শ্রীলঙ্কা: ১২৪/৯
বাংলাদেশ: ১২৫/৮
ICC Men's T20 World Cup 2024 Match Report: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ মানেই থ্রিলার। বারবার সেই ঘটনা ঘটেছে। বিশ্বকাপের মঞ্চে আবার-ও সেই রোমাঞ্চ নিয়ে হাজির হল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। একদিন আগেই ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ইউএসএ-পাকিস্তান রোমহর্ষক ম্যাচ দেখেছিল ক্রিকেট বিশ্ব। সেই ম্যাচের রেশ কাটার আগেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ টানটান মুহূর্তের জন্ম দিয়ে গেল।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১২৪ রানের বেশি করতে পারেনি। সেই রান চেজ করে বাংলাদেশ জিতল এক ওভার বাকি রেখে। হাতে দুই উইকেট নিয়ে। স্কোরবোর্ড অবশ্য পুরোপুরি থ্রিলার বোঝাতেই পারবে না। সামান্য টার্গেট চেজ করতে নেমে বাংলাদেশ পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট খুঁইয়ে ফেলেছিল। থুসারা, ধনঞ্জয় ডিসিলভা, হাসারাঙ্গারা ২৮/৩ করে বাংলাদেশকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দিয়েছিল। পরপর আউট হয়ে ফিরে গিয়েছিলেন তানজিদ হাসান, সৌম্য সরকার এবং ক্যাপ্টেন শান্ত।
তবে বাংলাদেশের জয় আসে চতুর্থ উইকেটে লিটন দাস এবং তৌহিদ হৃদয়ের ৬৩ রানের পার্টনারশিপে। সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা লিটন এদিন সতর্ক ভঙ্গিতে ৩৮ বলে ৩৬ করে যান। অন্যপ্রান্তে অনেকটাই আগ্রাসী ব্যাটিং করেন তৌহিদ হৃদয়। ২০ বলে ৪০ করলেন ২০০ স্ট্রাইক রেট সমেত। চারটে প্রকান্ড ছক্কা হাঁকালেন থিকসানাদের।
তবে এরপরেই টুইস্ট। যখন ভাবা হচ্ছিল বাংলাদেশ সহজেই এই স্কোর পেরিয়ে যাবে। তখনই বিপদ ধাওয়া করল টাইগারদের। ৯০/৩ থেকে হঠাৎ করেই ১১৩/৮ হয়ে যায় বাংলাদেশ।
ম্যাচ কার্যত হাতের বাইরে চলে যাওয়ার মুহূর্তেই শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান ক্যাপ্টেন হাসারাঙ্গা। পরপর দুই সেট বাংলাদেশি ব্যাটারকে লেগ বিফোর করে টাইগারদের ইনিংসের এলার্ম বেল বাজিয়ে দেন। এরপরে সাকিব আল হাসান পাথিরানার শর্ট বল আপার কাট চালিয়ে আউট হন থার্ড ম্যানে, থিকসানার দুর্ধর্ষ ক্যাচে। ১৮তম ওভারে থুসারা একার হাতে মুড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের লোয়ার অর্ডার। পরপর দুই বলে ফেরত পাঠান রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদকে। রান বেশি বাকি না থাকলেও পরপর উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে বাংলাদেশ কার্যত ম্যাচ থেকেই আউট হয়ে গিয়েছিল।
৮ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচে ফেভারিট ছিল শ্রীলঙ্কাই। শেষ দুই ওভারে জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ১১ রানের। তবে ১৯তম ওভারে ধনঞ্জয় ডিসিলভার খারাপ বোলিংয়ে সেই রান তুলে দেয় বাংলাদেশ।
বাংলাদেশের বিপদের মুহূর্তে আরও একবার ত্রাতা সেই মাহমুদুল্লাহ। শেষদিকে কার্যত নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে দলকে টেনে তুললেন তিনি। ধনঞ্জয় ডিসিলভার ১৯ তম ওভারের প্ৰথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ টাইগারদের জন্য আরও সহজ করে দেন। ১৩ বলে ১৬ করে শেষ পর্যন্ত তিনি অপরাজেয় থাকেন।
তার আগে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা খারাপ হয়নি। তাসকিন, সাকিবদের উড়িয়ে দিয়ে সূচনা করে লঙ্কান ওপেনার জুড়ি কুশল মেন্ডিস, পাথুম নিশঙ্কা। তবে পাওয়ার প্লের পর স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটে বাংলাদেশের। রান আটকানো তো বটেই পরপর উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশ। রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান তিনটে করে উইকেট নিয়ে যান। শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশঙ্কা ২৮ বলে ৪৭ করেন। বাকিরা কেউ সেভাবে ব্যাট হাতে রুখে দাঁড়াতে পারেননি। ধনঞ্জয় ডিসিলভা (২৬ বলে ২১), চরিত আশালঙ্কা (২১ বলে ১৯) এবং এঞ্জেলো ম্যাথিউস (১৯ বলে ১৬) শ্রীলঙ্কার স্কোর কোনও রকম ১২০-এর গন্ডি পার করিয়ে দেন।