Advertisment

বিশ্বকাপ দেখল ৫ বলে ওভার! অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে কলঙ্কের কীর্তি এবার আম্পায়ারদের

আম্পায়ারিং নিয়ে বড়সড় বিতর্ক এবার বিশ্বকাপে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চলতি বিশ্বকাপে একের পর এক কারণে আম্পায়ারিং শিরোনামে উঠে এসেছে। ভারত-পাক ম্যাচে কোহলির নো-বল থেকে বাংলাদেশ ম্যাচে ভিজে আউটফিল্ডে দ্রুত খেলা চালু করা, কোহলির ফেক থ্রো ঘিরে এখনও চর্চার শেষ নেই।

Advertisment

এর মধ্যেই আম্পায়ারিংয়ের ভুল শিরোনামে উঠে এল অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচে। পাঁচ বলে ওভার খতম করে দেওয়া হল। এমনিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাস্ট উইন ম্যাচে কোনওরকমে ৪ রানে অজিরা জয় পেল আফগানিস্তানের বিরুদ্ধে।

আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচে কার্তিক কি অন্যায় রান আউটের শিকার! ভিডিও দেখে সত্যি-মিথ্যা নিজেই জানুন

সেই রুদ্ধশ্বাস ম্যাচেই নেতিবাচক কারণে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠে গেল। অস্ট্রেলিয়া ব্যাট করার সময় চতুর্থ ওভারে পাঁচ বলে নভিন উল হকের ওভার শেষ করে দেওয়া হল। সেই সময় ক্রিজে ব্যাটিং করছিলেন মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার। প্ৰথম দুই বলে সিঙ্গল নেন দুই অজি ব্যাটসম্যান। তৃতীয় বল মিচেল মার্শ বাউন্ডারিতে পাঠান। পরের বলেই মার্শ-ওয়ার্নার দৌড়ে তিন রান নেন। পঞ্চম বলে ওয়ার্নার ডট বল খেলার পরে আম্পায়ার ওভারেই পরিসমাপ্তি ঘোষণা করেন। তবে সেই সময় ব্যাটসম্যান হোক বা ফিল্ডার কেউই ঘটনাটি নজর করেননি।

যাইহোক, ম্যাচে ম্যাক্সওয়েল (৫৪) এবং মার্শের (৪৫) ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ১৬৮ তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। ইব্রাহিম জাদরান (৩৩ বলে ২৬), ওপেনার গুরবাজ (১৭ বলে ৩০) এবং গুলাবদিন নাইব (২৩ বলে ৩৯) আফগানদের লড়াইয়ে রেখেছিল। শেষদিকে রশিদ খান (২৩ বলে ৪৮) ব্যাটের বিস্ফোরণ ঘটিয়ে গতবারের চ্যাম্পিয়নদের প্রায় হারিয়ে দিয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি। চার রান ব্যবধানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস।

আরও পড়ুন: ভারতকে যেকোনও মূল্যে জেতাতে চাইছে ICC! আফ্রিদির বোমায় এবার তুলকালাম বিশ্বকাপে

তার আগে আয়ারল্যান্ডকে হারিয়ে চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিতে উঠে গিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দল হিসাবে গ্রুপ থেকে সেমিতে ওঠার লড়াই এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মধ্যে।

Cricket Australia Cricket World Cup ICC Cricket World Cup Afghanistan T20 World Cup
Advertisment