Advertisment

কোহলি 'চুর'! ভারতের কাছে হেরে যেতেই ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে বিষ্ফোরণ বাংলাদেশি কিপারের

হারের পরেই ভারতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলল বাংলাদেশ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ন্যায্য ৫ রান থেকে বঞ্চিত করা হল বাংলাদেশকে। ভারতের কাছে ক্লোজ ম্যাচ হেরে যাওয়ার পরেই বোমা ফাটালেন বাংলাদেশি তারকা নুরুল হাসান। সরাসরি জানিয়ে দিলেন কীভাবে তাঁরা অন্যায়ের শিকার হয়েছেন।

Advertisment

এডিলেড ওভালে দুই এশীয় প্রতিপক্ষের মুখোমুখি লড়াইয়ের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি ঘটল। ভারত টানটান ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে অনেকটা এগিয়ে গেল। শেষ ম্যাচে জিম্বাবোয়েকে হারালেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে ভারতের। তবে বরাবরের মতই বাংলাদেশ ম্যাচে বিতর্ক ধাওয়া করল।

আরও পড়ুন: কোহলির ওপর ক্ষেপে লাল সাকিব, ধাক্কাধাক্কি হওয়ার উপক্রমও হল! দেখুন গনগনে ভিডিও

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভিজে আউটফিল্ডে জোর করে ম্যাচ খেলানো হল, এমনটাই দাবি বাংলাদেশ শিবিরের। ম্যাচ যখন বৃষ্টিতে থেমে যায় সেই সময় বাংলাদেশ ৭ ওভারে ৬৬। সেই সময়ে ম্যাচ পুরোপুরি খতম হয়ে গেলে ডার্কওয়ার্থ লুইস নিয়মে জিতে যেত বাংলাদেশ। প্রয়োজনীয় রান রেটের থেকে তখন বাংলাদেশ ১৭ রান এগিয়ে ছিল।

তবে বৃষ্টি বাংলাদেশের নেমেসিস হিসাবে আবির্ভূত হয়। ভিজে আউটফিল্ডে বাংলাদেশ নাকি নামতেই চায়নি। ভারতীয় বোলারদের নাভিশ্বাস তুলে দেওয়া লিটন দাস ২৭ বলে ৬০ রান করার পরে টুর্নামেন্টের সেরা থ্রোয়ে রান আউট হয়ে যান। বাংলাদেশ শিবির থেকে বলা হচ্ছে ভিজে পিচে দৌঁড়তে গিয়ে পা স্লিপ করে বসেন লিটন। তাই ক্রিজে পৌঁছতে পারেননি।

আরও পড়ুন: বারবার নিষেধেও কর্ণপাত নয়! কার্তিকের ওপর মাঠেই মেজাজ হারালেন কোহলি, দেখুন আগুনে ভিডিও

ম্যাচ শেষেই যে কারণে বিষ্ফোরক নুরুল হাসান। তিনি সরাসরি কোহলি সহ ম্যাচ আয়োজকদের দুষছেন। বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলে দিয়েছেন, "মাঠ পুরোপুরি ভেজা ছিল। সেটা সকলেই দেখেছেন। এসব কথার মধ্যে আরও একটা বিষয়, ফেক থ্রো-য়ের ঘটনাও ঘটেছে। এতে পেনাল্টি সমেত পাঁচ রান পেতে পারতাম আমরা। সেটা আমাদের পক্ষেই যেত। তবে দুর্ভাগ্যবশত, সেটা আর হয়নি।"

বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারের ঘটনা আসলে তুলে এনেছেন নুরুল হাসান। অক্ষর প্যাটেলের বলে ডিপ অফসাইডে বল ঠেলেছিলেন লিটন। ফিল্ডার আর্শদীপ সিং বল পাঠিয়ে দেন কিপার দীনেশ কার্তিকের উদ্দেশ্যে। তবে পয়েন্টে দাঁড়ানো কোহলি আঙ্গুল তুলে বল ধরার ভান করেন। যেন বল তাঁর কাছ দিয়েই যাচ্ছে। এমন ঘটনা অনফিল্ড আম্পায়ার মরিস ইরাসমাস, ক্রিস গ্যাফানির নজর এড়িয়ে যায়। বাংলাদেশের অন্য ব্যাটসম্যান নাজমুল হাসান শান্তও আম্পায়ারদের বিষয়টি সম্পর্কে অবহিত করেননি।

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ফিল্ডার যদি কোনওভাবে ব্যাটসম্যানকে ভুয়ো ফিল্ডিংয়ের মাধ্যামে অঙ্গভঙ্গি করে প্রতারণার চেষ্টা করেন তাহলে আম্পায়ার ডেড বল ঘোষণা করে পাঁচ রান পেনাল্টি উপহার দিতে পারেন ব্যাটিং দলকে। এডিলেড ওভালে এমন ঘটনাই শেষমেশ বিতর্কের দাবানল জ্বালিয়ে দিল।

T20 World Cup Virat Kohli Bangladesh Cricket ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team
Advertisment