scorecardresearch

বাংলাদেশ ম্যাচে কার্তিক কি অন্যায় রান আউটের শিকার! ভিডিও দেখে সত্যি-মিথ্যা নিজেই জানুন

কার্তিকের আউট ঘিরে বেনজির ধন্দ এবার ক্রিকেট মহলে

বাংলাদেশ ম্যাচে কার্তিক কি অন্যায় রান আউটের শিকার! ভিডিও দেখে সত্যি-মিথ্যা নিজেই জানুন

ভারত-বাংলাদেশ ম্যাচের ৪৮ ঘন্টা অতিক্রান্ত। তবে বিতর্কের হ্যাং-ওভার কাটছেই না। এমনিতেই ভিজে আউটফিল্ড, লিটন দাসের রানআউট এবং কোহলির ফেক-থ্রোয়িং নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিশ্বকাপে। বাংলাদেশ তো বটেই পাকিস্তানের একের পর এক প্রাক্তনী আইসিসিকে কাঠগড়ায় তুলছেন।

তবে এর মধ্যেই হালকা করে সোশ্যাল মিডিয়ায় পাল্টা অভিযোগ উঠেছে দীনেশ কার্তিকের রান আউটকে কেন্দ্র করে। দীনেশ কার্তিককে আউট করার ক্ষেত্রে বল না দিয়েই হাত লাগিয়ে উইকেটের স্ট্যাম্প নাড়িয়ে দিয়েছিলেন বোলার শরিফুল ইসলাম। এমনটাই অভিযোগ।

আরও পড়ুন: ভারতকে যেকোনও মূল্যে জেতাতে চাইছে ICC! আফ্রিদির বোমায় এবার তুলকালাম বিশ্বকাপে

ভারতীয় ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। বোলিং করছিলেন শরিফুল ইসলাম। হাই ফুলটস কোহলি সরাসরি শর্ট কভারে পাঠিয়ে দেন। যেখানে ফিল্ডিং করছিলেন শাকিব এল হাসান। সেই সময়েই রান নেওয়ার চেষ্টা করেন কার্তিক। তবে সফল।হননি। কোহলি ক্রিজ না ছাড়ায় নন স্ট্রাইকিং এন্ডে ফেরত আসার সময় কার্তিক আবিষ্কার করেন অনেক দেরি হয়ে গিয়েছে। কার্তিক ক্রিজে ফিরে আসার আগেই ততক্ষণে সাকিবের ছোঁড়া থ্রোয়ে উইকেট ভেঙে দিয়েছেন শরিফুল ইসলাম।

তৃতীয় আম্পায়ারের রিপ্লেতে দেখা যায় বোলারের হাত লেগে স্ট্যাম্পের এলইডি জ্বলে উঠেছে। তা সত্ত্বেও কার্তিককে রান আউট দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

এই নিয়েই প্রবল বিতর্ক মাথা চাড়া দিয়েছে। আসলে আম্পায়ারদের রুল বুকের ব্যাখ্যা, বল প্ৰথমে স্ট্যাম্প স্পৰ্শ করে। তারপরে শরিফুল ইসলাম হাত দিয়ে উইকেট উপড়ে দেন। আইসিসির নিয়ম অনুযায়ী, রান আউটের সময় যদি বল প্ৰথমে উইকেটে স্পর্শ করে, তারপরে যদি কোনও ক্রিকেটারের শরীরের অংশ উইকেট ভেঙে দেয়, তাহলে ব্যাটসম্যানকে আউট দেওয়া হয়।

আরও পড়ুন: কোহলির কাণ্ডে বিরাট অভিযোগের পথে বাংলাদেশ! বিষ্ফোরণ ঘটিয়ে মুখ খুললেন এবার বিসিবি কর্তা

তাই কার্তিককে আইসিসির নিয়ম মেনেই প্যাভিলিয়নে ফিরতে হয়। বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৭ রান করে নিজের রান-খরা অব্যাহত রাখেন কার্তিক।

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Bengali App.

Web Title: T20 world cup 2022 dinesh karthik run out vs bangladesh stir controversy