Advertisment

India vs Pakistan Highlights, ICC T20 World Cup 2024: বুমরার আগুনে পাকিস্তান বধ ভারতের

IND vs PAK HIghlights: ১৯ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায় রোহিতের বাহিনী

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs PAK Live Score, T20 World Cup 2024: Latest India vs Pakistan Live Updates in Bengali

IND vs PAK Highlights, T20 World Cup 2024: Latest India vs Pakistan Highlights in Bengali: সেরার সেরা ক্রিকেটীয় দ্বৈরথে নেমেছিল ভারত-পাকিস্তান (গ্রাফিক্স: প্রত্যূষ রায়)

India vs Pakistan Highlights: পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে ১১৯ রান তুললেও পাকিস্তানকে রীতিমতো কোণঠাসা করে ৬ রানে হারাল রোহিত শর্মার বাহিনী। শেষ পর্যন্ত পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১১৩ রান।

Advertisment

ভারতের রান তাড়া করতে গিয়ে শুরুটা বেশ পরিপক্ক কায়দায় করলেও, সময় যত এগিয়েছে রান তুলতে না পেরে পাকিস্তানের ব্যাটাররা চাপে পড়ে গিয়েছেন। টি-২০ ফরম্যাটের বিশেষ রণকৌশলে, বল মারতে না দেওয়া, এই কায়দাতেই শেষ পর্যন্ত বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের বাহিনীকে চেপে ধরেছিল ভারত। আর, তাতেই মেলে সাফল্য। বিগ হিট করা দূর, শর্ট রান নিতেও ব্যর্থ হন পাকিস্তানের ব্যাটাররা। শেষ পর্যন্ত উইকেট বাঁচাতে গিয়ে বল নষ্ট করা শুরু করেন পাকিস্তানের খেলোয়াড়রা। আর, তাতেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের সুবাদে এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ পর্বে রীতিমতো ভালো জায়গায় চলে গেল ভারত। আর, আমেরিকা এবং ভারতের কাছে হারায় পরবর্তী পর্যায়ে পাকিস্তানের ওঠার আশা প্রায় নষ্ট হয়ে গেল।

এই ম্যাচে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মহম্মদ রিজওয়ান। তিনি করেছেন ৪৪ বলে ১টি চার ও ১টি ছয়-সহ ৩১ রান। জসপ্রিত বুমরাহর বলে তিনি বোল্ড হন। পাশাপাশি, বুমরাহর বলে ব্যক্তিগত ১৩ রানের মাথায় সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ইফতিকার আহমেদ ব্যক্তিগত ৫ রান রানের মাথায় বুমরাহর বলেই আরশদীপ সিংয়ের হাতে ধরা পড়েন। এই ম্যাচে হার্দিক পান্ডিয়াও ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন আরশদীপ সিং ও অক্ষর প্যাটেল।

এর আগে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে বড় রান করতে ব্যর্থ হয় ভারত। মাত্র ১১৯ রানেই ইনিংসের সমাপ্তি হয় মেন ইন ব্লু-র। রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহরা কোনও রান না করেই ফিরে যান। মাত্র তিন রানে আউট হয়েছেন শিবম দুবে। তার একটু আগেই আউট হন সূর্যকুমার যাদব। তিনি ৮ বলে ৭ রান করেছেন। একটা চার মেরে আশা জাগালেও সূর্য হ্যারিস রউফের বলে মহম্মদ আমিরকে ক্যাচ দিয়ে ফিরে যান।

তার আগে অক্ষর প্যাটেল ১৮ বলে ২০ রান করেন। নাসিম শাহর বলে বোল্ড হওয়ার আগে দুটো চার এবং একটা ছয় মারেন অক্ষর। রোহিত শর্মা ১২ বলে ১৩ রান করে ফিরে যান। ১টা চার এবং ১টা ছয় মেরেছিলেন রোহিত। কিন্তু, শাহিন আফ্রিদির বলে ক্যাচ উঠে যায় রোহিতের। ধরে ফেলেন হ্যারিস রউফ। ব্যক্তিগত চার রানের মাথায় নাসিম শাহর বলে উসমান খানকে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলিও। পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল হ্যারিস রউফ ও নাসিম শাহ। দুজনেই ২১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। মহম্মদ আমির ২৩ রানে নিয়েছেন দুই উইকেট। ১ উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ। তিনি ৪২ রান করেছেন।

এই ম্যাচে বৃষ্টি বড়সড় প্রভাব ফেলেছে। টস আধঘণ্টা দেরিতে হয়েছে। প্রথম ওভারের পরই ঝমঝমিয়ে নেমেছিল বৃষ্টি। যার ফলে ফের বন্ধ হয়েছিল ম্যাচ। ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রথম ওভারেই ৮ রান নিয়েছিলেন ভারত অধিনায়ক। এর পরই বৃষ্টির জন্য ম্যাচ কিছুক্ষণ বন্ধ ছিল।

এর আগে টস জেতে পাকিস্তান। সকাল থেকেই মেঘলা ওয়েদার ছিল নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। টস শুরুর আধঘন্টা আগে থেকেই ঝিরিঝিরি বৃষ্টি কাঁপুনি ধরিয়েছিল ক্রিকেট বিশ্বের। তবে শেষ পর্যন্ত বৃষ্টি থামতেই শুরু হয় খেলা। দুই দফায় মাঠ পরিদর্শনের পর ম্যাচের বিষয়ে সবুজ সংকেত দেন আধিকারিকরা। ম্যাচ অবশ্য আধঘন্টা পিছিয়ে যায়। টস হয় ভারতীয় সময় অনুযায়ী আটটায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

টি-২০, বিশ্বকাপ শুরু হতে না হতেই এবার বিতর্কের মুখে পড়েছিল আইসিসি। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের ড্রপ ইন পিচ, স্লো আউটফিল্ড নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে ক্রিকেটবিশ্ব। সেই সঙ্গে বিশ্বকাপে অবাস্তব টিকিটের দাম রাখা নিয়েও চরম সমালোচনার মুখে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আরও পড়ুন- নিউ ইয়র্কে পাকিস্তান-বধ! বুমরার বারুদে ঝলসে গেলেন বাবররা

ভারতের প্ৰথম একাদশ
রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং

পাকিস্তানের প্রথম একাদশ
মহম্মদ রিজওয়ান, বাবর আজম, উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ আমির

  • Jun 10, 2024 01:24 IST
    হাইভোল্টেজ ম্যাচে ভারতের দুর্দান্ত জয়

    মাত্র ১১৯ রান তুলেও পাকিস্তানকে ৬ রানে হারাল ভারত। শেষ পর্যন্ত উইকেট বাঁচাতে গিয়ে বল নষ্ট করা শুরু করেন পাকিস্তানের খেলোয়াড়রা। আর, তাতেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের সুবাদে এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ পর্বে রীতিমতো ভালো জায়গায় চলে গেল ভারত। আর, আমেরিকা এবং ভারতের কাছে হারায় পরবর্তী পর্যায়ে পাকিস্তানের ওঠার আশা প্রায় নষ্ট হয়ে গেল।



  • Jun 10, 2024 00:41 IST
    পাকিস্তান ৪ উইকেটে ৮৪

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভারতের ১১৯ রানের লক্ষ্যমাত্রাকে তাড়া করতে গিয়ে রীতিমতো ধরে খেলছে পাকিস্তান। ১৩ ওভারে তিন উইকেটে তারা তুলেছে ৭৩ রান। আউট হয়েছেন কেবলমাত্র অধিনায়ক বাবর আজম। তিনি ১০ বলে ১৩ রান করে আউট হন। তার মধ্যে দুটো চার মেরেছেন। জসপ্রিত বুমরাহর বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হন। ১৫ বলে ১৩ রান করে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হন উসমান খান। তিনি একটা চারও মেরেছিলেন। ফখর জামান ৮ বলে ১৩ রান করে আউট হন। তিনি ১টা ছয়, ১টা চার মেরে হার্দিক পান্ডিয়ার বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়েন।



  • Jun 10, 2024 00:32 IST
    পাকিস্তান ৪ উইকেটে ৮৪

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভারতের ১১৯ রানের লক্ষ্যমাত্রাকে তাড়া করতে গিয়ে রীতিমতো ধরে খেলছে পাকিস্তান। ১৩ ওভারে তিন উইকেটে তারা তুলেছে ৭৩ রান। আউট হয়েছেন কেবলমাত্র অধিনায়ক বাবর আজম। তিনি ১০ বলে ১৩ রান করে আউট হন। তার মধ্যে দুটো চার মেরেছেন। জসপ্রিত বুমরাহর বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হন। ১৫ বলে ১৩ রান করে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হন উসমান খান। তিনি একটা চারও মেরেছিলেন। ফখর জামান ৮ বলে ১৩ রান করে আউট হন। তিনি ১টা ছয়, ১টা চার মেরে হার্দিক পান্ডিয়ার বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়েন।



  • Jun 09, 2024 23:56 IST
    সামান্য লক্ষ্য অর্জনে ধরে খেলছে পাকিস্তান

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভারতের ১১৯ রানের লক্ষ্যমাত্রাকে তাড়া করতে গিয়ে রীতিমতো ধরে খেলছে পাকিস্তান। ৬ উইকেটে তাদের রান ৩৫। আউট হয়েছেন কেবলমাত্র অধিনায়ক বাবর আজম। তিনি ১০ বলে ১৩ রান করে আউট হন। তার মধ্যে দুটো চার মেরেছেন। মহম্মদ রিজওয়ান ২৩ বলে ১৭ রান করে ক্রিজে আছেন। তিনি আপাতত ১টা ছয় মেরেছেন। উসমান খান ৫ বলে ১ রান করেছেন।



  • Jun 09, 2024 23:33 IST
    মাত্র ১১৯ রানে গুটিয়ে গেল ভারত

    India vs Pakistan Live Score, T20 World Cup: মাত্র ১১২ রানে নয় উইকেট হারাল মেন ইন ব্লু। জসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজারা বিনা রানেই ফিরে যান। তাঁর আগে শিবম দুবে মাত্র তিন রান করে আউট হন। সূর্যকুমার যাদব করেছেন সাত রান। হার্দিক পান্ডিয়াও তাই। কোহলি ম্যাজিকও কাজ করেনি। মাত্র চার রানেই তিনি আউট হন। তারই মধ্যে কিছুটা চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল। তিনি ২০ রান করেন। অধিনায়ক রোহিত শর্মা ১৩ রান করেন। আর, সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ। তিনি ৪২ রান করেছেন। পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল হ্যারিস রউফ ও নাসিম শাহ। দুজনেই ২১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। মহম্মদ আমির ২৩ রানে নিয়েছেন দুই উইকেট। ১ উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি।



  • Jun 09, 2024 22:49 IST
    ভারতের ব্যাটিং অর্ডারে ধস

    India vs Pakistan Live Score, T20 World Cup: মাত্র ৯৬ রানে সাত উইকেট হারাল মেন ইন ব্লু। রবীন্দ্র জাদেজা বিনা রানেই ফিরে যান। তাঁর আগে শিবম দুবে মাত্র তিন রান করে আউট হন। সূর্যকুমার যাদব করেছেন সাত রান। তারই মধ্যে কিছুটা চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল। তিনি ২০ রান করেন। অধিনায়ক রোহিত শর্মা ১৩ রান করেন। আর, সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ। তিনি ৪২ রান করেছেন।



  • Jun 09, 2024 22:23 IST
    অক্ষর প্যাটেলের উইকেট পতন

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভালোই খেলছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত ব্যক্তিগত ২০ রানের মাথায় আউট হয়ে গেলেন অক্ষর প্যাটেল। ১৮ বলে ২০ রান করা প্যাটেলকে বোল্ড করে দেন নাসিম শাহ। তার আগে প্যাটেল ১টা ছয়, ২টো চার মারেন। তার আগে রোহিত শর্মা শাহিন আফ্রিদির বলে হ্যারিস রউফকে ক্যাচ দিয়ে ফিরে যান। রোহিত ১টা চার এবং ১টা ছয় মারেন।



  • Jun 09, 2024 21:55 IST
    দুর্দান্ত ব্যাটিং অক্ষরের

    India vs Pakistan Live Score, T20 World Cup: বিরাট ও রোহিতের বদলে ক্রিজে এখন ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল। ঋষভ ধরে খেললেও বেশ চালিয়েই খেলছেন অক্ষর প্যাটেল। ১টা ছয় এবং ১টার চার ইতিমধ্যেই তাঁর ইনিংসে জুড়েছে। ১০ বলে ইতিমধ্যেই ১৪ রান করেছেন অক্ষর।



  • Jun 09, 2024 21:44 IST
    ফিরলেন রোহিতও

    India vs Pakistan Live Score, T20 World Cup: শাহিন আফ্রিদির বলে হ্যারিস রউফের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার আগে ১টা চার এবং ১টা ছয় মেরে ভক্তদের মনে বেশ আশা জাগিয়েছিলেন। কিন্তু, সেই আশা বেশিক্ষণ স্থায়ী হল না। ১২ বলে ১৩ রান করে টিম ইন্ডিয়ার অধিনায়কও ফিরে গেলেন।



  • Jun 09, 2024 21:39 IST
    ভারতের প্রথম উইকেটের পতন

    India vs Pakistan Live Score, T20 World Cup: বৃষ্টি শেষে খেলা শুরু হতে বড় ধাক্কা খেলা ভারত, নাসিম শাহর বলে ব্যক্তিগত ৪ হারে আউট হলেন বিরাট কোহলি। তিনি একটি চার মেরে আশা জাগালেও উসমান খানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।



  • Jun 09, 2024 21:16 IST
    প্রথম ওভারের পরই ঝমঝমিয়ে বৃষ্টি

    India vs Pakistan Live Score, T20 World Cup: প্রথম ওভারের পরই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। যার ফলে ফের বন্ধ হয়েছে ম্যাচ। ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রথম ওভারেই ৮ রান নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি একটি ছয়ও মেরেছেন। পাকিস্তানের হয়ে বোলিং শুরু করেছেন শাহিন আফ্রিদি। তাঁকেই ছয় মেরেছেন ভারত অধিনায়ক।



  • Jun 09, 2024 21:10 IST
    রোহিতের ছয়ের জোরে প্রথম ওভারে ভারত ৮/০

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভারতের হয়ে ওপেন করতে নেমে প্রথম ওভারেই ৮ রান নিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি একটি ছয়ও মেরেছেন। পাকিস্তানের হয়ে বোলিং শুরু করেছেন শাহিন আফ্রিদি। তাঁকেই রোহিত ছয় মারেন। পাকিস্তানের ভাগ্য ভালো, এই ওভারে কোনও অতিরিক্ত রান দেননি শাহিন।



  • Jun 09, 2024 21:09 IST
    রোহিতের ছয়ের জোরে প্রথম ওভারে ভারত ৮/০

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভারতের হয়ে ওপেন করতে নেমে প্রথম ওভারেই ৮ রান নিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি একটি ছয়ও মেরেছেন। পাকিস্তানের হয়ে বোলিং শুরু করেছেন শাহিন আফ্রিদি। তাঁকেই রোহিত ছয় মারেন। পাকিস্তানের ভাগ্য ভালো, এই ওভারে কোনও অতিরিক্ত রান দেননি শাহিন।



  • Jun 09, 2024 20:59 IST
    ম্যাচ শুরু চেনা ছন্দে

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। পাকিস্তানের হয়ে বোলিং শুরু করেছেন শাহিন আফ্রিদি। হাইভোল্টেজ এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে অন্য ম্যাচের তুলনায় অনেক বেশি সংখ্যায় ভিড় করেছেন দর্শকরা। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে টস হয়েছে আধঘণ্টা দেরিতে। টস জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান।



  • Jun 09, 2024 20:58 IST
    প্রস্তুতির কৌশল ফাঁস সূর্যের

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভারতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সূর্যকুমার যাদব। তিনি এই ম্যাচের জন্য দলের প্রস্তুতির কৌশল ফাঁস করেছেন। সূর্য বলেছেন, 'আমাদের প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে। এই পিচে প্রতিটা বলই মারার চেষ্টা করা হবে। দল যেখানে নামাবে, সেখানেই নামব। যা চাইবে, সেটাই করব। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই একটা বিশেষ উত্তেজনার ব্যাপার। আমিও এই ম্যাচের জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম।'



  • Jun 09, 2024 20:44 IST
    ভারত-পাক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হতে পারে?

    India vs Pakistan Live Score, T20 World Cup: ধরে নেওয়া যাক ভারত বনাম পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। এর অর্থ ভারত ২ ম্যাচে ৩ পয়েন্ট।নিয়ে সুবিধাজনক জায়গায় থাকবে। সুপার এইট-এ কোয়ালিফাই করার বিষয়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করবে টিম ইন্ডিয়া। তবে পাকিস্তানের বিপদ বাড়বে। সেক্ষেত্রে পাকিস্তানের দুই ম্যাচে প্রাপ্ত পয়েন্ট দাঁড়াবে ১।

    পাকিস্তানের বাকি থাকবে আয়ারল্যান্ড এবং কানাডা ম্যাচ। দুই ম্যাচ জিতলেও পাকিস্তান সর্বোচ্চ ৫ পয়েন্টে গ্রুপ পর্ব ফিনিশ করবে। ভারতের বাকি থাকবে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ। দুই ম্যাচ শক্তির বিচারে ভারত জিতলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে শীর্ষস্থান নিয়ে সুপার এইট পর্বে খেলতে নামবে।

    এর অর্থ ভারত শেষ আটে পৌঁছে গেলে গ্রুপ থেকে মাত্র একটি দল পরের রাউন্ডে যেতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্র এমনিতেই কানাডা এবং পাকিস্তানকে হারানোর পর চার পয়েন্ট অর্জন করেছে। আয়ারল্যান্ডকে শেষ ম্যাচে ইউএসএ হারিয়ে দিলে ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পেরিয়ে যাবেন মোনাঙ্ক প্যাটেলরা। ফলে বৃষ্টি হলে পাকিস্তানের কপালে দুঃখ নাচছে। তাঁদের অপেক্ষা করে থাকতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ডের ম্যাচের ফলাফলের ওপর। সেই ম্যাচে আইরিশদের জয় চাইবে পাকিস্তান।

    আর পাকিস্তান শেষ দুই ম্যাচে কানাডা অথবা আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে হারলেই এবারের মত বিশ্বকাপ খতম হয়ে যাবে বাবর বাহিনীর। আগামী কয়েকদিনই পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করবে। তার আগে পাকিস্তানের আশা যেন বৃষ্টি ভারত ম্যাচে প্রভাব না ফেলে।



  • Jun 09, 2024 20:30 IST
    ভারত-পাক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কোন দলের লাভ, কার ক্ষতি

    India vs Pakistan Live Score, T20 World Cup: ধরে নেওয়া যাক ভারত বনাম পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। এর অর্থ ভারত ২ ম্যাচে ৩ পয়েন্ট।নিয়ে সুবিধাজনক জায়গায় থাকবে। সুপার এইট-এ কোয়ালিফাই করার বিষয়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করবে টিম ইন্ডিয়া। তবে পাকিস্তানের বিপদ বাড়বে। সেক্ষেত্রে পাকিস্তানের দুই ম্যাচে প্রাপ্ত পয়েন্ট দাঁড়াবে ১।

    পাকিস্তানের বাকি থাকবে আয়ারল্যান্ড এবং কানাডা ম্যাচ। দুই ম্যাচ জিতলেও পাকিস্তান সর্বোচ্চ ৫ পয়েন্টে গ্রুপ পর্ব ফিনিশ করবে। ভারতের বাকি থাকবে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ। দুই ম্যাচ শক্তির বিচারে ভারত জিতলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে শীর্ষস্থান নিয়ে সুপার এইট পর্বে খেলতে নামবে।

    এর অর্থ ভারত শেষ আটে পৌঁছে গেলে গ্রুপ থেকে মাত্র একটি দল পরের রাউন্ডে যেতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্র এমনিতেই কানাডা এবং পাকিস্তানকে হারানোর পর চার পয়েন্ট অর্জন করেছে। আয়ারল্যান্ডকে শেষ ম্যাচে ইউএসএ হারিয়ে দিলে ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পেরিয়ে যাবেন মোনাঙ্ক প্যাটেলরা। ফলে বৃষ্টি হলে পাকিস্তানের কপালে দুঃখ নাচছে। তাঁদের অপেক্ষা করে থাকতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ডের ম্যাচের ফলাফলের ওপর। সেই ম্যাচে আইরিশদের জয় চাইবে পাকিস্তান।

    আর পাকিস্তান শেষ দুই ম্যাচে কানাডা অথবা আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে হারলেই এবারের মত বিশ্বকাপ খতম হয়ে যাবে বাবর বাহিনীর। আগামী কয়েকদিনই পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করবে। তার আগে পাকিস্তানের আশা যেন বৃষ্টি ভারত ম্যাচে প্রভাব না ফেলে।



  • Jun 09, 2024 20:28 IST
    ফের বৃষ্টি শুরু

    India vs Pakistan Live Score, T20 World Cup: নিউ ইয়র্কে আবার বৃষ্টি শুরু হয়েছে। খেলোয়াড়রা মাঠ থেকে স্টেডিয়ামের ভিতরে চলে গিয়েছেন। বৃষ্টি থামার অপেক্ষা চলছে। এর আগেও বৃষ্টি শুরু হয়েছিল। যার কারণে টস হতে আধঘণ্টা দেরি হয়েছে। তারপর পিচের পরিস্থিতি দেখে পরিদর্শকরা খেলা শুরু করার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন। তারপরই টস হয়।



  • Jun 09, 2024 20:27 IST
    ফের বৃষ্টি শুরু

    India vs Pakistan Live Score, T20 World Cup: নিউ ইয়র্কে আবার বৃষ্টি শুরু হয়েছে। খেলোয়াড়রা মাঠ থেকে স্টেডিয়ামের ভিতরে চলে গিয়েছেন। বৃষ্টি থামার অপেক্ষা চলছে। এর আগেও বৃষ্টি শুরু হয়েছিল। যার কারণে টস হতে আধঘণ্টা দেরি হয়েছে। তারপর পিচের পরিস্থিতি দেখে পরিদর্শকরা খেলা শুরু করার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন। তারপরই টস হয়।



  • Jun 09, 2024 20:18 IST
    দুই দলের প্রথম একাদশ

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভারতের প্ৰথম একাদশ:- রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং

    পাকিস্তানের প্রথম একাদশ:- মহম্মদ রিজওয়ান, বাবর আজম, উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ আমিরর



  • Jun 09, 2024 20:06 IST
    টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

    India vs Pakistan Live Score, T20 World Cup: আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভারত বনাম পাকিস্তান ম্যাচে টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করবে পাকিস্তান। নিউইয়র্কে বৃষ্টির কারণে টস হতে আধা ঘণ্টা দেরি হয়। প্রথম বলটি ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে (জিএমটি বিকেল ৩টা) করা হবে।



  • Jun 09, 2024 19:50 IST
    এলেন ভারতীয় খেলোয়াড়রাও



  • Jun 09, 2024 19:46 IST
    অনেক প্রাক্তন খেলোয়াড়ও ম্যাচ দেখতে এসেছেন



  • Jun 09, 2024 19:45 IST
    থামল বৃষ্টি, টসে বিলম্ব

    India vs Pakistan Live Score, T20 World Cup: অবশেষে স্বস্তি। ঝিরিঝিরি যে বৃষ্টি শুরু হয়েছিল, তাতে ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত বৃষ্টি থেমেছে। ম্যাচ আধিকারিকরা পিচ এবং আউটফিল্ড পরিদর্শন করেছেন। তারপর সময় অনুযায়ী হবে টস।



  • Jun 09, 2024 19:36 IST
    ভারতের বিরুদ্ধে জিততেই হবে, পাকিস্তানকে তাতালেন শোয়েব

    India vs Pakistan Live Score, T20 World Cup: নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পাকিস্তানের খেলোয়াড়দের দেশভক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তাতানোর চেষ্টা করলেন বোলিং মেশিন শোয়েব আখতার। তিনি বলেছেন, 'ব্যক্তিগত সাফল্যের জন্য খেলবেন না। ভক্তরা ব্যক্তিগত সাফল্য মনে রাখেন না। তাঁদের মনে আছে ভারতের বিরুদ্ধে জাভেদ মিয়াঁদাদের শেষ বলে ছক্কার কথা। তাদের মনে আছে ২০০৯ সালের বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি কলকাতায় যে উইকেট নিয়েছিলাম, সেকথা। যদি পাকিস্তান জেতে, তবে ভক্তরা ব্যক্তিগত মাইলফলক মনে রাখবে। আজ, পাকিস্তানের হয়ে খেলুন। পুরো পাকিস্তান আপনাদের দিকে তাকিয়ে আছে।'



  • Jun 09, 2024 19:29 IST
    এই পিচেই চোট পেয়েছেন রোহিত, পিচ খেলার যোগ্য নয়, সরব প্রাক্তনরা

    India vs Pakistan Live Score, T20 World Cup: নিউইয়র্কের নাসাউ পিচ নিয়ে সমালোচনায় মুখর প্রাক্তনরা। এই পিচেই আজ ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পিচে বেশি রান ওঠে না। বাউন্স বেশ অসম। তার জন্যই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

    ঠোঁটকাটা ইরফান পাঠান বলেছেন, 'দেখুন, আমরা অবশ্যই আমেরিকায় ক্রিকেটের প্রচার করতে চাই, কিন্তু এই পিচ খেলোয়াড়দের জন্য নিরাপদ নয়। আমাদের ভারতে যদি এমন একটি পিচ থাকত, তাহলে সেখানে দীর্ঘ সময় ধরে কোনও ম্যাচই খেলা হত না। আমি বলতে চাচ্ছি, আমরা এখানে বিশ্বকাপ নিয়ে কথা বলছি। এটা কোনও দ্বিপাক্ষিক সিরিজও নয়। এমন টুর্নামেন্টে এরকম পিচ কেন?'

    প্রায় এই সুরেই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন টুইট করেছেন, 'যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে বিক্রি করার চেষ্টা ঠিকই আছে। আমরা খেলার পাশাপাশি আমেরিকাকেও ভালোবাসি। কিন্তু, খেলোয়াড়দের নিউইয়র্কে যে নিম্নমানের পিচে খেলতে হবে, মেনে নেওয়া যায় না। আর, আপনারা এখানে বিশ্বকাপ খেলাচ্ছেন!'



  • Jun 09, 2024 19:28 IST
    নাসাউয়ের পিচেই চোট পেয়েছেন রোহিত, পিচ খেলার যোগ্য নয়, সরব প্রাক্তনরা

    India vs Pakistan Live Score, T20 World Cup: নিউইয়র্কের নাসাউ পিচ নিয়ে সমালোচনায় মুখর প্রাক্তনরা। এই পিচেই আজ ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পিচে বেশি রান ওঠে না। বাউন্স বেশ অসম। তার জন্যই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

    ঠোঁটকাটা ইরফান পাঠান বলেছেন, 'দেখুন, আমরা অবশ্যই আমেরিকায় ক্রিকেটের প্রচার করতে চাই, কিন্তু এই পিচ খেলোয়াড়দের জন্য নিরাপদ নয়। আমাদের ভারতে যদি এমন একটি পিচ থাকত, তাহলে সেখানে দীর্ঘ সময় ধরে কোনও ম্যাচই খেলা হত না। আমি বলতে চাচ্ছি, আমরা এখানে বিশ্বকাপ নিয়ে কথা বলছি। এটা কোনও দ্বিপাক্ষিক সিরিজও নয়। এমন টুর্নামেন্টে এরকম পিচ কেন?'

    প্রায় এই সুরেই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন টুইট করেছেন, 'যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে বিক্রি করার চেষ্টা ঠিকই আছে। আমরা খেলার পাশাপাশি আমেরিকাকেও ভালোবাসি। কিন্তু, খেলোয়াড়দের নিউইয়র্কে যে নিম্নমানের পিচে খেলতে হবে, মেনে নেওয়া যায় না। আর, আপনারা এখানে বিশ্বকাপ খেলাচ্ছেন!'



  • Jun 09, 2024 19:27 IST
    ম্যাচের আগে অস্বস্তি, নাসাউয়ে বৃষ্টি!

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভারত বনাম পাকিস্তান মহাযুদ্ধের শুরুটা মোটেই ভাল হল না। সর্বশেষ আপডেট অনুযায়ী নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি শুরু হয়ে গতি বেড়েছে। সকলের আশা এটা যেন এক পশলা বৃষ্টিই হয়ে থাকে। ম্যাচ যেন নির্ধারিত সময়েই শুরু হয়।



  • Jun 09, 2024 19:22 IST
    এই পিচেই চোট পেয়েছেন রোহিত, পিচ খেলার যোগ্য নয়, সরব প্রাক্তনরা

    India vs Pakistan Live Score, T20 World Cup: নিউইয়র্কের নাসাউ পিচ নিয়ে সমালোচনায় মুখর প্রাক্তনরা। এই পিচেই আজ ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পিচে বেশি রান ওঠে না। বাউন্স বেশ অসম। তার জন্যই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

    ঠোঁটকাটা ইরফান পাঠান বলেছেন, 'দেখুন, আমরা অবশ্যই আমেরিকায় ক্রিকেটের প্রচার করতে চাই, কিন্তু এই পিচ খেলোয়াড়দের জন্য নিরাপদ নয়। আমাদের ভারতে যদি এমন একটি পিচ থাকত, তাহলে সেখানে দীর্ঘ সময় ধরে কোনও ম্যাচই খেলা হত না। আমি বলতে চাচ্ছি, আমরা এখানে বিশ্বকাপ নিয়ে কথা বলছি। এটা কোনও দ্বিপাক্ষিক সিরিজও নয়। এমন টুর্নামেন্টে এরকম পিচ কেন?'

    প্রায় এই সুরেই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন টুইট করেছেন, 'যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে বিক্রি করার চেষ্টা ঠিকই আছে। আমরা খেলার পাশাপাশি আমেরিকাকেও ভালোবাসি। কিন্তু, খেলোয়াড়দের নিউইয়র্কে যে নিম্নমানের পিচে খেলতে হবে, মেনে নেওয়া যায় না। আর, আপনারা এখানে বিশ্বকাপ খেলাচ্ছেন!'



  • Jun 09, 2024 18:45 IST
    হারিস রউফের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ

    India vs Pakistan Live Score, T20 World Cup: গত ৬ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হারের পর আরও বড় অভিযোগের নিশানায় পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে এবার অভিযোগ এনেছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার পেসার জুয়ান 'রাস্টি' থেরন। তিনি হারিস রউফের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এনেছেন। এই ব্যাপারে এক্স হ্যান্ডেলে থেরন পোস্ট করেছেন, 'সদ্য পরিবর্তিত বল পাকিস্তান নখ দিয়ে আঁচড়াচ্ছে। আইসিসি তা দেখেও না দেখার ভান করছে। মাত্র ২ ওভার আগে বদলে দেওয়া বলও আঁচড়াচ্ছে। হারিস রউফ তো বলের ওপর নখ দিয়ে কারিকুরি করেই চলেছে।'



  • Jun 09, 2024 18:21 IST
    মোড় ঘোরাবেন তিন তারকা

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভারত বনাম পাকিস্তান মেগা লড়াইয়ে এই তিন তারকা মোড় ঘোরাতে পারেন। দেখে নেওয়া যাক:

    বিরাট কোহলি

    ইন্দো-পাক ম্যাচের সবথেকে বড় আকর্ষণ কে, তা অনুমান করা মোটেও দুরূহ নয়। এমসিজিতে পাকিস্তানের বিপক্ষে কোহলির ৮২ রানের ইনিংস সর্বকালের সেরা টি২০ ইনিংসের মর্যাদা পেয়ে গিয়েছে। তবে শুধু সেই ইনিংস-ই কোহলি বরাবর পাকিস্তানের কাঁটা হয়ে থেকেছেন। পাকিস্তান সামনে থাকলেই জ্বলে ওঠা অভ্যাসে পরিণত করে ফেলেছেন কিং কোহলি।

    বিরাট কোহলি: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ-১০টি| রান: ৪৮৮| স্ট্রাইক রেট: ১২৩.৮৬| গড়: ৮১.৩৩

    জসপ্রীত বুমরা

    বুমরা পাকিস্তানের বিরুদ্ধে সেই অর্থে বেশি ম্যাচ খেলেননি। তবে ব্যাট হাতে কোহলি যদি পাকিস্তানের নাভিশ্বাস তুলে দেন, বল হাতে একই কাজ করেন জসপ্রীত বুমরা। পাকিস্তানের ব্যাটিং খুব একটা ছন্দে নেই। দলের ব্যাটিংয়ের নিউক্লিয়াস অনেকটাই বাবর আজম-মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটির ওপর নির্ভরশীল। তবে বুমরার চতুরতা মাথা নুইয়ে দিতে পারে পাক ব্যাটিংয়ের।

    জসপ্রীত বুমরা: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ- ৩টি| উইকেট: ২| ইকোনমি রেট ৬.২০| গড়: ৩১.০০

    শাহিন আফ্রিদি

    পাকিস্তানের একনম্বর বোলিং অস্ত্রের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ তিনি ধারাবাহিক নন। তিনি যেদিন ছন্দে থাকবেন, প্রতিপক্ষ ব্যাটারদের মাটি ধরিয়ে ছাড়বেন। ২০২১-এই ওয়ার্ল্ড কাপে ভারতীয় ব্যাটিংয়ে তুর্কি নাচন ধরিয়ে দিয়েছিলেন নতুন বল হাতে। পিচ থেকে সামান্যতম সাহায্য পেলেই ভারতীয় ড্রেসিংরুমে টেনশন হাজির করে দিতেই পারেন তিনি।

    শাহিন শাহ আফ্রিদি: ভারতের বিরুদ্ধে ম্যাচ ২| উইকেট: ৩| ইকোনমি রেট: ৮.১৩| গড়: ২১.৬৭



  • Jun 09, 2024 18:00 IST
    যা বলছেন পাক কোচ কার্স্টেন

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভারত নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে জোড়া ম্যাচ খেলে ধাতস্থ হয়ে গিয়েছে, এমনটা মানতে নারাজ পাকিস্তানের প্রোটিয়াজ কোচ গ্যারি । বলে দিয়েছেন, "টি২০-তে খুব দ্রুত অবস্থার পরিবর্তন হয়। একই ভেন্যুতে কোনও দল যদি ২-৩ ম্যাচ খেলে ফেলে, সেটা তাঁদের মোটেও সুবিধার বিষয় হবে বলে মনে করি না।" প্ৰথম একাদশ বাছাই নিয়ে গুরু গ্যারির সংযোজন, "দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আলোচনা করছি। এখনও প্রথম একাদশ চূড়ান্ত নয়। ম্যাচের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা সেরা একাদশ-ই নামাব।"



  • Jun 09, 2024 17:34 IST
    শক্তি বাড়িয়েছে পাক শিবির

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভারতের বিরুদ্ধে মেগা ম্যাচের আগেই শক্তি বাড়িয়ে নিয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ তো বটেই বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও প্ৰথম ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি দলের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। শনিবার পাকিস্তানের হেড কোচ গ্যারি কার্স্টেন ঘোষণা করে দিয়েছেন, ভারত ম্যাচেই খেলবেন ইমাদ।

    ইমাদের অন্তর্ভুক্তি ভরসা জোগাবে পাক শিবিরকে। তাঁর অনুপস্থিতিতে পাক দলের ভারসাম্যই টলে গিয়েছিল। অফ ফর্মে থাকা আজম খানকে খেলাতে বাধ্য হয়েছিল পাকিস্তান। একমাত্র স্পিনার হিসাবে ভরসা ছিলেন শাদাব খান। আজম খান এবং শাদাব খান দুজনেই নিজেদের মেলে ধরতে পারেননি। আজম খান গোল্ডেন ডাক করেছেন। শাদাব খান বল হাতে দলকে ব্রেক থ্রু এনে দিতে পারেননি।

    ইমাদ দলে ঢুকলেই বাইরে বসবেন আজম খান। গোটা কেরিয়ারে জুড়েই অজস্র চোট-আঘাতের মুখে পড়েছেন ইমাদ। বুকের পাঁজরে চোট পাওয়া থেকে হাঁটুতে দীর্ঘকালীন সমস্যা রয়েছে।



  • Jun 09, 2024 17:14 IST
    টিকিট নিয়ে হাহাকার

    India vs Pakistan Live Score, T20 World Cup: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার যে কোনও পর্যায়ের ক্রিকেট যুদ্ধে মুখোমুখি ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচে টিকিটের চাহিদা থাকবে না, তা হয় নাকি! ডলারের পর ডলার উড়ছে। হট কেকের মত বিকোচ্ছে ভারত-পাক ম্যাচের টিকিট। যে কোনও অর্থ খরচেই কার্পণ্য করছেন না যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারত-পাকিস্তান সমর্থকরা।

    সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে রিসেল করার ওয়েবসাইট স্টাটহাব-এ নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের ২৫২ নম্বর সেকশনে ২০ নম্বর রোয়ে এক টিকিটের দাম চাওয়া হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৪০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১.৪৬ কোটি টাকা।

    এই রিসেল ওয়েবসাইটেই আইনসম্মতভাবে নিজের দখলে থাকা কোনও বস্তু রিসেল করা যায়। এমন নয় যে বিক্রেতার দামেই সেই টিকিট বিক্রি হবে। তবে সেই বিক্রেতা যে এই টিকিট এই মূল্যের বিনিময়ে দিতে চান, সেটাই মূল বিষয়।

    ভারত-পাক ম্যাচে টিকিটের চাহিদা আকাশছুঁয়ে ফেলবে এমনটা আগাম আঁচ করেই অনেক স্থানীয় বা প্রবাসী এশিয়ানরা এই ম্যাচের টিকিট কেটেছেন আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তারপরেই সেই টিকিট চড়া দামে তাঁরা রিসেল করছেন শেষ মুহূর্তে টিকিট প্রত্যাশীদের কাছে। কলকাতা সহ গোটা দেশেই যে টিকিট ব্ল্যাকের রমরমা, সেটাই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আইনসম্মতভাবে নতুন মাত্রা পেয়েছে। যার কেন্দ্রবিন্দুতে ক্রিকেটের সেরার সেরা যুদ্ধ ভারত-পাক মহারণ।

    এমনিতে আইসিসির তরফে এই ম্যাচের জন্য টিকিট ছাড়া হয়েছে, তাতে বাউন্ডারি ক্লাব সেকশনের টিকিটের মূল্য ১৫০০ মার্কিন ডলার। ডায়মন্ড ক্লাব সেকশনে বসার জন্য গচ্চা দিতে হবে ১০ হাজার মার্কিন ডলার।

    কর্নার্স ক্লাব এবং কাবানাস সেকশনে টিকিটের দাম যথাক্রমে ২৭৫০ এবং ৩০০০ মার্কিন ডলার। আইসিসি আসলে 'পাবলিক ব্যালট' সিস্টেমে টিকিট বণ্টনের ব্যবস্থা করে। যেখানে নির্দিষ্ট ম্যাচের জন্য আবেদনকারীদের মধ্যে থেকে বাছাইয়ের মাধ্যমে কয়েকজনকে টিকিট দেওয়া হয়। যারা এই ব্যালটের মাধ্যমে টিকিট পেয়েছেন আগে, তারাই রিসেল বিভিন্ন ওয়েবসাইটে সেই টিকিট চড়া দামে বিক্রি করে লাভ কুড়োচ্ছেন মোটা অঙ্কের টাকা। সেই সমস্ত ওয়েবসাইটে ভারত-পাক ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ৭০০ থেকে ১০০০ ডলারের মধ্যে। তবে বিশেষ বিশেষ জোনের টিকিটের মূল্য রাখা হয়েছে লাগামছাড়া। এক কোটির বেশি সেই টিকিট বাদ দিয়েও স্টাবহাব-এর লিস্টিংয়ে রয়েছে ১৮ হাজার ডলারের টিকিট। ডায়মন্ড সেকশনে এক টিকিটের দাম উঠেছে ১৩ হাজার ৪৯৬ মার্কিন ডলার।

    নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৩৪ হাজার। আইসিসি জানিয়েছে, ভারত-পাক ম্যাচে টিকিটের চাহিদা ২০০ গুণ বেড়ে গিয়েছে। ভারত-পাক ম্যাচে যেমন টিকিটের হাহাকার। অন্যদিকে, অন্যান্য ম্যাচ গুলোর জন্য টিকিটের কার্যত চাহিদাই নেই। দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচে এই একই ভেন্যুতে আইসিসির ওয়েবসাইটে টিকিট বিকোচ্ছে মাত্র ১২০ ডলারে (প্রিমিয়াম) এবং ৭০০ ডলারে (প্রিমিয়াম ক্লাব সেকশন)।

    ভারত বনাম ইউএসএ ম্যাচেও টিকিটের দাম যথেষ্ট বেশি। প্রিমিয়াম, প্রিমিয়াম ক্লাব লাউঞ্জ, কাবানাস এবং ডায়মন্ড ক্লাব সেকশনে টিকিটের দাম যথাক্রমে ৩০০, ১০০০, ১৩৫০ এবং ৭৫০০ মার্কিন ডলার।

    ভারত ম্যাচ মানেই আইসিসির ভাঁড়ার উপচে পড়া- আবার-ও প্রমাণ মিলল।



  • Jun 09, 2024 16:49 IST
    কুলদীপ কি জায়গা পাবেন

    India vs Pakistan Live Score, T20 World Cup: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা হয়নি কুলদীপ যাদবের। বদলে নেওয়া হয় অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। সিম নির্ভর পিচে ভারতের একনম্বর স্পিনারের বাইরে থাকা সেভাবে ফ্যাক্টর হয়নি। রবিবার পাকিস্তান ম্যাচেও সম্ভবত বাইরে থাকবেন ভারতের চায়নাম্যান বোলার। ওয়ানডে কয়েক মাস আগে নাভিশ্বাস তুলে দিয়েছিলেন কুলদীপ। তিনি সম্ভবত এবার পাকিস্তানকে জব্দ করার সুযোগ পাবেন না।



  • Jun 09, 2024 16:25 IST
    সাম্প্রতিক ফর্ম

    India vs Pakistan Live Score, T20 World Cup: নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে রোমহর্ষক ম্যাচে রবিবার নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। চলতি সপ্তাহের শুরুর দিকেই অপ্রত্যাশিতভাবে ইউএসএ-র কাছে হেরে বসেছে পাকিস্তান। সেই হারের রেশ নিয়ে বাবর আজমরা খেলতে নামছেন ভারতের বিপক্ষে। ভারত আবার একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে।



  • Jun 09, 2024 16:08 IST
    ভারত সম্ভাব্য প্ৰথম একাদশ

    India vs Pakistan Live Score, T20 World Cup: রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং



  • Jun 09, 2024 16:06 IST
    পাকিস্তান সম্ভাব্য প্ৰথম একাদশ

    India vs Pakistan Live Score, T20 World Cup: মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (ক্যাপ্টেন), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, মহম্মদ আমির, নাসিম শাহ



  • Jun 09, 2024 16:05 IST
    যে ভারতীয় ক্রিকেটারের দিকে নজর থাকবে:

    India vs Pakistan Live Score, T20 World Cup: রোহিত শর্মা প্ৰথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন। কঠিন উইকেটে বাউন্ডারি হাঁকিয়েছেন অবলীলায়। কোনও ইম্প্রোভাইজ না করেও কপি বুক শট খেলে আইরিশ বোলারদের ব্যাটিংয়ের পাঠ দিয়েছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষেও হিটম্যান যদি এই মেজাজে খেলতে থাকেন, তাহলে নির্ঘাত দুর্দশা রয়েছে আমের-শাহিনদের।



  • Jun 09, 2024 16:04 IST
    যে পাকিস্তানি তারকার দিকে নজর থাকবে

    India vs Pakistan Live Score, T20 World Cup: ইউএসএ-র বিপক্ষে আমেরের ডেথ ওভারের বোলিং ম্যাচে রেখেছিল পাকিস্তানকে। চার বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। নিজেকে চেনাতে উদগ্রীব থাকবেন তারকা পেসার। ভারতের বিপক্ষে তাঁর রেকর্ড বরাবর-ই ভালো।



  • Jun 09, 2024 16:03 IST
    পাকিস্তান স্কোয়াড

    India vs Pakistan Live Score, T20 World Cup: বাবর আজম (ক্যাপ্টেন), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, ইফতিখার আহমেদ, আজম খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, উসমান খান, আবরার আহমেদ



  • Jun 09, 2024 16:03 IST
    ভারতীয় স্কোয়াড

    India vs Pakistan Live Score, T20 World Cup: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন যুজবেন্দ্র চাহাল



  • Jun 09, 2024 16:02 IST
    হেড টু হেড সাক্ষাৎ

    India vs Pakistan Live Score, T20 World Cup: এই দ্বৈরথ বিশ্বকাপের মত মঞ্চে অনেকটাই একপেশে। ওয়ানডে বিশ্বকাপে ভারতকে কখনই হারাতে পারেনি পাকিস্তান। টি২০ বিশ্বকাপে ভারতকে মাত্র এর আগে মাত্র একবার পরাস্ত করতে পেরেছে। ৭ বারের মুখোমুখি দ্বৈরথে ভারত ছয়টিতেই জয় পেয়েছে।

    টি২০ ফরম্যাটে মোট ম্যাচ: ১২টি, ভারত জিতেছে ৮টিতে, পাকিস্তানের জয় ৩টিতে। টাই হয়েছে ১টিতে (ভারত যে ম্যাচে বোল আউটে জয়লাভ করে)।



  • Jun 09, 2024 15:59 IST
    আবহাওয়া আপডেট

    India vs Pakistan Live Score, T20 World Cup: উত্তেজক ম্যাচে আবহাওয়া কিন্তু ঝামেলা করতে পারে। আকুওয়েদারের রিপোর্ট বলছে, রোদ ঝলমলে আবহাওয়ার সঙ্গেই মাঝে মধ্যেই আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা ১৭-২৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে ঝিরঝির বৃষ্টির পুরোদস্তুর সম্ভবনা রয়েছে। এর আগেও চলতি বিশ্বকাপে বৃষ্টির খেলায় ব্যাঘাত ঘটিয়েছে। বিশ্বকাপ শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ যেমন বাতিল হয়েছিল, তেমন ৫ জুন ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে।



  • Jun 09, 2024 15:57 IST
    ফোকাসে পিচ

    India vs Pakistan Live Score, T20 World Cup: পিচ বিতর্কে জেরবার আইসিসি। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের জোড়া ম্যাচ অনেক প্রশ্নচিহ্ন এনে দিয়েছিল। শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর যে আলোচনা শুরু হয়েছিল, তা ভয়ঙ্কর গতি পায় ভারত-আয়ারল্যান্ড ম্যাচের পরে। অসমান বাউন্স ভরা পিচে দুই দলের একাধিক ক্রিকেটার অল্পবিস্তর আহত হন। হ্যারি ট্যাক্টর থেকে রোহিত শর্মা-ঋষভ পন্থের শরীরে একাধিক বল আছড়ে পড়েছিল।

    দুনিয়া জুড়ে আলোচনা হওয়ার পর শেষমেষ আইসিসি বিবৃতি দিতে বাধ্য হয়, ভারত-পাক ম্যাচের আগেই যতটা সম্ভব পিচ পরিচর্যা করা হচ্ছে। তবে বিতর্ক সেখানেই থামার ইঙ্গিত নেই।

    পাকিস্তান ম্যাচের ঠিক একদিন আগে নিউ ইয়র্কের ক্যান্টিগ পার্কে অনুশীলনে নেমে আহত হতে হয়েছে রোহিত শর্মাকেও। এমনিতে আয়ারল্যান্ড ম্যাচে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন কনুইয়ে বলের আঘাত লেগে। সেই ব্যথা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। এর মধ্যেই অনুশীলনের চোট ভারতীয় শিবিরে রীতিমত উদ্বেগের প্রহর হাজির করেছিল পাক ম্যাচের ২৪ ঘন্টা আগে। শনিবার নেট অনুশীলনে ব্যাট করার সময় থ্রো ডাউন স্পেশ্যালিস্ট নুয়ানের বল সরাসরি আছড়ে পড়ল রোহিতের আঙুলে। সঙ্গেসঙ্গেই ফিজিওর তত্ত্বাবধানে রোহিতের অবস্থা পর্যালোচনা করা হয়। এরপরে কিছুক্ষণ অন্যপ্রান্ত থেকে ব্যাটিং চালিয়ে গেলেও বেশিক্ষণ খেলতে পারেননি।

    এরপরেই রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠে ভারতীয় শিবির। জানা গিয়েছে, পিচ নিয়ে বেসরকারিভাবে আইসিসির কাছে অভিযোগও জমা করেছে ভারত। দৈনিক জাগরণ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্যান্টিগ পার্কে একই সমস্যায় পড়েছিলেন বিরাটের মত টেকনিক-সর্বস্ব ক্রিকেটারও। তবে তিনি চোটের শিকার হননি। সবমিলিয়ে চোটের আতঙ্কে ভারত যে রীতিমতো ফুঁসছে, তা বলাই বাহুল্য।

    এর আগে আইসিসি নিজেদের বিবৃতিতে বলেছিল, "নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে পিচ যতটা স্বাভাবিক আচরণ করবে বলে ভাবা হয়েছিল আইসিসির তরফে, তা হয়নি। গতকাল ম্যাচ শেষের পরেই বিশ্বখ্যাত গ্রাউন্ডস টিম কঠোর পরিশ্রম করে চলেছে। বাকি ম্যাহগুলোয় যাতে সেরা সারফেসে খেলা হয়, সেটার একান্ত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।"

    নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ড্রপ ইন পিচ ব্যবহার করা হচ্ছে। যে পিচ ভেন্যুর স্বাভাবিক পিচ নয়। অন্যত্র পিচ তৈরি করার পর কৃত্রিমভাবে তা মাঠের সঙ্গে জুড়ে দেওয়া হয়।



  • Jun 09, 2024 15:55 IST
    লাইভে স্বাগত

    India vs Pakistan Live Score, T20 World Cup: ভারত বনাম পাকিস্তানের মহারণ এবার নিউ ইয়র্কে। স্বাগত লাইভ আপডেটস-এ। প্ৰথম বার মার্কিন মুলুকে ক্রিকেটের এল ক্ল্যাসিকোর আসর বসছে। গোটা দুনিয়া তাকিয়ে এই মেগা লড়াইয়ের দিকে। ফেভারিট ভারত-ই। তবে পাকিস্তান প্ৰথম ম্যাচ হেরে যাওয়ায় কার্যত খোঁচা খাওয়া বাঘ। এমন ম্যাচে সাম্প্রতিক ফর্ম, পরিসংখ্যান কোনও কিছুই আদতে বিচার্য হয় না।



pakistan Cricket World Cup ICC Cricket World Cup Pakistan Cricket Indian Cricket Team Indian Team T20 World Cup Pakistan Cricket Team
Advertisment