Advertisment

India vs South Africa Highlights, ICC T20 World Cup 2024 Final: কাটল ১১ বছরের খরা, অপরাজিত থেকে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারত

IND vs SA Final Highlights: ভারত টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভার ৭ উইকেটে তুলেছে ১৭৬ রান। কোহলি একাই করেছেন ৭৬ রান। ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারাল।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs SA Live Score, T20 World Cup 2024 Final: Latest India vs South Africa Live Updates

IND vs SA Live Score, T20 World Cup 2024 Final: Latest India vs South Africa Live Updates: বার্বাডোজের ফাইনাল ম্যাচের মহারণে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা (গ্রাফিক্স প্রত্যূষ রায়)

India vs South Africa Highlights: ভারতের ১৭৬ রান টপকানোর লক্ষ্যমাত্রা নিয়ে টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার পথচলাটা ১৬৯ রানে থেমে গেল। তার জেরে ভারতের ১১ বছর পর আইসিসি ট্রফি খরা কাটল। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে এবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত।

Advertisment

শনিবার ইনিংসের শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের হয়ে ওপেন করতে নেমেছিলেন রেজা হেন্ড্রিক্স ও উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। প্রথম ওভারে আরশদীপ ৫ রান দেন। দ্বিতীয় ওভার করতে এসেই দক্ষিণ আফ্রিকার শিবিরে বুমরাহ আঘাত করেন। বুমরাহর বলে বোল্ড হয়ে ৫ বলে ৪ রান করে ফিরে যান হেন্ড্রিক্স। তাঁর পরে মাঠে নামেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু, আরশদীপ তাঁকে ফিরিয়ে দেন। ১টি চার-সহ ৫ বলে ৪ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মার্করাম।

কুইন্টন ডি কক-কে ফেরান আরশদীপ সিং। তিনি ৩১ বলে ৩৯ রান করেন। ৪টি চার এবং ১টি ছয় মেরেছেন। এর আগে ককের সঙ্গে পার্টনারশিপে দক্ষিণ আফ্রিকার গতি অব্যাহত রেখেছিলেন হেনরিখ ক্লাসেন। ক্লাসেনের আগে এই দায়িত্বে ছিলেন স্টাবস। ২১ বলে ৩১ রান করেছেন ট্রিস্টান স্টাবস। মেরেছেন ৩টে চার ও ১টি ছয়। তাঁকে বোল্ড করেন অক্ষর প্যাটেল। হার্দিকের বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়েন হেনরিখ ক্লাসেন। ক্লাসেন ২টো চার ও ৫টা ছয় সহযোগে ২৬ বলে ৫২ রান করেছেন। এরপর মার্কো জানসেনকে ২ রানে বোল্ড করে ফিরিয়ে দেন বুমরাহ। হার্দিক পান্ডিয়ার বলে কাগিসো রাবাদা ১টি চার সহযোগে তিন বলে চার রান করার পর সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ২০ ওভার ৮ উইকেটে তোলে ১৬৯ রান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান তোলে ভারত। তার মধ্যে বিরাট কোহলি একাই করেন ৭৬ রান।গোটা টুর্নামেন্টে ঘারাবাহিকভাবে ব্যর্থ কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি শনিবার বার্বাডোসে টি-২০ বিশ্বকাপের ফাইনালে জ্বলে ওঠেন। মধ্যে কয়েকটা বল নষ্ট করলেও রীতিমতো ধরে খেলে অর্ধশতক পূর্ণ করতেই তিনি ফেরেন চেনা ছন্দে। ৬টি চার এবং ২টি ছয় মেরে ৫৯ বলে ৭৬ রান করেন। শেষে মার্কো জানসেনের বলে কাগিসো রাবাদার হাতে ধরা পড়েন কোহলি। যার জেরে ভারতের ৫ম উইকেটের পতন হয়। অক্ষর প্যাটেলও দুর্দান্ত খেলেছেন। ১টি চার আর ৪টি ছয় সহযোগে ৩১ বলে ৪৭ রানও করেন। কিন্তু, অর্ধশতকের মুখে কুইন্টন ডি কক রান আউট করে দেন অক্ষর প্যাটেলকে। শিবম দুবে ৩টি চার ও ১টি ছয় সহযোগে ১৬ বলে ২৭ রান করেছেন। এছা়ড়া ভারতের বাকিরা দুই অঙ্কের ঘরে প্রবেশ করেনি।

সেমিফাইনালের দুর্দান্ত ইনিংসের পুনরাবৃত্তি হল না। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের বলে ব্যক্তিগত ৯ রানে হেনরিখ ক্লাসেনের হাতে ধরা পড়লেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ওভারেই দলের ২৩ রানের মাথায় উইকেট হারাল ভারত। ঋষভ পন্থকেও শূন্য রানে ফিরিয়ে দেন কেশব মহারাজ। দুই ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন কেশব মহারাজ। কাগিসো রাবাদার বলে মাত্র ৩ রান করে ফিরে যান সূর্যকুমার যাদব। অ্যানরিচ নর্টজে ২ বলে ২ রান করা রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে দেন। জাদেজার ক্য়াচ ধরেন কেশব মহারাজ। শিবম দুবের উইকেটও নর্টজেই নিয়েছেন। দুবের ক্যাচ ধরেন ডেভিড মিলার। হার্দিক পান্ডিয়া অপরাজিত থেকে যান।

শনিবার বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের ওপেন করেছেন মার্কো জানসেন। শেষলগ্নে দক্ষিণ আফ্রিকার কফিনে পেরেক পুঁতে ডেভিড মিলারকে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। মিলার ১টি চার ও ১টি ছয় সহযোগে ১৭ বলে ২১ রান করার পর সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি

ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ

এই আইসিসি ইভেন্টে ১১ বছরের ট্রফি খরা কাটানোর লক্ষ্য নিয়ে নেমেছিল ভারত। আর দক্ষিণ আফ্রিকার সামনে প্ৰথমবার কোনও আইসিসি ইভেন্ট জয়ের সুযোগ ছিল। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে অপরাজিত থেকে ভারত গ্রুপ পর্ব এবং সুপার-৮ পর্ব অতিক্রম করে। হারায় পাকিস্তান, অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠিন পিচ হোক বা ক্যারিবিয়ান স্লো সারফেস কোনও কিছুই ভারতকে ফাইনালে ওঠা থেকে আটকে রাখতে পারেনি। সেমিফাইনালে হারায় গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এবার ফাইনালে হারাল দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা বারবার কঠিন সিচুয়েশনে পড়লেও আতঙ্কগ্রস্থ হয়নি। নকআউট পর্বে বারংবার ব্যর্থতার ভূত তাড়িয়েই প্রোটিয়ারা উঠেছিল ফাইনালে।

২০০৭-এ ভারতের শেষবার টি২০ বিশ্বকাপ জয়ী দলের একমাত্র সক্রিয় সদস্য রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক আইডেন মার্করাম আবার সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন গোটা বিশ্বকাপ জুড়ে। গ্রুপ পর্বে নেপাল এবং বাংলাদেশের বিরুদ্ধে কঠিন অবস্থা থেকেও দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছিল স্নায়ুর চাপ নিয়ন্ত্রণে রেখে।

  • Jun 29, 2024 23:39 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ক্লাসেনকে ফেরালেন হার্দিক

    হার্দিকের বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়লেন হেনরিখ ক্লাসেন। যার ফলে, সংকটজনক পরিস্থিতিতে বড় সাফল্য পেল ভারত। ক্লাসেন ২৬ বলে ৫২ রান করেছেন। ২টো চার ও ৫টা ছয় মেরেছেন। এরপর মার্কো জানসেনকে ২ রানে বোল্ড করে ফিরিয়ে দেন বুমরাহ। শেষলগ্নে দক্ষিণ আফ্রিকার কফিনে পেরেক পুঁতে ডেভিড মিলারকে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। মিলার ১টি চার ও ১টি ছয় সহযোগে ১৭ বলে ২১ রান করার পর সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন।



  • Jun 29, 2024 23:37 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারত

    কাটল ১১ বছরের খরা, অপরাজিত থেকে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। ভারত টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভার ৭ উইকেটে তুলেছিল ১৭৬ রান। কোহলি একাই করেছেন ৭৬ রান। ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারাল।



  • Jun 29, 2024 23:23 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ক্লাসেনকে ফেরালেন হার্দিক

    হার্দিকের বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়লেন হেনরিখ ক্লাসেন। যার ফলে, সংকটজনক পরিস্থিতিতে বড় সাফল্য পেল ভারত। যদিও ক্রিজে এখনও আছেন ডেভিড মিলার। ক্লাসেন ২৬ বলে ৫২ রান করেছেন। মিলার ৯ বলে ১৫। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ২৪ বলে ২৬ রান প্রয়োজন। ক্লাসেন ২টো চার ও ৫টা ছয় মেরেছেন। ক্লাসেনের তাণ্ডবে ভারতীয় বোলাররা অস্থির হয়ে পড়েছিলেন। দক্ষিণ আফ্রিকা ১৬ ওভার ৫ উইকেটে ১৫১।



  • Jun 29, 2024 23:15 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: কুলদীপ, অক্ষরকে বেধড়ক মার

    দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের হাতে বেধড়ক মার খেলেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। কুলদীপ গোটা টুর্নামেন্টে ভালো খেললেও এই ম্যাচে ৪ ওভারে ৪৫ রান দিয়েছেন। তিনি একটাও উইকেট পাননি। আর, অক্ষর প্যাটেল ৪ ওভারে ৪৯ রান দিয়েছেন। আর, কেবলমাত্র ট্রিস্টান স্টাবসের উইকেট পেয়েছেন। অলরাউন্ডার অক্ষর অবশ্য ব্যাটিংয়ে ফাইনালের দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন। তিনি ১টি চার আর ৪টি ছয় সহযোগে ৩১ বলে ৪৭ রান করেন।



  • Jun 29, 2024 23:07 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ক্লাসেনকে ফেরালেন হার্দিক

    হার্দিকের বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়লেন হেনরিখ ক্লাসেন। যার ফলে, সংকটজনক পরিস্থিতিতে বড় সাফল্য পেল ভারত। যদিও ক্রিজে এখনও আছেন ডেভিড মিলার। ক্লাসেন ২৬ বলে ৫২ রান করেছেন। মিলার ৯ বলে ১৫। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ২৪ বলে ২৬ রান প্রয়োজন। ক্লাসেল ২টো চার ও ৫টা ছয় মেরেছেন। ক্লাসেনের তাণ্ডবে ভারতীয় বোলাররা অস্থির হয়ে পড়েছিলেন। দক্ষিণ আফ্রিকা ১৬ ওভার ৫ উইকেটে ১৫১।



  • Jun 29, 2024 23:06 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ক্লাসেনকে ফেরালেন হার্দিক

    হার্দিকের বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়লেন হেনরিখ ক্লাসেন। যার ফলে, সংকটজনক পরিস্থিতিতে বড় সাফল্য পেল ভারত। ক্লাসেন ২৬ বলে ৫২ রান করেছেন। ২টো চার ও ৫টা ছয় মেরেছেন। এরপর মার্কো জানসেনকে ২ রানে বোল্ড করে ফিরিয়ে দেন বুমরাহ। শেষলগ্নে দক্ষিণ আফ্রিকার কফিনে পেরেক পুঁতে ডেভিড মিলারকে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। মিলার ১টি চার ও ১টি ছয় সহযোগে ১৭ বলে ২১ রান করার পর সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন।



  • Jun 29, 2024 23:03 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: জয়ের আরও কাছে দক্ষিণ আফ্রিকা

    ক্রিজে আছেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। ক্লাসেন ২৬ বলে ৫২ রান করেছেন। মিলার ৯ বলে ১৫। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ২৪ বলে ২৬ রান প্রয়োজন। ক্লাসেল ২টো চার ও ৫টা ছয় মেরেছেন। ক্লাসেনের তাণ্ডবে ভারতীয় বোলাররা অস্থির।



  • Jun 29, 2024 22:52 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: দক্ষিণ আফ্রিকার ৪র্থ উইকেটের পতন

    কুইন্টন ডি কক-কে ফেরালেন আরশদীপ সিং। তিনি ৩১ বলে ৩৯ রান করেন। ৪টি চার এবং ১টি ছয় মেরেছেন। এর আগে ককের সঙ্গে পার্টনারশিপে দক্ষিণ আফ্রিকার গতি অব্যাহত রেখেছিলেন হেনরিখ ক্লাসেন। তাঁর আগে এই দায়িত্বে ছিলেন স্টাবস। ২১ বলে ৩১ রান করেছেন ট্রিস্টান স্টাবস। মেরেছেন ৩টে চার ও ১টি ছয়। তাঁকে বোল্ড করেন অক্ষর প্যাটেল।



  • Jun 29, 2024 22:05 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: বুমরার পরে আঘাত আরশদীপের

    দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নেমেছিলেন রেজা হেন্ড্রিক্স ও উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। প্রথম ওভারে আরশদীপ ৫ রান দেন। দ্বিতীয় ওভার করতে এসেই দক্ষিণ আফ্রিকার শিবিরে বুমরা আঘাত করেন। বুমরার বলে বোল্ড হয়ে ৫ বলে ৪ রান করে ফিরে যান হেন্ড্রিক্স। তাঁর পরে মাঠে নামেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু, এবার আরশদীপ তাঁকে ফিরিয়ে দেন। ১টি চার-সহ ৫ বলে ৪ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মার্করাম। ক্রিজে ককে সঙ্গ দিতে নেমেছেন ট্রিস্টান স্টাবস।



  • Jun 29, 2024 21:59 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: বোলিংয়ের সূচনা আরশদীপের হাতে, প্রথম আঘাত বুমরার

    দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নেমেছেন রেজা হেন্ড্রিক্স ও উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। প্রথম ওভারে আরশদীপ ৫ রান দিলেন। দ্বিতীয় ওভার করতে এসেই দক্ষিণ আফ্রিকার শিবিরে বুমরার আঘাত। ৫ বলে ৪ রান করে ফিরে গেলেন বুমরার বলে বোল্ড হলেন হেন্ড্রিক্স। তাঁর পরে মাঠে নেমেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।



  • Jun 29, 2024 21:50 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ভারত তুলল ১৭৬

    গোটা টুর্নামেন্টে ঘারাবাহিকভাবে ব্যর্থ কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি শনিবার বার্বাডোসে টি-২০ বিশ্বকাপের ফাইনালে জ্বলে ওঠেন। মধ্যে কয়েকটা বল নষ্ট করলেও রীতিমতো ধরে খেলে অর্ধশতক পূর্ণ করতেই তিনি ফেরেন চেনা ছন্দে। ৬টি চার এবং ২টি ছয় মেরে ৫৯ বলে ৭৬ রান করেন। শেষে মার্কো জানসেনের বলে কাগিসো রাবাদার হাতে ধরা পড়েন কোহলি। যার জেরে ভারতের ৫ম উইকেটের পতন হয়। অক্ষর প্যাটেলও দুর্দান্ত খেলেছেন। ১টি চার আর ৪টি ছয় সহযোগে ৩১ বলে ৪৭ রানও করেন। কিন্তু, অর্ধশতকের মুখে কুইন্টন ডি কক রান আউট করে দেন অক্ষর প্যাটেলকে। শিবম দুবে ৩টি চার ও ১টি ছয় সহযোগে ১৬ বলে ২৭ রান করেছেন। এছা়ড়া ভারতের বাকিরা দুই অঙ্কের ঘরে প্রবেশ করেনি।



  • Jun 29, 2024 21:36 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: প্যাভিলয়নে ফিরলেন কোহলি

    গোটা টুর্নামেন্টে ঘারাবাহিকভাবে ব্যর্থ কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি শনিবার বার্বাডোসে টি-২০ বিশ্বকাপের ফাইনালে জ্বলে উঠলেন। রীতিমতো ধরে খেলে অর্ধশতক পূর্ণ করতেই জ্বলে উঠলেন বিরাট। ৬টি চার এবং ২টি ছয় মেরে ৫৯ বলে তিনি ৭৬ রান করেন। শেষে মার্কো জানসেনের বলে কাগিসো রাবাদার হাতে ধরা পড়েন কোহলি। যার জেরে ভারতের ৫ম উইকেটের পতন হয়।



  • Jun 29, 2024 21:27 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: অর্ধশতক পেরোতেই হাত খুললেন বিরট

    গোটা টুর্নামেন্টে ঘারাবাহিকভাবে ব্যর্থ। কিন্তু, ওস্তাদের মার শেষ রাতে। কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিও শনিবার বার্বাডোসে টি-২০ বিশ্বকাপের ফাইনালে জ্বলে উঠলেন। রীতিমতো ধরে খেলে অর্ধশতক পূর্ণ করতেই জ্বলে উঠলেন বিরাট। ৫টা চার এবং ১টা ছয় মেরে ৫২ বলে ৬৩ রান করলেন। যার জেরে ১৮ ওভার ৪ উইকেটে ভারত পৌঁছে গেল ১৫১ রানে।



  • Jun 29, 2024 21:23 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: অর্ধশতক পেরোতেই হাত খুললেন বিরট

    গোটা টুর্নামেন্টে ঘারাবাহিকভাবে ব্যর্থ। কিন্তু, ওস্তাদের মার শেষ রাতে। কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিও শনিবার বার্বাডোসে টি-২০ বিশ্বকাপের ফাইনালে জ্বলে উঠলেন। রীতিমতো ধরে খেলে অর্ধশতক পূর্ণ করতেই জ্বলে উঠলেন বিরাট। ৫টা চার এবং ১টা ছয় মেরে ৫২ বলে ৬৩ রান করলেন। যার জেরে ১৮ ওভার ৪ উইকেটে ভারত পৌঁছে গেল ১৫১ রানে।



  • Jun 29, 2024 21:08 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: অর্ধশতকের মুখে রান আউট অক্ষর

    দুর্দান্ত খেলছিলেন। ভারতের তিন উইকেট চলে যাওয়ার পর কোহলির সঙ্গে তিনিই কাঁধ বাড়িয়ে দিয়েছিলেন। ১টি চার আর ৪টি ছয় সহযোগে ৩১ বলে ৪৭ রানও করেন। কিন্তু, অর্ধশতকের মুখে কুইন্টন ডি কক রান আউট করে দিলেন অক্ষর প্যাটেলকে। যার ফলে ভারতের স্কোর ১৪ ওভারের (১৩.৩) মাথায় ১০৬/৪।



  • Jun 29, 2024 20:41 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ক্রিজে যুগলবন্দি কোহলি-অক্ষরের

    গোটা টুর্নামেন্টে ঘারাবাহিকভাবে ব্যর্থ। কিন্তু, ওস্তাদের মার শেষ রাতে। কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিও শনিবার বার্বাডোসে টি-২০ বিশ্বকাপের ফাইনালে জ্বলে উঠলেন। মাত্র ৩৪ রানে তিন উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছে, তখনও ইনিংসের শুরু থেকে যেমন, সেভাবেই ধুমধাড়াক্কা ব্যাটিং করে যাচ্ছেন বিরাট কোহলি। ২৭ বলে ৩২ রান করেছেন। যার মধ্যে আছে ৪টি চার। আর, তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে যাচ্ছেন অক্ষর প্যাটেল। ১টা চার ও ২টো ছয় সহযোগে অক্ষরের রান আপাতত ২০ বলে ২৬।



  • Jun 29, 2024 20:28 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: সূর্যকুমারকে ফেরালেন রাবাদা

    মাত্র ৩৪ রানে তিন উইকেট হারাল ভারত। পাঁচ ওভারের মাথায় সূর্যকুমার যাদবকে ব্যক্তিগত ৩ রানে ফিরিয়ে দিলেন কাগিসো রাবাদা। শুরুতেই প্রথম তিন উইকেট চলে যাওয়ায় রীতিমতো চাপে ভারত। রাবাদার বলে সূর্যকুমারের ক্যাচ ধরেছেন হেনরিখ ক্লাসেন।



  • Jun 29, 2024 20:17 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: রোহিত, পন্থকে হারাল ভারত

    সেমিফাইনালের দুর্দান্ত ইনিংসের পুনরাবৃত্তি হল না। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের বলে ব্যক্তিগত ৯ রানে হেনরিখ ক্লাসেনের হাতে ধরা পড়লেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ওভারেই দলের ২৩ রানের মাথায় উইকেট হারাল ভারত। ঋষভ পন্থকেও শূন্য রানে ফিরিয়ে দেন কেশব মহারাজ।



  • Jun 29, 2024 20:14 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: রোহিত, পন্থকে হারাল ভারত

    সেমিফাইনালের দুর্দান্ত ইনিংসের পুনরাবৃত্তি হল না। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের বলে ব্যক্তিগত ৯ রানে হেনরিখ ক্লাসেনের হাতে ধরা পড়লেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ওভারেই দলের ২৩ রানের মাথায় উইকেট হারাল ভারত। ঋষভ পন্থকেও শূন্য রানে ফিরিয়ে দেন কেশব মহারাজ।



  • Jun 29, 2024 20:06 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: শুরুতেই ধুমধাড়াক্কা কোহলির

    সংগীত পরিবেশনের পর রৌদ্রজ্জ্বল পরিবেশে শুরু হয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপ ফাইনাল। মাঠে বিপুল সংখ্যক ভারতীয় দর্শক ভিড় করেছেন। ভারতের হয়ে ওপেন করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং ওপেন করেছেন মার্কো জানসেন। ৩টে চার মেরে ৫ বলে এখনও পর্যন্ত ১৪ রান করেছেন বিরাট কোহলি।



  • Jun 29, 2024 19:53 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ভারতীয় একাদশ

    রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ



  • Jun 29, 2024 19:52 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: পিচ রিপোর্ট

    নাসের হোসেন পিচসাইডে। তিনি বলে দিলেন যে বৃষ্টির সম্ভাবনা ৩০ শতাংশ। তবে আশা থাকবে, এটি ম্যাচ থেকে দূরেই থাকবে। ফাইনালের জন্য ব্যবহার করা হবে সেন্ট্রাল পিচ। নাসের হুসেন আরও যোগ করেন পিচের দুই পাশের বাউন্ডারির দৈর্ঘ্য ৫৬ এবং ৭১ মিটার। ইয়ান বিশপ বলেছেন যে পিচ ব্যাপকভাবে রোলিং করা হয়েছে, সতেজ ঘাস নেই পিচে। পিচ বেশ শক্ত। তাঁর মতামত, ওয়েস্ট ইন্ডিজের অন্য যেকোনও ভেন্যুর থেকে এই ভেন্যুতে সিমাররা বেশি উইকেট পেয়ে থাকে প্রথাগতভাবে।



  • Jun 29, 2024 19:52 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: দক্ষিণ আফ্রিকা একাদশ

    কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি



  • Jun 29, 2024 19:47 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: টস করতে এসে এইডেন মার্করাম যা বললেন

    টস জিতলে, আমরাই আগে ব্যাট নিতাম। পিচ বেশ শুকনো। অনেক সময়ই আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। কিন্তু, এখানে আমরা বেশ কয়েকটা ভালো ম্যাচ জিতেছি। সেই আত্মবিশ্বাস থেকে বলছি, নিখুঁত হওয়া সম্ভব নয়। কিন্তু, আমরা যতটা সম্ভব নিখুঁতই হতে চাই। আমাদের ওপর একেবারেই কোনও চাপ নেই। আমরা কোনওদিনই টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠিনি। এই ম্যাচটা আমরা শুধু উপভোগ করতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই।



  • Jun 29, 2024 19:42 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: টস করতে এসে রোহিত শর্মা যা বললেন

    আমরা প্রথমে ব্যাট করতে যাচ্ছি। বেশ ভালো পিচ। আমরা এখানে একটা ভালো খেলা উপহার দিতে এসেছি। এইসময় শান্তভাবে ভালো খেলাটা জরুরি। দক্ষিণ আফ্রিকাও ভালো খেলছে। এরকম একটা ভালো দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি ভালো মানের দলের মধ্যে সত্যিই একটি ভাল খেলা হতে যাচ্ছে।



  • Jun 29, 2024 19:35 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার দেরি

    মিডিয়া রিপোর্ট অনুসারে, 'বার্বাডোসের গ্রান্টলি অ্যাডামস বিমানবন্দরে বিমানের অবতরণে সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকা দল, ক্রিকেটারদের পরিবারের পরিবারের সদস্যরা, ধারাভাষ্যকার, ম্যাচ আধিকারিক এবং আইসিসি আধিকারিকরা ত্রিনিদাদ বিমানবন্দরে আটকা পড়েন। কারণ, বার্বাডোস বিমানবন্দরে সিভিল এভিয়েশন অথরিটি এবং বার্বাডোস পুলিশ সার্ভিস পরিদর্শন করছিল। সেই জন্য বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল।'



  • Jun 29, 2024 18:47 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ইতিহাসের দোরগোড়ায় ক্যাপ্টেন রোহিত

    জোড়া প্রতিশোধের বৃত্ত সম্পন্ন হয়েছে। আন্টিগা থেকে গায়ানায় ভারত দুই নম্বর প্রতিশোধ নিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে। গত বিশ্বকাপের ফাইনালে যাঁদের কাছে হারতে হয়েছিল সেই অজিদের চূর্ণ করা হয়েছিল সুপার-৮'এই। এবার ২০২২-এর সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হওয়া সেই ইংরেজদের বিধ্বস্ত করেছে টিম ইন্ডিয়া। ১০ উইকেটে হার হজম করার পাল্টা ভারত দিয়েছে ৬৮ রানের একপেশে জয়ে।

    আর সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে গেলেন রোহিত শর্মা। প্ৰথমে ব্যাট হাতে লো স্কিডিং সারফেসে তুখোড় হাফসেঞ্চুরি হাঁকিয়ে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে যেতে সাহায্য করলেন। তারপর কুশলী ফিল্ডিং, বোলিং পরিবর্তন করে ইংল্যান্ডকে বশ করলেন।

    চলতি বিশ্বকাপে ভারতের হয় সর্বোচ্চ রান স্কোরার রোহিতই (৭ ম্যাচে ২২৮ রান)। কোহলি যখন কেরিয়ারের নতুন খাদে পড়ে গিয়েছেন। সেখানে রোহিত সম্ভবত জীবনের শেষ বিশ্বকাপ রাঙিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী ৯২-এর পর সেমিতে ইংল্যান্ড ম্যাচেও রোহিতের ব্যাট থেকে বেরোল ৫৩ রানের ঝকঝকে ইনিংস।

    ২০২১-এ কোহলিকে সরিয়ে রোহিতের হাতে টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়। তারপর ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। দু-বারই অজি প্রাচীরে ধাক্কা খেয়েছে রোহিতের নেতা হিসেবে আইসিসির ট্রফি জয়ের স্বপ্ন। এবার শেষ সুযোগ তাঁর কাছে।

    আর মাত্র একটা ম্যাচ। বারবার নকআউটে ধাক্কা খাওয়া ভারত আর একটা ম্যাচ জিততে পারলেই রোহিতের রাজত্ব পূর্ণতা পাবে।



  • Jun 29, 2024 18:43 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ফাইনালেই কি জ্বলে উঠবেন কিং কোহলি?

    চলতি টি২০ বিশ্বকাপে বারবার ব্যর্থ হয়েছেন কিং কোহলি। নিজের কেরিয়ারের পরিসংখ্যান নিয়ে গিয়েছেন নতুন তলানিতে। আইসিসি ইভেন্টে নকআউট পর্বে কোহলির ব্যর্থতা বিরল দৃশ্য। সেই দৃশ্যই এবার দেখা গিয়েছিল গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে।

    টি২০ ওয়ার্ল্ড কাপের শেষ দুই নকআউট ইনিংসেই কোহলির হাফসেঞ্চুরি ছিল। ২০১৪-য় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৪ বলে ৭২ করেছিলেন। ২০১৬-য় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭ বলে ৮৯ করেছিলেন। এই ইংল্যান্ডের বিপক্ষেই ২০২২-এর সেমিফাইনালে ৪০ বলে ৫০ করে গিয়েছিলেন।

    ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই রিস টপলির বলে বোল্ড হয়ে যান তিনি। সেই ওভারেই হাঁকিয়েছিলেন ফ্লিক করে ট্রেডমার্ক ছক্কা। তবে নয় বলে মাত্র ৯ রান করেই কোহলিকে ফিরতে হয় ড্রেসিংরুমে।

    এবার বিশ্বকাপে ৭ ইনিংসে তাঁর ব্যাট থেকে বেরিয়েছে মাত্র ৭৫ রান। ১০.৭১ গড়ে। বিশ্বকাপে ওপেন করার মত গুরুদায়িত্ব নিয়েছেন তিনি। তবে নতুন ভূমিকায় তিনি একদমই মানিয়ে নিতে পারছেন না। আগ্রাসী এবং রক্ষণাত্মক খেলায় ভারসাম্য বজায় রাখতে পারছেন না তিনি। আর গায়ানায় স্লো স্কিডিং সারফেস আবার-ও কোহলিকে চরমতম পরীক্ষার মুখে ফেলে ব্যর্থতার স্বাদ দিয়েছিল।

    যাবতীয় ব্যর্থতা, কটুক্তির জবাব কি তিনি ফাইনালের মঞ্চে দেবেন, আর কিছুক্ষণ পরেই পাওয়া যাবে উত্তর।



  • Jun 29, 2024 18:35 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: সমুদ্রে ঝাঁপ দেবেন রোহিত?

    এক অনুষ্ঠানে সৌরভ বলে দিয়েছেন, "মাত্র ৭ মাসের ব্যবধানে দুটো ওয়ার্ল্ড কাপ ফাইনালে রোহিত মনে হয় না হারবে। আর মাত্র কয়েক মাসের ব্যবধানে যদি ভারত দুটো ফাইনালে হারে, রোহিত হয়ত বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দেবে।"



  • Jun 29, 2024 18:34 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: রোহিতের প্রশংসায় সৌরভ

    সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। ব্যাট হাতেও ফারাক গড়ে দিচ্ছেন নিয়মিত। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে কঠিন উইকেটেই রোহিত জ্বলে উঠেছেন।

    হিটম্যানের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ বলে দিয়েছেন, "সামনে থেকে দুর্দান্তভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। আশা করি এটা আগামীকালেও বজায় থাকবে এবং ভারত ট্রফি জিতবে। ওঁদের ভয়ডরহীনভাবে ক্রিকেট খেলতে হবে।"



  • Jun 29, 2024 18:33 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: সমুদ্রে ঝাঁপ দেবেন রোহিত?

    এক অনুষ্ঠানে সৌরভ বলে দিয়েছেন, "মাত্র ৭ মাসের ব্যবধানে দুটো ওয়ার্ল্ড কাপ ফাইনালে রোহিত মনে হয় না হারবে। আর মাত্র কয়েক মাসের ব্যবধানে যদি ভারত দুটো ফাইনালে হারে, রোহিত হয়ত বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দেবে।"



  • Jun 29, 2024 18:30 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: কেন ভারত আইসিসি ট্রফি-বঞ্চিত বারবার

    দীর্ঘদিন ভারতের ট্রফি না পাওয়া নিয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বলছেন, "আমি অন্যভাবে ভাবতে চাই। অন্তত আমরা ফাইনাল পর্যন্ত পৌঁছচ্ছি। ফাইনালে উঠলে একবার না একবার আমরা কাপ জিতবই। সদর্থক বিষয় হল ভারত আগেভাগে টুর্নামেন্টের বাইরে চলে যাচ্ছে না। দ্বিতীয়ত, ওঁরা রীতিমত দাপট বজায় রেখে খেলছে। সাত মাস আগে সকলেই ভারতকে বিশ্বকাপে দেখেছে। ওরাই টুর্নামেন্টের সেরা দল ছিল। যদিও ফাইনালে হারতে হয়। গোটা টুর্নামেন্ট জুড়েই ভারত অস্ট্রেলিয়ার থেকে ভালো ক্রিকেট খেলেছে। স্রেফ একটা খারাপ দিন ছিল ওটা।"



  • Jun 29, 2024 18:28 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: "বিশ্বকাপ জয়ের থেকে আইপিএল জয় কঠিন"

    বিশ্বকাপ জয়ের থেকে আইপিএল জেতা আরও কঠিন। এমনটাই আবার বলে দিয়েছেন মহারাজ। রোহিতকে প্রশংসায় ভাসিয়ে সৌরভ বলেছেন, "রোহিত পাঁচবারের আইপিএল জয়ী ক্যাপ্টেন। যেটা দুর্ধর্ষ একটা কৃতিত্ব। কখনও কখনও আইপিএল জেতা বিশ্বকাপ জয়ের থেকেও কঠিন হয়ে দাঁড়ায়। আমার বক্তব্যের একদম ভুল ব্যাখ্যা করবেন না। আমি কখনই বলছি না আন্তর্জাতিক ক্রিকেটের থেকে আইপিএল ভালো। তবে আইপিএল জিততে হলে ১৬-১৭ টা ম্যাচ জিততে হয়। আর বিশ্বকাপ জেতার জন্য ৮-৯ ম্যাচে জয়-ই যথেষ্ট। তবে বিশ্বকাপ জয় আরও বেশি মর্যাদার, আশা করি সেটা রোহিত আগামীকাল অর্জন করবে।"



  • Jun 29, 2024 18:27 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: টিম ইন্ডিয়ার সৌভাগ্য কামনায় সৌরভ

    টিম ইন্ডিয়ার সৌভাগ্য কামনা করে সৌরভ বলেছেন, "ভারত এই টুর্নামেন্টের সেরা দল। ভাগ্য যেন ভারতের জন্য সুপ্রসন্ন হয়। ওঁদের জয় কামনা করছি। যে কোনও বড় টুর্নামেন্ট জেতার জন্য অল্প বিস্তর ভাগ্যের প্রয়োজন হয়। আশা করি ভারত ভাগ্যের সহায়তা পাবে।"



  • Jun 29, 2024 18:20 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: সুখবর দিলেন দীনেশ কার্তিক



  • Jun 29, 2024 18:13 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ফাইনালের প্লেয়িং কন্ডিশন

    ফলাফল পাওয়ার জন্য দুই দলকে নূন্যতম ১০ ওভার ব্যাটিং করতেই হবে। টি২০ বিশ্বকাপের ফাইনালে কোনও কারণে আবহাওয়া বিরূপ হলে নির্দিষ্ট দিনে ফলাফলের জন্য অতিরিক্ত ১২০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে না থাকায় অতিরিক্ত ২৫০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছিল আইসিসির তরফে।

    কোনও কারণে শনিবার বল না গড়ালে রিজার্ভ ডে রবিবারে একই সময়ে পুনরায় শুরু হবে ফাইনাল। শনিবার কয়েক ওভার খেলার পর ম্যাচ ভেস্তে গেলে ম্যাচের ওই অংশ থেকেই রবিবার চালু হবে খেলা। ২০ ওভারের খেলা সম্পন্ন করতে হবে দুই দিন মিলিয়ে। কোনও কারণে রবিবার, রিজার্ভ ডেতেও আবহাওয়া গন্ডগোল করলে ওভার কমিয়ে ম্যাচের ফয়সালা হবে।



  • Jun 29, 2024 18:04 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: জয়েই কি শেষ দ্রাবিড় যুগের

    নীরবে নিভৃতে রোহিতের সঙ্গে যেন অপ্রাপ্তির বিচারে একই আসনে বসে রয়েছেন রাহুল দ্রাবিড় নামক মহীরূহও। কেরিয়ারে সোনার সমস্ত কীর্তি গড়েও শচীন-সৌরভের আলোক ছটায় আবছা হয়ে থেকেছেন। কর্ণের মত ভাগ্য বিড়ম্বিত তিনি। প্রচারের চড়া সার্চলাইট বাকিদের ওলট পালট করে দিলেও তিনি অন্ধকারের বাসিন্দা হয়ে থাকেন, আলোর জগতের সন্ধান দিয়ে।

    কিংবদন্তি সুলভ পরিসংখ্যান নিয়েও নিস্পৃহ থাকতে ভালবাসেন। খেলোয়াড়ি জীবনে ফুলস্টপ পড়েছে। কোচিংয়ে এসেছেন। তবে অদৃষ্ট-ভাগ্য পিছু ছাড়েনি। যুব দলের কোচ থাকার সময় একবার বিশ্বজয়ী হয়েছেন বটে, কিন্তু পর্বত সমান উচ্চতার নিরিখে তা তো নেহাত উইঢিপি।

    রবি শাস্ত্রীর পর টিম ইন্ডিয়া সিনিয়র দলের কোচ হয়েছেন। দুর্ধর্ষ অপ্রতিরোধ্য ভারতীয় দল নিয়েও তাঁর কোচিংয়ে মণিমুক্তো বলতে কয়েকটা দ্বিপাক্ষিক সিরিজ জয়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক বা গত বিশ্বকাপের ফাইনাল- খালি হাতে ফিরিয়েছে গুরু দ্রাবিড়কে। তাই তাঁর কোচিং পর্ব স্রেফ রবি শাস্ত্রী জমানার সম্প্রসারিত অধ্যায় হয়েই রয়ে গিয়েছে ক্রিকেট ইতিহাসে। শাস্ত্রী জমানার অভিশাপ ঘোচেনি তাঁর হাত ধরেই।

    গত বিশ্বকাপের পরেই দ্রাবিড় বর্তমান থেকে প্রাক্তন হয়ে যেতে পারতেন। তবে মেয়াদ বাড়িয়ে রেখে দেওয়া হয় তাঁকে। ব্রিজটাউন সমস্ত অপ্রাপ্তি, ব্যর্থতা, অভিশাপের প্রায়শ্চিত্ত মঞ্চ হিসাবে আবির্ভাব হতে পারে শনি-রাতে।

    কুড়ি কুড়ি বিশ্বকাপের পরেই সরকারিভাবে কোচের জোব্বা তুলে রাখবেন তিনি। ক্রিকেট দেবতা কি শেষদিনেই তাঁকে উপুড় করে দেবে যাবতীয় অপূর্ণতা নাকি আরও একবার ভাগ্য-লাঞ্ছিত হতে হবে তাঁর ক্রিকেট-কোচিং কেরিয়ারের সঙ্গে সাযুজ্য রেখে? উত্তর দেবে গার্নার-মার্শালের স্টেডিয়াম।



  • Jun 29, 2024 18:02 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: আইসিসি শো-পিস ইভেন্টে শেষবারের মত একসঙ্গে কোহলি-রোহিত

    শনিবার। স্থান বার্বাডোজের কেনসিংটন ওভাল। জোয়েল গার্নার, ম্যালকম মার্শালের নামাঙ্কিত সেই স্টেডিয়াম। কয়েক ঘন্টা পরেই ঐতিহাসিক সমস্ত মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ব্রিজটাউনের দেড়শো বছর পুরোনো স্টেডিয়াম। কাল ট্রফি হাতে উঠুক বা না উঠুক বিদায়ের রিংটোন লাউডস্পিকারে বাজতে শুরু করে দেবে মাহন্দ্রক্ষণে। একজন বিরাট কোহলি। অন্যজন রোহিত গুরুনাথ শর্মার।

    আইসিসি ইভেন্টে হয়ত এবার-ই শেষবার। তুখোড় ফিটনেসে বলীয়ান হয়ে কোহলি হয়ত আরও একটা পঞ্চাশ ওভারের বিশ্বকাপ খেলে দেবেন। কিন্তু রোহিত?

    পাওয়ার হিটিংয়ের যুগে টাচ টাইমিং সর্বস্ব আভিজাত্যে মোড়া ব্যাটিং জমানার সম্ভবত শেষ প্রতিনিধি। অধিনায়ক হিসেবেও সাফল্যের ঘড়া পূর্ণ হবে শনিবার রাত এগারোটায় হাতে ট্রফি উঠলে।

    কোহলি ট্রফি ক্যাবিনেটে তো তবু একটা বিশ্বকাপ রয়েছে। তাঁর? সেই কবে জিতেছিলেন এই টি২০ বিশ্বকাপ-ই। তবে তিনি তখন নেহাত নাদান। যুবরাজ-গম্ভীর-ধোনিদের আলোক বর্তিতায় চাপা পড়ে গিয়েছিলেন। তিনি অধিনায়ক হওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। মাস ছয়েক আগেই বিশ্বকাপ ফাইনালের মঞ্চে হতাশা সঙ্গী হয়েছে তাঁর। আহমেদাবাদের আক্ষেপ কি ব্রিজটাউনে ঘুচবে?



  • Jun 29, 2024 17:42 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য প্ৰথম একাদশ

    কুইন্টন ডিকক, রেজা হেন্ড্রিক্স, আইডেন মার্করাম, হেনরিখ ক্ল্যাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অনরিখ নকিয়া, অটোনিল বার্টম্যান



  • Jun 29, 2024 17:41 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

    রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা



  • Jun 29, 2024 17:41 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: প্রোটিয়াজ একাদশে ফিরছেন অটোনিল বার্টম্যান

    দক্ষিণ আফ্রিকান অধিনায়ক আইডেন মার্করাম সেমিতে অতিরিক্ত স্পিনার খেলানোর পথে হেঁটেছিলেন শুরুর একাদশে। তাই বার্টম্যানের জায়গা নিয়েছিলেন তাব্রিজ শামসি। তবে বার্বাডোজের পিচের কন্ডিশন এবং ভারতীয়দের স্পিন খেলায় দক্ষতায় কথা বিবেচনা করে শামসিকে বসিয়ে বার্টম্যানকে ফেরানো হতে পারে।



  • Jun 29, 2024 17:41 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: প্রোটিয়াজ একাদশে ফিরছেন অটোনিল বার্টম্যান

    দক্ষিণ আফ্রিকান অধিনায়ক আইডেন মার্করাম সেমিতে অতিরিক্ত স্পিনার খেলানোর পথে হেঁটেছিলেন শুরুর একাদশে। তাই বার্টম্যানের জায়গা নিয়েছিলেন তাব্রিজ শামসিকে। তবে বার্বাডোজের পিচের কন্ডিশন এবং ভারতীয়দের স্পিন খেলায় দক্ষতায় কথা বিবেচনা করে শামসিকে বসিয়ে বার্টম্যানকে ফেরানো হতে পারে।



  • Jun 29, 2024 17:40 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: প্রোটিয়াজ একাদশে ফিরছেন অটোনিল বার্টম্যান

    দক্ষিণ আফ্রিকান অধিনায়ক আইডেন মার্করাম সেমিতে অতিরিক্ত স্পিনার খেলানোর পথে হেঁটেছিলেন শুরুর একাদশে। তাই বার্টম্যানের জায়গা নিয়েছিলেন তাব্রিজ শামসি। তবে বার্বাডোজের পিচের কন্ডিশন এবং ভারতীয়দের স্পিন খেলায় দক্ষতায় কথা বিবেচনা করে শামসিকে বসিয়ে বার্টম্যানকে ফেরানো হতে পারে।



  • Jun 29, 2024 17:38 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: শিভম দুবে ক্ষত

    ওয়েস্ট ইন্ডিজের স্লো পিচে বিপক্ষ স্পিনারদের ওড়ানোর দায়িত্ব ছিল শিভম দুবের ওপর। তবে কোহলির মত দুবেও ফর্ম-হীনতায় ভুগছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে এবার কেশব মহারাজ এবং তাব্রিজ শামসি বল হাতে নিয়মিত ব্রেক থ্রু এনে দিচ্ছেন। শিভম দুবে দুই প্রোটিয়াজ স্পিনারকে কীভাবে সামলান, সেটাই দেখার হতে চলেছে।



  • Jun 29, 2024 17:36 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: পারফর্ম করতে হবে বিরাট কোহলিকে

    আইসিসি ইভেন্টে কোহলি বরাবর পারফর্ম করে কিং হয়ে উঠেছেন। তবে এবারের বিশ্বকাপ তার ব্যতিক্রম হয়েই থাকছে। নিউ ইয়র্কের পিচ কোহলির ছন্দের বারোটা বাজিয়ে দিয়েছিল। তারপর গতি মন্থরতায় ভরা ক্যারিবিয়ান পিচেও সুবিধা করতে পারছেন না তিনি। তবে কোহলি সবসময় বড় মঞ্চে জ্বলে ওঠেন। একদম ফাইনালের মঞ্চ যে কোহলি রাঙিয়ে দিয়ে যাবেন না, কে বলতে পারে!



  • Jun 29, 2024 17:34 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বার্বাডোজের দক্ষিণ পশ্চিমে মাত্র ১১২০ মাইল দূরে নিম্নচাপ কেন্দ্রীভূত হয়েছে। ২০২৪-এর আগলান্টিক হ্যারিকেন সিজনের প্ৰথম ঝড় হিসাবে আবির্ভূত হতে চলেছে চলতি বছরে প্ৰথমবার। এই ঘূর্ণিঝড়ের নাম বেরিল।

    ক্রান্তীয় এই ঘূর্ণিঝড় পশ্চিমে প্রবাহিত হয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হ্যারিকেন হিসাবে আছড়ে পড়তে পারে।

    শুক্রবার রাত ১০.৪০-এ জাতীয় হ্যারিকেন সেন্টার-এর তরফে বলা হয়েছে, ৪০ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।



  • Jun 29, 2024 17:33 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

    India vs South Africa Live Score, T20 World Cup Final: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বার্বাডোজের দক্ষিণ পশ্চিমে মাত্র ১১২০ মাইল দূরে নিম্নচাপ কেন্দ্রীভূত হয়েছে। ২০২৪-এর আগলান্টিক হ্যারিকেন সিজনের প্ৰথম ঝড় হিসাবে আবির্ভূত হতে চলেছে চলতি বছরে প্ৰথমবার। এই ঘূর্ণিঝড়ের নাম বেরিল।

    ক্রান্তীয় এই ঘূর্ণিঝড় পশ্চিমে প্রবাহিত হয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হ্যারিকেন হিসাবে আছড়ে পড়তে পারে।

    শুক্রবার রাত ১০.৪০-এ জাতীয় হ্যারিকেন সেন্টার-এর তরফে বলা হয়েছে, ৪০ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।



  • Jun 29, 2024 17:33 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: আবহাওয়া আপডেটস

    সপ্তাহান্তে ব্রিজটাউনের আবহাওয়া মোটেও আশাব্যঞ্জক নয়। তা স্বত্ত্বেও ক্রিকেট বিশ্বের আশা ওভার না কমিয়েই পুরো ম্যাচ সম্পন্ন হবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পূর্বমুখী হাওয়া- সমস্ত কিছুই বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।



  • Jun 29, 2024 17:33 IST
    India vs South Africa Live Score, T20 World Cup Final: আবহাওয়া আপডেটস

    India vs South Africa Live Score, T20 World Cup Final: সপ্তাহান্তে ব্রিজটাউনের আবহাওয়া মোটেও আশাব্যঞ্জক নয়। তা স্বত্ত্বেও ক্রিকেট বিশ্বের আশা ওভার না কমিয়েই পুরো ম্যাচ সম্পন্ন হবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পূর্বমুখী হাওয়া- সমস্ত কিছুই বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।



  • Jun 29, 2024 17:32 IST
    আবহাওয়া আপডেটস

    সপ্তাহান্তে ব্রিজটাউনের আবহাওয়া মোটেও আশাব্যঞ্জক নয়। তা স্বত্ত্বেও ক্রিকেট বিশ্বের আশা ওভার না কমিয়েই পুরো ম্যাচ সম্পন্ন হবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পূর্বমুখী হাওয়া- সমস্ত কিছুই বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।



T20 World Cup Indian Team ICC Cricket World Cup South Africa Cricket Team Cricket World Cup Indian Cricket Team South Africa
Advertisment