বলে ২ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন সাম কুরান। কুলদীপ যাদবের বলে বোল্ড হন হ্যারি ব্রুক। তার আগে ব্রুক ৩টে চার সহযোগে ১৯ বলে ২৫ রান করেছেন।
-
Jun 28, 2024 00:59 ISTভারতের রান তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখে ইংল্যান্ড
India vs England Live Score, T20 World Cup Semi Final: ইংল্যান্ড ৫ ওভার ১ বলে তিন উইকেট হারিয়েছে। ৮ বলে ৫ রান করে জসপ্রিত বুমরাহর বলে ফিরে গিয়েছেন ওপেনার ফিল সল্ট। অপর ওপেনার তথা উইকেটকিপার-অধিনায়ক জস বাটলার অক্ষর প্যাটেলের বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়েছেন। বাটলার ১৫ বলে ৪টে চার সহযোগে ২৩ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বিনা রানে ফিরে যান জনি বেয়ারস্টো। অক্ষর প্যাটেলের বলে মঈন আলিকে স্ট্যাম্পড করেন ঋষভ পন্থ। ৪ বলে ২ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন সাম কুরান।
-
Jun 28, 2024 00:13 IST২০ ওভারে ৭ উইকেটে ভারত তুলল ১৭১ রান
India vs England Live Score, T20 World Cup Semi Final: ২০ ওভারে ৭ উইকেটে ভারত তুলল ১৭১ রান। সর্বোচ্চ ৫৭ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৬টি চার ও ২টি ছয় সহযোগে ওই রান করেন। সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেছেন ১টি চার ও ২টি ছয় সহযোগে ১৩ বলে ২৩ রান। ক্রিস জর্ডানের বলে হার্দিকের ক্যাচ নেন সাম কুরান। হার্দিক আউট হতেই নেমেছিলেন শিবম দুবে। কিন্তু, তিনি প্রথম বলেই বিনা রানে মুখ দেখিয়ে ফিরে যান। জর্ডানের বলে দুবের ক্যাচ নেন জস বাটলার। একটি ছয়-সহ ছয় বলে ১০ রান করে ক্রিস জর্ডানের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অক্ষর প্যাটেল।
-
Jun 27, 2024 23:56 ISTভারতের ষষ্ঠ উইকেটের পতন, মুখ দেখিয়ে ফিরে গেলেন শিবম দুবে
India vs England Live Score, T20 World Cup Semi Final: ভারত ১৮ ওভার ৬ উইকেটে ১৪৭। সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেছেন ১টি চার ও ২টি ছয় সহযোগে ১৩ বলে ২৩ রান। ক্রিস জর্ডানের বলে হার্দিকের ক্যাচ নেন সাম কুরান। হার্দিক আউট হতেই নেমেছিলেন শিবম দুবে। কিন্তু, তিনি প্রথম বলেই বিনা রানে মুখ দেখিয়ে ফিরে যান। জর্ডানের বলে দুবের ক্যাচ নেন জস বাটলার।
-
Jun 27, 2024 23:44 ISTভারতের চতুর্থ উইকেটের পতন, আউট সূর্যকুমার
India vs England Live Score, T20 World Cup Semi Final: রোহিত শর্মার পরপরই আউট হলেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা ৩৯ বলে ৫৭ রান করে বোল্ড হন আদিল রশিদের বলে। রোহিত ৬টা চার এবং ২টো ছয় মেরেছেন আর, এরপর জোফ্রা আর্চারের বলে ৩৬ বলে ৪৭ রান করে আউট হন সূর্যকুমার যাদব। তিনি ৪টে চার ও ২টো ছয় মেরেছেন। রোহিত আউট হওয়ার পর মাঠে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। সূর্যকুমার যেতে নামেন রবীন্দ্র জাদেজা।
-
Jun 27, 2024 23:30 ISTভারত ১৩ ওভারে ২ উইকেটে ১১০
India vs England Live Score, T20 World Cup Semi Final: রোহিত শর্মা ৩৭ বলে ৫৬ রান করেছেন। তিনি ৬টি চার, ২টি ছয় মেরেছেন। সূর্যকুমার যাদব ২৭ বলে ৪০ রান করেছেন। তিনি ৩টে চার এবং ২টি ছয় মেরেছেন।
-
Jun 27, 2024 23:18 ISTভারত ১০ ওভারে ২ উইকেটে ৭৭
India vs England Live Score, T20 World Cup Semi Final: রোহিত শর্মা ৩০ বলে ৪১ রান করেছেন। তিনি ৬টি চার মেরেছেন। সূর্যকুমার যাদব ১৫ বলে ২১ রান করেছেন। তিনি ২টো চার এবং ১টি ছয় মেরেছেন।
-
Jun 27, 2024 23:13 ISTম্যাচ ফের শুরু ১১.১০-এ
India vs England Live Score, T20 World Cup Semi Final: ফের ম্যাচ ১১টা ১০-এ শুরু হবে বলে সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার দীনেশ কার্তিক টুইট করেছেন, 'এখন বেশ গরম। এটাও শীঘ্রই শুরু হতে চলেছে।'
-
Jun 27, 2024 23:07 ISTবিশ্বকাপের পর ভারতের সূচি
India vs England Live Score, T20 World Cup Semi Final: টি-২০ বিশ্বকাপের পর জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সিরিজ রয়েছে। দেশে একের পর এক দল খেলতে আসবে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ, এরপর তিনটি টি-২০ সিরিজ দিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের হোম সিরিজ শুরু হবে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নিউজিল্যান্ড শেষবার ২০২১ সালে ভারতে এসেছিল। তারা ফের ভারতে আসবে। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। যা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। পাশাপাশি, ব্ল্যাক ক্যাপস সিরিজের পর, ভারত একটি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে। ভারত পরের বছর ঘরের মাঠে তাদের প্রথম সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। চলতি বছরের শুরুতেও ভারতে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এবার থ্রি লায়ন্স ২০২৫-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে পাঁচটি টি-২০ এবং তিনটি ওয়ানডে খেলতে ভারত সফর করবে।
-
Jun 27, 2024 22:58 ISTপিচ পরিদর্শন চলছে
India vs England Live Score, T20 World Cup Semi Final: পিচ পরিদর্শন চলছে। আম্পায়াররা গ্রাউন্ড স্টাফদের ভেজা জায়গাগুলো নিয়ে বিভিন্ন নির্দেশ দিচ্ছেন। রাহুল দ্রাবিড়ও পিচের কাছে ঘুরে দেখছেন।
-
Jun 27, 2024 22:48 ISTরোহিতের রেকর্ড
India vs England Live Score, T20 World Cup Semi Final: ভারত অধিনায়ক রোহিত শর্মা বৃহস্পতিবার রেকর্ড করলেন। তিনি পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ৫,০০০ রান করলেন। রোহিত, ইতিমধ্যেই তিন ফরম্যাটে ১৯,০০০ রান করেছেন। আর, ভারতকে ১২২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫,০১৩ রান করেছেন। এদিন টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময় তিনি এই মাইলফলক স্পর্শ করেন। ৩৭ বছর বয়সি রোহিতের আগে তালিকায় রয়েছেন- বিরাট কোহলি, এমএস ধোনি, মহম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গাঙ্গুলি।
-
Jun 27, 2024 22:04 ISTভারত ৮ ওভারে ২ উইকেটে ৬৫, বৃষ্টিতে খেলা বন্ধ
India vs England Live Score, T20 World Cup Semi Final: ২৬ বলে ৩৭ রান করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৬টি চার মেরেছেন। তাঁর সঙ্গেই ক্রিজে আছেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার ১টি চার ও ১টি ছয় মেরেছেন। ৭ বলে ১৩ রান করেছেন। ২ ওভার ৪ বলের পর দলীয় ১৯ রানের মাথায় ফিরে যান বিরাট কোহলি। ৫ ওভার ২ বলের পর দলীয় ৪০ রানের মাথায় ফিরে যান ঋষভ পন্থ।
-
Jun 27, 2024 22:02 ISTভারত ৮ ওভারে ২ উইকেটে ৬৫
India vs England Live Score, T20 World Cup Semi Final: ২৬ বলে ৩৭ রান করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৬টি চার মেরেছেন। তাঁর সঙ্গেই ক্রিজে আছেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার ১টি চার ও ১টি ছয় মেরেছেন। ৭ বলে ১৩ রান করেছেন। ২ ওভার ৪ বলের পর দলীয় ১৯ রানের মাথায় ফিরে যান বিরাট কোহলি। ৫ ওভার ২ বলের পর দলীয় ৪০ রানের মাথায় ফিরে যান ঋষভ পন্থ।
-
Jun 27, 2024 21:50 ISTভারত ৭ ওভারে ২ উইকেটে ৫৫
India vs England Live Score, T20 World Cup Semi Final: ২৩ বলে ৩৫ রান করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৬টি চার মেরেছেন। তাঁর সঙ্গেই ক্রিজে আছেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার ১টি চার মেরেছেন।
-
Jun 27, 2024 21:47 ISTভারতের দ্বিতীয় উইকেটের পতন, ফিরলেন পন্থ
India vs England Live Score, T20 World Cup Semi Final: কোহলির পর এবার ফিরে গেলেন পন্থও। ৬ বলে ৪ রান করে ফিরে গেলেন ঋষভ পন্থ। স্যাম কুরানের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। পন্থ ফিরতেই মাঠে নেমেছেন সূর্যকুমার যাদব।
-
Jun 27, 2024 21:44 ISTভারতের দ্বিতীয় উইকেটের পতন, ফিরলেন পন্থ
India vs England Live Score, T20 World Cup Semi Final: কোহলির পর এবার ফিরে গেলেন পন্থও। ৬ বলে ৪ রান করে ফিরে গেলেন ঋষভ পন্থ। স্যাম কুরানের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। পন্থ ফিরতেই মাঠে নেমেছেন সূর্যকুমার যাদব।
-
Jun 27, 2024 21:31 ISTরিস টপলের বলে বোল্ড কোহলি
India vs England Live Score, T20 World Cup Semi Final: ইংল্যান্ডের রিস টপলের বলে বোল্ড বিরাট কোহলি। ১টি ছয়-সহ তিনি ৯ রান করেছেন। ক্রিজে রোহিত শর্মার সঙ্গে ঋষভ পন্থ। রোহিত ২টো চার-সহ ১০ বলে ১১ রান করেছেন।
-
Jun 27, 2024 21:22 ISTভারতের ওপেনিং জুটি অপরিবর্তিত
India vs England Live Score, T20 World Cup Semi Final: ভারত তার ওপেনিং জুটি অপরিবর্তিত রাখল। ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ইংল্যান্ডের হয়ে বোলিং ওপেন করেছেন রিস টপলে।
-
Jun 27, 2024 21:10 ISTদুই দলের পরিসংখ্যান
India vs England Live Score, T20 World Cup Semi Final: টস-এ দুই দলই যা চেয়েছিল তাই পেয়েছে। ইংল্যান্ড রান তাড়া করতে ভালবাসে। তারা পরে ব্যাট করে তিনটি টি-২০ বিশ্বকাপ সেমিফাইনাল জিতেছে। শুধুমাত্র ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল। আর ভারত, ২০২১ সাল থেকে আইসিসি টুর্নামেন্টে সমস্ত ম্যাচ হেরেছে প্রথমে ব্যাট করার পরেই।
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, জসপ্রিত বুমরাহ
ইংল্যান্ড একাদশ
ফিলিপ সল্ট, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলি
-
Jun 27, 2024 21:03 ISTইংল্যান্ডের টস জয়, প্রথমে বল করার সিদ্ধান্ত
India vs England Live Score, T20 World Cup Semi Final: দুই দলের অধিনায়ক যা বললেন,
জস বাটলার - আমরা প্রথমে বল করব। ভালো সারফেস মনে হচ্ছে, বাউন্স কম হবে, চারপাশে বৃষ্টি থাকায় আমরা ভেবেছি আগে বোলিং করলে একটু সুবিধা হবে। আমরা একটি শক্তিশালী দলের বিরুদ্ধে খেলব। শীর্ষস্থানে থাকা দলের বিরুদ্ধে ম্যাচ সবসময় চ্যালেঞ্জিং। সেমিফাইনালে উঠতে পেরে রীতিমতো উত্তেজনা অনুভব করছি।
রোহিত শর্মা- আমরা আগে ব্যাট করতাম, আবহাওয়া ভালো। যা চেয়েছিলাম, তা-ই হয়েছে। এখন রান তোলাটা চালিয়ে যেতে হবে। এই মাঠে খেলার সঙ্গে সঙ্গে পিচের গতি স্লথ হয়ে যায়। এই ধরনের টুর্নামেন্ট খেলা চ্যালেঞ্জিং, প্রচুর ঘুরতে হয়। অনেক কিছু শেখাও যায়। আমরা এখন খুব বেশি চিন্তা করতে চাই না। ভালো করে খেলতে চাই।
-
Jun 27, 2024 20:57 ISTসুসংবাদ
India vs England Live Score, T20 World Cup Semi Final: অবশেষে টস হল ভারতীয় সময় অনুযায়ী, রাত ৮.৫০-এ। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার টসে জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। ম্যাচে প্ৰথম বল গড়াবে ৯.১৫-এ। আকাশে সূর্য উঠেছে। কেটে গিয়েছে মেঘ। নীল আকাশ আপাতত সমস্ত উদ্বেগ দূরে সরিয়ে দিয়েছে।
-
Jun 27, 2024 20:55 ISTটসের জন্য মাঠে দুই অধিনায়ক
India vs England Live Score, T20 World Cup Semi Final: টসের জন্য মাঠে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
🚨 UPDATE 🚨
— BCCI (@BCCI) June 27, 2024
Toss at 11.20 Local Time (08.50 PM IST).
Start of Play at 11.45 Local Time (09.15 PM IST).
Follow The Match ▶️ https://t.co/1vPO2Y5ALw #T20WorldCup | #TeamIndia | #INDvENG -
Jun 27, 2024 20:45 ISTরাত ৮.৪৫-এ পরিদর্শন
India vs England Live Score, T20 World Cup Semi Final: ভিজে আউটফিল্ডের জন্য পিচ পরিদর্শনের সময় ১৫ মিনিট পিছিয়ে গেল। সম্প্রচারকারী সংস্থার তরফে জানানো হয়েছে, পিচ পরিদর্শন হবে রাত ৮টা ৪৫-এ।
-
Jun 27, 2024 20:42 ISTবাটলার এবং রোহিত
India vs England Live Score, T20 World Cup Semi Final: সেমিফাইনালে নামার আগে ভারত এবং ইংল্যান্ড দুই দলের অধিনায়ক একই বিন্দুতে। জস বাটলার এবং রোহিত শর্মা দুজনেই চলতি বিশ্বকাপে ৬ ইনিংসে ১৯১ রান করেছেন। অদ্ভুতভাবে দুজনের স্ট্রাইক রেট-ও একই- ১৫৯.১৬। কোনও অঘটন না ঘটলে দুই অধিনায়ক-ই টস তো বটেই ইনিংসের সূচনা করতেও নামবেন। কোন অধিনায়ক শেষ হাসি হাসবেন?
-
Jun 27, 2024 20:33 ISTরাত ৮.৪৫-এ পরিদর্শন
India vs England Live Score, T20 World Cup Semi Final: ভিজে আউটফিল্ডের জন্য পিচ পরিদর্শনের সময় ১৫ মিনিট পিছিয়ে গেল। সম্প্রচারকারী সংস্থার তরফে জানানো হয়েছে, পিচ পরিদর্শন হবে রাত ৮টা ৪৫-এ।
-
Jun 27, 2024 20:27 ISTমাঠে খেলোয়াড়রা
India vs England Live Score, T20 World Cup Semi Final: খুব শীঘ্রই পিচ এবং আউটফিল্ড পরিদর্শন হবে। তার আগে প্রথা অনুযায়ী ওয়ার্ম আপ করার জন্য মাঠে নেমেছেন খেলোয়াড়রা।
-
Jun 27, 2024 20:23 ISTম্যাচ কোনও কারণে না হলে কী হবে?
India vs England Live Score, T20 World Cup Semi Final: বৃষ্টির জন্য সুপার ওভারও সম্ভব না হলে বা ম্যাচ পরিত্যক্ত হলে ভারতেরই সুবিধা। কারণ, ভারতই ফাইনালে উঠবে। এর কারণ হল, দ্য মেন ইন ব্লু তাদের সুপার ৮ পর্বে ১ নম্বর গ্রুপের শীর্ষে ছিল। ইংল্যান্ড তা ছিল না।
-
Jun 27, 2024 20:15 ISTবৃষ্টির জন্য টস-এ দেরি
India vs England Live Score, T20 World Cup Semi Final: বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল-এ জানিয়েছে, বৃষ্টির জন্য গায়ানায় টস-এ দেরি হচ্ছে।
🚨 UPDATE from Guyana 🚨
— BCCI (@BCCI) June 27, 2024
Toss delayed due to rain 🌧️
Stay Tuned for more updates. ⌛️
Follow The Match ▶️ https://t.co/1vPO2Y5ALw #T20WorldCup | #TeamIndia | #INDvENG
📸 ICC pic.twitter.com/kNLLjbv4El -
Jun 27, 2024 20:12 ISTজয়ী দলের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা
India vs England Live Score, T20 World Cup Semi Final: প্রথম সেমিফাইনালে, দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে। তারা এই ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালের জয়ী দলের জন্য অপেক্ষা করছে। আজ রাতের ম্যাচের পর যেই ফাইনালে পা রাখুক, তাদের লড়াই হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
-
Jun 27, 2024 20:10 ISTসবার চোখ কোহলির দিকে
India vs England Live Score, T20 World Cup Semi Final: সমস্ত চোখ আজকের ম্যাচে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির দিকে। তিনি শেষ তিনটি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অপরাজিত ৭২, অপরাজিত ৮৯ এবং ৫০ রান করেছেন। কিন্তু, এবারের টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত কোহলির সর্বোচ্চ স্কোর ৩৭। সেটা তিনি বাংলাদেশের বিরুদ্ধে সুপার ৮-এর ম্যাচে করেছিলেন।
-
Jun 27, 2024 20:05 ISTশীর্ষ উইকেট শিকারী হওয়া থেকে সামান্য দূরে আরশদীপ
India vs England Live Score, T20 World Cup Semi Final: বোলিং চার্ট বলছে, ফজলহক ফারুকি ১৭ উইকেট নিয়ে দৌড়ে এগিয়ে আছেন। তার পরেই আছেন আরশদীপ সিং। তিনি নিয়েছেন ১৫টি উইকেট।
-
Jun 27, 2024 19:36 ISTভারত এবং ইংল্যান্ডের একাদশ
India vs England Live Score, T20 World Cup Semi Final: সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড একাদশ:
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল।
ইংল্যান্ড দল: ফিলিপ সল্ট, জস বাটলার (উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলে, মার্ক উড, বেন ডাকেট, উইল জ্যাকস, টম হার্টলি।
-
Jun 27, 2024 19:32 ISTশেষবার যখন ভারত-ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল
India vs England Live Score, T20 World Cup Semi Final: এই দুই দল শেষবার টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ২০২২ সালে। সেটাও ছিল সেমিফাইনাল পর্ব। সেখানে, ইংল্যান্ড ম্যাচে পুরোপুরি আধিপত্য রেখে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে গিয়েছিল। আর, ফাইনালে পাকিস্তানকে হারিয়ে খেতাব জিতেছিল।
-
Jun 27, 2024 19:17 ISTইংল্যান্ডের যে খেলোয়াড়ের দিকে নজর থাকবে
India vs England Live Score, T20 World Cup Semi Final: জস বাটলার আমেরিকার বিরুদ্ধে সুপার ৮-এর খেলায় নিজের ইনিংস দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে, তিনি ঠিক কী করতে পারেন। এছাড়াও, অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে ভারতের পরাজয়ে তিনিই ছিলেন হারানোর মূল কারিগর। তাই বাটলার দুর্দান্ত খেললে, ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারে।
-
Jun 27, 2024 19:10 ISTনজরে যে ভারতীয় খেলোয়াড়
India vs England Live Score, T20 World Cup Semi Final: গায়ানার পিচ স্পিনারদের স্বর্গরাজ্য। তার মধ্যে ভারতের কুলদীপ যাদব চলতি টুর্নামেন্টে নিয়মিত মাঝ ওভারে উইকেট নেওয়া অভ্যাস করে ফেলেছেন। তাই পরিস্থিতিতে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ও ভারতীয় রিস্ট স্পিনারের মধ্যে একটি আকর্ষণীয় লড়াই হবে। এমনটাই মনে করছেন দর্শকরা।
-
Jun 27, 2024 19:07 ISTসর্বোচ্চ স্কোরার কারা?
India vs England Live Score, T20 World Cup Semi Final: চলতি টি-২০ বিশ্বকাপ এখন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় রাহমানুল্লাহ গুরবাজ, ট্র্যাভিস হেড, ইব্রাহিম জাদরান, নিকোলাস পুরান এবং অ্যান্ড্রিস গাউস সবচেয়ে বেশি রান করেছেন। সেরা দশ রান সংগ্রহকারীর তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের জন্য ভালো খবর হল, ইতিমধ্যেই শীর্ষ রান সংগ্রাহকদের অনেকের দল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। রোহিতের কাছে আরও দুটি ম্যাচ আছে। সেখানে ভালো কিছু করে তাঁর কাছে সেরা হওয়ার সুযোগ থাকছে।
-
Jun 27, 2024 18:58 ISTগায়ানা থেকে সুসংবাদ
India vs England Live Score, T20 World Cup Semi Final: শেষ পর্যন্ত সূর্যের মুখ দেখা গেছে। পিচ কভারগুলো সরানো হচ্ছে।
I started with bad news , but here's some good news now
— DK (@DineshKarthik) June 27, 2024
Sun is out and covers are being removed
How QUICK was that 😉😉😉#T20WorldCup #CricketTwitter #INDvENG pic.twitter.com/VHHevu9NKN -
Jun 27, 2024 18:58 ISTঋষভ পন্থের প্রত্যাবর্তন
India vs England Live Score, T20 World Cup Semi Final: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ধরে খেলা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস বাদ দিলে এখনও পর্যন্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংয়ে বিরাট কিছু করে দেখাতে পারেননি। আর, বিরাট কোহলির কথা যতটা কম বলা যায় ততই ভালো। এই পরিস্থিতিতে দলের ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নেমে ঋষভ পন্থ দুর্দান্ত সামলাচ্ছেন। গাড়ি দুর্ঘটনার জেরে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর এটাই পন্থের এখনও পর্যন্ত বড় টুর্নামেন্ট। ভালোই সামলাচ্ছেন তিনি।
-
Jun 27, 2024 18:58 ISTআইসিসি-ভারতের সমালোচনায় ভন
India vs England Live Score, T20 World Cup Semi Final: আইসিসির সমালোচনা করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তিনি বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচি নিয়ে আইসিসির সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, আইসিসি ভারতের কথা ভেবেই বিশ্বকাপের ম্যাচের সময়সূচি ঠিক করেছে। এই ব্যাপারে ভন বলেছেন, 'আক্ষরিকভাবে, এটা ওদের (ভারতের) টুর্নামেন্ট। তারা যখন খুশি খেলতে পারে। তারা ঠিক কোথায় তাদের সেমিফাইনাল হবে, তা জানতে পারে। ওরা সকালে ম্যাচ পায়। যাতে, তাদের লোকেরা ভারতে বসে রাতে খেলা দেখতে পারে। ক্রিকেট বিশ্বের একটা বড় খেলা। আইসিসির উচিত প্রত্যেকের সঙ্গেই ন্যায্য ব্যবহার করা। কিছু টাকা দিয়েছে বলেই ব্যাপারটা যেন শুধু ভারতের প্রতি পক্ষপাতিত্ব না হয়।' ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে একথা বলেছেন ভন।
-
Jun 27, 2024 18:57 ISTবোলার পান্ডিয়া চলতি টুর্নামেন্টে কতটা সফল?
India vs England Live Score, T20 World Cup Semi Final: ব্যাটসম্যানদের চমকে দিয়ে প্রত্যাশার চেয়ে বেশি গতিতে শর্ট বল করা। লেংথ এবং অ্যাঙ্গেল ঠিকঠাক বজায় রাখা। এটা পান্ডিয়ার বোলিংয়ের অস্ত্র। যা ব্যাটারদের রান তোলার গতিকে থমকে দেয়। সঙ্গে, মাঝেমধ্যে উইকেটও আসে। যেমন, পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের উইকেট চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় পান্ডিয়া নিয়েছেন। শুধু আজমই নন। পান্ডিয়ার এই অস্ত্রগুলো অতীতে ভালো ব্যাটারদের ঠকিয়েছে। তাঁদের আউট করেছে। এই সব কারণেই পরের পর ম্যাচে, পান্ডিয়া বড়সড় রান দিয়ে যাচ্ছেন, এমনটা কিন্তু হয় না।
-
Jun 27, 2024 18:48 ISTIndia vs England Live Score, T20 World Cup Semi Final: আইসিসি-ভারতের সমালোচনায় ভন
আইসিসির সমালোচনা করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তিনি বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচি নিয়ে আইসিসির সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, আইসিসি ভারতের কথা ভেবেই বিশ্বকাপের ম্যাচের সময়সূচি ঠিক করেছে। এই ব্যাপারে ভন বলেছেন, 'আক্ষরিকভাবে, এটা ওদের (ভারতের) টুর্নামেন্ট। তারা যখন খুশি খেলতে পারে। তারা ঠিক কোথায় তাদের সেমিফাইনাল হবে, তা জানতে পারে। ওরা সকালে ম্যাচ পায়। যাতে, তাদের লোকেরা ভারতে বসে রাতে খেলা দেখতে পারে। ক্রিকেট বিশ্বের একটা বড় খেলা। আইসিসির উচিত প্রত্যেকের সঙ্গেই ন্যায্য ব্যবহার করা। কিছু টাকা দিয়েছে বলেই ব্যাপারটা যেন শুধু ভারতের প্রতি পক্ষপাতিত্ব না হয়।' ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে একথা বলেছেন ভন।
-
Jun 27, 2024 18:48 ISTIndia vs England Live Score, T20 World Cup Semi Final: ঋষভ পন্থের প্রত্যাবর্তন
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ধরে খেলা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস বাদ দিলে এখনও পর্যন্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংয়ে বিরাট কিছু করে দেখাতে পারেননি। আর, বিরাট কোহলির কথা যতটা কম বলা যায় ততই ভালো। এই পরিস্থিতিতে দলের ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নেমে ঋষভ পন্থ দুর্দান্ত সামলাচ্ছেন। গাড়ি দুর্ঘটনার জেরে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর এটাই পন্থের এখনও পর্যন্ত বড় টুর্নামেন্ট। ভালোই সামলাচ্ছেন তিনি।
-
Jun 27, 2024 18:47 ISTIndia vs England Live Score, T20 World Cup Semi Final: গায়ানা থেকে সুসংবাদ
শেষ পর্যন্ত সূর্যের মুখ দেখা গেছে। পিচ কভারগুলো সরানো হচ্ছে।
I started with bad news , but here's some good news now
— DK (@DineshKarthik) June 27, 2024
Sun is out and covers are being removed
How QUICK was that 😉😉😉#T20WorldCup #CricketTwitter #INDvENG pic.twitter.com/VHHevu9NKN -
Jun 27, 2024 18:25 ISTগায়ানা থেকে সুসংবাদ
India vs England Live Score, T20 World Cup Semi Final: শেষ পর্যন্ত সূর্যের মুখ দেখা গেছে। পিচ কভারগুলো সরানো হচ্ছে।
I started with bad news , but here's some good news now
— DK (@DineshKarthik) June 27, 2024
Sun is out and covers are being removed
How QUICK was that 😉😉😉#T20WorldCup #CricketTwitter #INDvENG pic.twitter.com/VHHevu9NKN -
Jun 27, 2024 18:05 ISTস্বাগত