Advertisment

ভারত-আইসিসি অশুভ আঁতাতের অভিযোগে কু-মন্তব্য! আফ্রিদিকে ধুয়ে দিলেন প্রেসিডেন্ট বিনি

আফ্রিদিকে এবার একহাত নিলেন বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট রজার বিনি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারতকে পক্ষপাতিত্ব করে খেলাচ্ছে আইসিসি। যাতে ভারতকে যেকোনওভাবে সেমিফাইনালে পৌঁছে দিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। পাকিস্তানের সামা-টিভিতে এমনই বিষ্ফোরক অভিযোগ এনেছিলেন শাহিদ আফ্রিদি।

Advertisment

ভারত-আইসিসির আঁতাত নিয়ে সরব হওয়ার পর এবার শাহিদ আফ্রিদিকে পাল্টা দিলেন বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট রজার বিনি। সরাসরি এবার পাকিস্তানি তারকাকে সমালোচনায় ভাসিয়ে দিয়ে বলে দিলেন, ভারত কখনই আইসিসির প্রতি আলাদা পক্ষপাতিত্ব পেয়ে থাকে না।

আরও পড়ুন: ভারতকে হারালেই জিম্বাবোয়ানদের বিয়ের লোভ! পাকিস্তানকে সেমিতে তুলতে এবার ‘মাঠে’ পাক অভিনেত্রী

সংবাদসংস্থাকে রজার বিনি বলেছেন, "মোটেও এরকম বলা ঠিক নয়। মনে নয় না আইসিসি আমাদের প্রতি পক্ষপাতিত্বমূলক নজরে দেখে। সকলকেই আইসিসি সমান নজরে দেখে। কোনওভাবেই এরকম কথা বলা যায় না। কোন কারণে মনে হচ্ছে আমরা বাকি দলগুলোর থেকে আলাদা? ভারত বিশ্বক্রিকেটের পাওয়ার হাউস। তা সত্ত্বেও আইসিসি সকলকে সমান ভাবে দেখে।"

বুধবার বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ভারত বাংলাদেশকে ৫ রানে হারানোর পর দুই প্রতিবেশি দেশ থেকেই তীব্র প্রতিক্রিয়া ভেসে এসেছে। প্ৰথমে ব্যাটিং করে ভারত ২০ ওভারে ১৮৪/৬ তুলেছিল। সেই রান চেজ করতে নেমে বাংলাদেশ লিটন দাসের ২১ বলে হাফসেঞ্চুরিতে ভর করে ভারতের নাভিশ্বাস তুলে দিয়েছিল। তবে ৭ ওভারে বাংলাদেশ ৬৬/০-এ পৌঁছনোর পর বৃষ্টিতে সাময়িক খেলা বন্ধ হয়ে যায়। পরে খেলা শুরু হলে বাংলাদেশের কাছে সংশোধিত টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৫১।

আরও পড়ুন: বিশ্বকাপ দেখল ৫ বলে ওভার! অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে কলঙ্কের কীর্তি এবার আম্পায়ারদের

এরপরেই মুখ খোলেন আফ্রিদি। সামা টিভিতে বিষ্ফোরকভাবে আফ্রিদি বলে দেন, “সকলেই দেখেছে মাঠ কতটা ভিজে ছিল। তবে আইসিসি বরাবর ভারতের দিকে ঝুঁকে থাকে। যে কোনও মূল্যে ভারত সেমিফাইনালে পৌঁছক, সেটাই ওঁরা চাইছে। ভারত-পাকিস্তান ম্যাচে যাঁরা আম্পায়ারিং করেছিল তাঁরাও একই। ওঁরাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবে।”

“যে পরিমাণ বৃষ্টি হল, তারপরে সঙ্গেসঙ্গেই কেন খেলা চালু করা হল? এতেই স্পষ্ট বহু বিষয় জড়িত রয়েছে। ম্যাচে ভারত খেললে আইসিসির ওপর আলাদা চাপ থাকে। তবে লিটন দুর্ধর্ষ ব্যাটিং করেছে। ৬ ওভার পর মনে হচ্ছিল, বাংলাদেশ যদি সামনের ২-৩ ওভারে আর উইকেট না হারায়, তাহলে ম্যাচ হয়ত জিতে যাবে। সবমিলিয়ে, ভারত-বাংলাদেশ লড়াই জোরদার হয়েছে।”

ICC Shahid Afridi BCCI Cricket World Cup ICC Cricket World Cup T20 World Cup
Advertisment