Advertisment

IND vs ENG World Cup 2022: বিধ্বংসী বাটলার-হেলস, ভারতকে দুরমুশ করে ফাইনালে ইংল্যান্ড

ফাইনালে বাবর আজমের পাকিস্তানের সামনে ইংল্যান্ড। India vs England World Cup 2022 Live Streaming, When and Where to watch IND vs ENG World Cup Live Telecast

author-image
IE Bangla Sports Desk
New Update
t20 world cup 2022, india vs england, india vs england t20, india vs england live, india vs england semi final, india vs england t20 head to head, india vs england t20 world cup 2022, ind vs eng, ind vs eng live, ind vs eng t20 world cup 2022, t20 world cup 2022 2nd Semi-Final, india england t20, india vs england t20, india england match, match india vs england, semi final india vs england, india vs england live, india england semi final, t20 world cup india vs england, india vs england score, india vs england today, india vs england live score, india vs england semi final 2022, india vs england scorecard today, india vs england winning percentage, ind vs eng semi final, ind vs eng live, ind vs eng semi final 2022, t20 world cup semi final 2022

India vs England {IND vs ENG} T20 World Cup 2022 Live Streaming: কুড়ি-বিশের বিশ্বকাপের সেমিফাইনালে লজ্জার হার ভারতের। জোস বাটলার ও অ্যালেক্স হেলসের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে রোহিতের ভারতকে ১০ উইকেটে হারাল ব্রিটিশরা। বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়ার জ্বলে ওঠার দিনে চূড়ান্ত ব্যর্থ ভারতের বোলাররা। ইংল্যান্ডের দুই ওপেনারের খুনখারাপি ব্যাটিং ধুয়ে দিল ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, অশ্বিনের বোলিংকে।

Advertisment

হার্দিক পান্ডিয়া এবং বিরাট কোহলির জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে এডিলেড ওভালে ভারত স্কোরবোর্ডে ১৬৮/৬ তোলে। ফাইনালে ওঠার জন্য ইংল্যান্ডকে ১৬৯ তুলতে হত। কিন্তু শুরু থেকেই চালিয়ে খেলে মাত্র ১৬ ওভারেই ১৭০ তুলে ফেলেন বাটলাররা। একবারের জন্য দুই ইংরেজ ব্যাটারকে বিব্রত করতে পারেনি ভারতীয় বোলিং। ফাইনালে বাবর আজমের পাকিস্তানের সামনে ইংল্যান্ড। ঠিক যেন ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি। সেবার ইমরান খানের পাকিস্তান হারিয়ে দেয় ইয়ান বোথামের ইংল্যান্ডকে। প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতে পাকিস্তান। সেবারও বিশ্বকাপ হয়েছিল অস্ট্রেলিয়ায়।

India vs England {IND vs ENG World Cup 2022 semi-final Live Streaming

এদিন কেএল রাহুল সাততাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরে কোহলি-রোহিতের পার্টনারশিপ আশা জাগাচ্ছিল ভারতকে। তবে রোহিত পুরোনো ঝলক দেখালেও ২৭-এর বেশি করতে পারেননি। সূর্যকুমার যাদব আউট হয়ে যাওয়ার পরে হার্দিক-কোহলি দুজনে টানতে থাকেন ভারতকে। দুজনে চতুর্থ উইকেটে যোগ করে যান ৬১ রান। কোহলি ফিফটি করেই আউট হয়ে যান। শেষদিকে ব্যাট হাতে সাইক্লোন তোলেন হার্দিক। ইনিংসের শেষ বলে আউট হয়ে যাওয়ার আগে হার্দিক ৩৩ বলে ৬৩ করে যান। চার বাউন্ডারি, পাঁচ ওভার বাউন্ডারির সাহায্যে।

  • Nov 10, 2022 16:34 IST
    জয়ী ইংল্যান্ড

    বিনা উইকেট হারিয়ে জয়ী ইংল্যান্ড। সেমিফাইনালে ধরাশায়ী ভারত। ফাইনালে বাবর আজমের পাকিস্তানের মুখোমুখি বাটলারের ইংল্যান্ড।



  • Nov 10, 2022 16:20 IST
    পঞ্চাশ হাঁকালেন জোস বাটলার

    পঞ্চাশ হাঁকালেন জোস বাটলারও। বিনা উইকেট হারিয়ে ম্যাচ জয়ের পথে ইংল্যান্ড।



  • Nov 10, 2022 16:17 IST
    জয়ের আরও কাছে ইংল্যান্ড

    বিরাট-হার্দিকের ঝলসে ওঠার দিনে চূড়ান্ত ব্যর্থ ভুবনেশ্বর-আর্শদীপরা। জয়ের আরও কাছে ইংল্যান্ড। ভারতের ফাইনালে যাওয়ার স্বপ্ন কার্যত ভাঙার মুখে।



  • Nov 10, 2022 15:53 IST
    অ্যালেক্স হেলসের হাফ-সেঞ্চুরি

    অ্যালেক্স হেলসের হাফ-সেঞ্চুরি। মাত্র ২৮ বলেই ফিফটি করলেন ব্রিটিশ ব্যাটার। জয়ের দিকে এগোচ্ছে ইংল্যান্ড।



  • Nov 10, 2022 15:45 IST
    অ্যাডিলেডে বাটলার ঝড়

    অ্যাডিলেডে বাটলার ঝড়। ৬ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ডের স্কোর ৬৩। জয়ের দিকে এগোচ্ছে ব্রিটিশরা।



  • Nov 10, 2022 15:26 IST
    বিধ্বংসী হয়ে উঠছেন বাটলার

    বিধ্বংসী হয়ে উঠছেন বাটলার। ইংল্যান্ড অধিনায়কের ব্যাট থেকে একের পর এক চার। চিন্তায় রোহিত শর্মা।



  • Nov 10, 2022 15:25 IST
    চালিয়ে শুরু ইংল্যান্ডের

    রান তাড়া করতে মেনে দারুন শুরু জোস বাটলার ও অ্যালেক্স হেলসের। বোলিং শুরুতেই ওয়াইড বল করেন ভুবনেশ্বর কুমার। প্রথম ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন বাটলার।



  • Nov 10, 2022 15:21 IST
    চার দিয়ে ইনিংস শুরু ইংল্যান্ডের

    চার মেরে ইনিংস শুরু করলেন জোস বাটলার। প্রথম বল ওয়াইডের পর দ্বিতীয় বলে চার।



  • Nov 10, 2022 15:13 IST
    ইংল্যান্ডের লক্ষ্য ১৬৯

    ভারতের স্কোর ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান। ইংল্যান্ডকে জিতে ফাইনালে পৌঁছতে হলে করতে হবে ১৬৯ রান।



  • Nov 10, 2022 15:11 IST
    ৩৩ বলে ৬৩

    অসাধারণ ইনিংস হার্দিক পান্ডিয়ার। শেষ ওভারে ক্রিস জর্ডনের চতুর্থ বলে ছক্কা মারলেন হার্দিক। পঞ্চম বলে চার মারেন তিনি। তবে শেষ বল চালিয়ে খেলে বাউন্ডারিতে পাঠালেও তাঁর পা স্টাম্পে লেগে যায়। ফলে শেষ বলে হিট-উইকেট হয়ে মাঠ ছাড়েন বার্দিক পান্ডিয়া। তাঁর সংগ্রহ ৩৩ বলে ৬৩ রান।



  • Nov 10, 2022 15:01 IST
    ২৯ বলে অর্ধশতরান পান্ডিয়ার

    অর্ধশতরান করলেন হার্দিক পান্ডিয়া



  • Nov 10, 2022 14:52 IST
    আউট বিরাট

    পঞ্চাশ করেই আউট বিরাট। চতুর্থ উইকেট পড়ল ভারতের।



  • Nov 10, 2022 14:51 IST
    হাফ-সেঞ্চুরি বিরাটের

    হাফ-সেঞ্চুরি বিরাটের। বিশ্বকাপে চার নম্বর ফিফটি করে ফেললেন কোহলি।



  • Nov 10, 2022 14:49 IST
    অ্যাডিলেডে হার্দিক হ্যারিকেন

    ছক্কার বন্যা পাণ্ডিয়ার। অ্যাডিলেডে হার্দিক হ্যারিকেন, হেলকপ্টার শটে মনে করালেন ধোনিকে।



  • Nov 10, 2022 14:42 IST
    ইংল্যান্ডের আঁটসাঁট বোলিং

    ইংল্যান্ডের আঁটসাঁট বোলিংয়ে যুত করতে পারছেন না বিরাট-হার্দিক। বড় রান থেকে দূরে ভারতের স্কোর।



  • Nov 10, 2022 14:35 IST
    ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১০০/৩

    ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১০০। তিন উইকেটের পতন। ক্রিজে বিরাট ও হার্দিক।



  • Nov 10, 2022 14:20 IST
    আউট সূর্যকুমার যাদব

    বেমক্কা চালিয়ে খেলতে গিয়ে আউট সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটের পতন ভারতের।



  • Nov 10, 2022 14:14 IST
    ১০ ওভার শেষে ভারতের স্কোর ৬৬/২

    ১০ ওভার শেষে ভারতের স্কোর ৬৬ রান, ২ উইকেট হারিয়ে। ক্রিজে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব।



  • Nov 10, 2022 14:08 IST
    আউট ক্যাপ্টেন রোহিত শর্মা

    দ্বিতীয় ধাক্কা ভারতের, আউট ক্যাপ্টেন রোহিত শর্মা। ছয় হাঁকাতে গিয়ে ক্রিস জর্ডনের বলে ক্যাচ দিয়ে বসলেন রোহিত। ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।



  • Nov 10, 2022 14:02 IST
    ভারতকে টানছেন বিরাট ও রোহিত

    ভারতকে টানছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে টিম ইন্ডিয়া।



  • Nov 10, 2022 13:38 IST
    আউট কে এল রাহুল

    দ্বিতীয় ওভারেই ভারতের প্রথম উইকেটের পতন, আউট কে এল রাহুল।



  • Nov 10, 2022 13:34 IST
    প্রথম ওভারে ৬ রান

    বেন স্টোকসের প্রথম ওভারে ৬ রান এলো ভারতের।



  • Nov 10, 2022 13:33 IST
    খেলা শুরু

    চার মেরে ভারতের ইনিংস শুরু। বেন স্টোকসের প্রথম বলেই চার মারলেন লোকেশ রাহুল।



  • Nov 10, 2022 13:23 IST
    ভারত ও ইংল্যান্ডের প্রথম একাদশ

    লোকেশ রাহুল, রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, অর্শদীপ সিং।

    জোস বাটলার (ক্যাপ্টেন-উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডন, ক্রিস ওকস, আদিল রশিদ।



  • Nov 10, 2022 13:09 IST
    শুরুতেই ব্যাট করবে ভারত

    টস জিতল ইংল্যান্ড। ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন ব্রিটিশ অধিনায়ক জোস বাটলার।



  • Nov 10, 2022 13:00 IST
    নজির গড়বেন বিরাট?

    টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আজ ৪২ রান করলেই রেকর্ড গড়বেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বিরাট। এখনও পর্যন্ত ১১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০৬টি ইনিংসে ব্যাট করে ৩ হাজার ৯৫৮ রান করেছেন কোহলি।



  • Nov 10, 2022 12:56 IST
    আজ ম্যাচ পরিত্যাক্ত হলে কী হবে?

    বৃহস্পতিবার অ্যাডিলেডে বৃষ্টির জন্য ভারত ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলে পরদিন রিজার্ভ ডে-তে ওই খেলা হবে। নির্ধারিত দিনে প্রতি ইনিংসে ন্যূনতম ১০ ওভার খেলা সম্ভব না হলেই ম্যাচ গড়াবে রিজার্ভ ডে-তে।

    রিজার্ভ ডে-তেও ম্যাচ আয়োজন করা না গেলে, সুপার টুয়েলভের লিগ টেবিলে যে দলের অবস্থান ভাল, তারা ফাইনালের টিকিট হাতে পাবে। সেক্ষেত্রে গ্রুপ টুয়ের এক নম্বর দল ভারত ফাইনালে যাবে।



  • Nov 10, 2022 12:53 IST
    আবহাওয়ার খবর

    বুধবার রাতভর অ্যাডিলেডে বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ম্যাচের সময় অবশ্য রেহাই মিলতে পারে বলেই পূর্বাভাস। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।



T20 World Cup England ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team
Advertisment