Advertisment

কোহলির ওপর ক্ষেপে লাল সাকিব, ধাক্কাধাক্কি হওয়ার উপক্রমও হল! দেখুন গনগনে ভিডিও

কোহলির কাণ্ডে ভয়ানক রেগে গেলেন বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মাঠের মধ্যেই এবার কোহলির ব্যবহারে অসন্তুষ্ট হলেন সাকিব আল হাসান। ব্যাটিং করার সময়ে ফের কোহলির আবেদনে সাড়া দিয়ে নো বল দিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার মরিস ইরাসমাস। এতেই তীব্র অখুশি হন বাংলাদেশের একনম্বর তারকা।

Advertisment

১৫ তম ওভারের ঘটনা। হাসান মাহমুদ শর্ট বল করেন কোহলিকে। তারপরেই আম্পায়ারের দিকে তাকিয়ে নো বলের আবেদন করেন সুপারস্টার। তাতে সাড়া দিতে বিন্দুমাত্র দেরি করেননি আম্পায়ার। ওভারের দ্বিতীয় বাউন্সার হিসাবে নো বলের সিগন্যাল দেওয়া হয়। এতেই বিক্ষুব্ধ সাকিব কার্যত ফুঁসে ওঠেন। আম্পায়ার ভারতের পক্ষে সিগন্যাল দেওয়ার পরেই এক্সট্রা কভার থেকে ছুটে এসে আম্পায়ার এবং কোহলির সঙ্গে তর্কাতর্কিতে জড়ান সাকিব।

আরও পড়ুন: বারবার নিষেধেও কর্ণপাত নয়! কার্তিকের ওপর মাঠেই মেজাজ হারালেন কোহলি, দেখুন আগুনে ভিডিও

কোহলি-সাকিবের তিক্ততা এমন জায়গায় পৌঁছয় যেখানে রান নেওয়ার সময় দুজনে কার্যত ধাক্কা দেওয়ার জায়গায় পৌঁছে যান। পরে অবশ্য দুজনেই ব্যক্তিগত উদ্যোগে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। সাকিব-কোহলি আলিঙ্গন করে গোটা ঘটনার ইতি ঘটান।

ম্যাচে সাকিব বল হাতে নজর কাড়লেও ব্যাট হাতে ব্যর্থ তিনি। নিজের ৪ ওভারের কোটায় সাকিব ৩৩ রান খরচ করে তুলে নেন দুই ব্যাটিং মহীরুহকে। ওপেনার কেএল রাহুল টুর্নামেন্টে প্ৰথমবার রানের দেখা পেয়ে স্বচ্ছন্দে খেলছিলেন বাংলাদেশি আক্রমণকে। তবে সাকিব এসে ফেরান তাঁকে।

সেই সঙ্গে ক্রমশ বিপজ্জনক হতে থাকা সূর্যকুমারকেও তাড়াতাড়ি ফেরত পাঠান। যদিও তাঁর আগে ১৪ বলে ৩০ রান করে সূর্যকুমার বিনোদন দিয়ে যান এডিলেডের দর্শকদের।

আরও পড়ুন: কোহলিকে চোখের দেখা দেখতে বিশ্বকাপে চিনা সমর্থক! স্পষ্ট হিন্দিতে জানালেন ভালবাসা, ভিডিও দেখুন

রান তাড়া করতে নেমে স্মরণীয় জয় ছিনিয়ে নিতে পারত বাংলাদেশ। ২৭ বলে ৬০ রানের রুদ্ধশ্বাস ইনিংসে লিটন দাস বাংলাদেশকে দুর্দান্ত জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। তবে বৃষ্টি-বিরতির পর খেলা চালু হতেই ম্যাচের রং পাল্টে যায়। লিটন রান আউট হওয়ার ওর দ্রুত ম্যাচের মোড় ঘুরে যায়। আস্কিং রেট আয়ত্বের মধ্যেই ছিল। তবে ব্যাট হাতে রান তাড়া করে দলকে জয়ের দিকে এগিয়ে দিতে পারলেন না সাকিব। আর্শদীপ সিংয়ের বল হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনের ধারে দীপক হুডার হাতে ক্যাচ তুলে বিদায় নেন।

Virat Kohli Cricket World Cup ICC Cricket World Cup Bangladesh Cricket Shakib Al-Hasan Indian Cricket Team T20 World Cup
Advertisment