সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত হয়ে গিয়েছে। বুধবার এডিলেডে প্ৰথম সেমিফাইনালে পাকিস্তান মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে, ভারত আবার বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে সিডনিতে। প্রতিপক্ষ ইংল্যান্ড। দুই এশীয় দল আর একটা ম্যাচেই জিতলেই সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। ক্রিকেটের সর্বোত্তম হাইভোল্টেজ ম্যাচে নামার জোরালো সম্ভবনা রয়েছে। এই সম্ভবনার কথা ভেবে এখন থেকেই উত্তেজিত অস্ট্রেলিয়ান প্রাক্তন অলরাউন্ডার শ্যেন ওয়াটসন।
ফাইনালে ভারত-পাকিস্তানের সম্ভাব্য লাইন আপ ঘিরে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। ক্রিকেট মহলে সম্ভাব্য চিত্তাকর্ষক ম্যাচের জন্য এখন থেকেই তৈরি হচ্ছে। টি২০ বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটে শ্যেন ওয়াটসন বলে দিয়েছেন, "প্রত্যেকেই ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে মুখিয়ে রয়েছে। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচে সুপার-১২ পর্বে কমেন্ট্রি করার জন্য পরে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পারিনি। তবে যা প্রতিবেদন পড়েছি, সমর্থকদের কথা শুনেছি, মনে হয়েছে এই ম্যাচ স্পেশ্যাল। টিভিতেও এই ম্যাচের উন্মাদনা টের পাওয়া গিয়েছে।"
যাইহোক, ফাইনালে ওঠার আগে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচে ফেভারিট হিসাবেই মাঠে নামবে কিউইরা। বিশ্বকাপে মসৃণ গতিতে এগিয়েছে ব্ল্যাক ক্যাপসদের জয়রথ। অন্যদিকে, প্ৰথম দু-ম্যাচে হেরে শোচনীয়ভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। পরে টানা ম্যাচ জেতায় এবং নেদারল্যান্ডসের কাছে অবিশ্বাস্যভাবে প্রোটিয়াজরা ম্যাচ হেরে বসায় শেষ চারে ওঠার টিকিট অর্জন করেছে বাবর আজম বাহিনী।
তবে ওয়াটসন মনে করছেন, পাকিস্তান সেমিফাইনালে বিপজ্জনক হয়ে উঠতে পারে। "প্ৰথম দিকে হোঁচট খেতে খেতে কোনও দল কোনওভাবে ফাইনালে পৌঁছে গিয়ে শেষমেশ ট্রফি জিতেছে। অতীতে এরকম দৃষ্টান্ত বহু রয়েছে। পাকিস্তান তো সেমিতে খেলার প্রত্যাশাই করেনি। কারণ যেভাবে ওঁরা বিশেষ বিশেষ ম্যাচে খেলেছে, তাতে শেষ চারে ওঠার কথাই নয় ওঁদের। টুর্নামেন্টের মধ্যিখানে খেই হারিয়ে ফেলার পরে ওঁরা সেমিতে অনেক খোলামেলা মনে খেলতে পারবে। এটাই কিউইদের বিপক্ষে ওঁদের আরও বেশি বিপজ্জনক করে তুলবে।"