Advertisment

সেমিতে নামার আগেই বিরাট সুখবর ভারতের! ইংল্যান্ড পাচ্ছে না বিশ্বের প্রাক্তন ১ নম্বরকে

সেমিতে নামার চারদিন আগেই বড় সুখবর পেল ভারত

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বৃহস্পতিবারই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামছে ভারত-ইংল্যান্ড। দুর্ধর্ষ ইংরেজদের বিরুদ্ধে নামার আগেই বড়সড় সুসংবাদ পেল টিম ইন্ডিয়া। ইংল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে পাবে না দাভিদ মালানকে। যিনি টি-২০'তে বিশ্বের প্রাক্তন এক নম্বর। শ্রীলঙ্কা ম্যাচে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয়েছিল মালানকে।

Advertisment

সোমবার ইংল্যান্ড শিবিরের তরফে এই খবর কনফার্ম করেন মঈন আলি। তিনি বিবিসিকে জানিয়ে দিয়েছেন, "গত কয়েক বছর ধরেই ও আমাদের অন্যতম সেরা ক্রিকেটার। পুরোটা জানি না। তবে ওঁকে দেখে মোটেই ভালো লাগছে না এই মুহূর্তে। গতকাল স্ক্যান করতে গিয়েছিল ও। তারপরে ফেরার পর পুরোটা জানি না। তবে অবস্থা মোটেই ভাল নয়।"

আরও পড়ুন: সাকিবদের মনের ডাক্তার দেখানো উচিত! পাকিস্তান ম্যাচের পরেই বাংলাদেশকে সপাটে আক্রমণ আক্রমের

চলতি টুর্নামেন্টে মোটেও নিজের সেরা ফর্মে নেই ইংরেজ এই ব্যাটার। সর্বোচ্চ স্কোর আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৭ বলে ৩৫। জানা যাচ্ছে, কুঁচকিতে চোট পাওয়ায় ভারত ম্যাচে নামতে পারবেন না তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫তম ওভারে বাউন্ডারি আটকাতে গিয়ে চোট পান তারকা। পরে রান চেজ করার সময়ও মাঠে নামেননি তিনি। ব্রিটিশ প্রচারমাধ্যম সূত্রের খবর ওপেনার হিসাবে দলের সঙ্গে যাওয়া ফিল সল্টকে মালানের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।

এমনিতেই ইংল্যান্ড চলতি বিশ্বকাপে কোনওরকমে সেমিতে পৌঁছেছে। আয়ারল্যান্ডের কাছেও হারতে হয়েছিল। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টানটান ম্যাচে জিতে সেমিতে কোয়ালফাই করেছে। নেট রাব রেটের সামান্য ব্যবধানে ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: টিভি শোয়েই নাকি পরকীয়ায় মজে শোয়েব! স্ত্রী সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পথেই হয়ত সুপারস্টার

এমন অবস্থায় ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে মোটেই ফেভারিট নন ইংরেজরা। মঈন আলি অবশ্য বলছেন, "ইংল্যান্ড আন্ডারডগ হিসাবেই মাঠে নামবে। গোটা বছর জুড়েই ভারত খুব ভালো খেলছে। এই টুর্নামেন্টেও ওঁরা ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেছে। সত্যি কথা বলতে আমরা কিছুটা পিছিয়েই মাঠে নামব।"

যাইহোক, গোটা টুর্নামেন্ট জুড়েই একই দল খেলাচ্ছে ইংল্যান্ড। এমনিতেই চোটের কারণে জনি বেয়ারস্টোর মত তারকা নেই স্কোয়াডে। বিশ্বকাপের ঠিক আগে রিস টপলিও চোটের শিকার হন। ভারতের বিরুদ্ধে ম্যাচে প্ৰথম এগারোয় আপাতত বদল আনতে হবে ইংল্যান্ডকে। মালানের অভিজ্ঞতা বড় ম্যাচে ফ্যাক্টর হতে পারত। তাঁকে সেমিফাইনালের আগেও হারানো নিঃসন্দেহে ইংল্যান্ডের কাছে বড় ঝটকা।

England Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team T20 World Cup
Advertisment