Hardik Pandya Rohit Sharma kiss: আইসিসি ইভেন্টে ভারতের ১১ বছরের বিশ্বকাপ খরা মুছে গেল শনিবার রাতে। কেনসিংটন ওভালে ভারত দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস থ্রিলারে হারিয়ে দিতেই ম্যাজিক সমস্ত মুহূর্তের আবির্ভাব ঘটল। যার অন্যতম রোহিত শর্মার একদম আন্তরিক আলিঙ্গন হার্দিক পান্ডিয়াকে। তারপর তারকা অলরাউন্ডারের গালে চুমু এঁকে দেওয়া।
ম্যাচের পর আবেগী হার্দিক পান্ডিয়া বলে দিয়েছেন, "এটা ট্রফি জয় আমার জীবনে অনেকটা। ভীষণ আবেগী লাগছে। আমরা সকলেই ভীষণ পরিশ্রম করছিলাম। তবে কোথাও একটা আটকে যেতে হচ্ছিল। এদিন গোটা দেশ যা চেয়েছিল, সেটাই আমরা অর্জন করেছি। ছয় মাস পরে এই মুহূর্তটাও স্পেশ্যাল হয়ে থাকল আমার কাছে। একটা কথাও বলিনি এতদিন। কোনও কিছুই ঠিকঠাক হচ্ছিল না। জানতাম একটা মুহূর্ত আসবে যখন আমি আবার উজ্জ্বল হয়ে উঠব। এরকম একটা সুযোগ সমস্ত বিষয়টিকেও স্পেশ্যাল করে দেয়।"
তার প্রতি যা হচ্ছিল, তা ভীষণ-ই 'আনফেয়ার'। বলবেন না-ই বা কেন। আইপিএলে সময়টা দুঃস্বপ্নের কেটেছে মুম্বই ইন্ডিয়ান্স-এর অধিনায়ক হওয়ার পর। রোহিতকে সরিয়ে দেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। তারপর মাঠে নামলেই সমর্থকদের কাছে টিটকিরি শুনতে হয়েছে। তাঁর নেতৃত্বে মুম্বই আইপিএলের সর্বশেষ স্থানে ফিনিশ করেছিল। রোহিতের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক টাল খেয়েছিল। এমনটাই দাবি করা হয়। তবে বিশ্বকাপে সেসব অপ্রাপ্তি, মনোমালিন্য সব মুছে গিয়েছে দেশ চ্যাম্পিয়ন হওয়ার পর।
বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন তারকা অলরাউন্ডার। বিশ্বকাপের ফাইনালের সঙ্গেই মেয়াদ শেষ হল কোচ দ্রাবিড়ের। হার্দিক বলে দিয়েছেন, "ওঁর জন্য ভীষণ ভালো লাগছে। উনি একজন দুর্ধর্ষ ব্যক্তি। ওঁর অধীনে খেলতে পারার প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। এভাবে ওঁকে বিদায় জানাতে পারাটা চমৎকার। ওঁর সঙ্গে আমার সম্পর্ক বরাবর ভালো। আমরা ভালো বন্ধুও হয়ে উঠেছিলাম। সমস্ত সাপোর্ট স্টাফদের জন্যও ভালো লাগছে।"
হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ক্যাপ্টেন রোহিত শর্মাও বলে দিয়েছেন, অলরাউন্ডার "শেষ ওভারে দুরন্ত বল করল।" শনিবার রাতে বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারত ৭ উইকেটে পরাজিত করেছে একদম খাদের কিনারা থেকে ফিরে এসে।