Advertisment

এই ৫ অঙ্কেই ঢলে পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য! জোড়া হারের পর ভারতকেও এখন সমর্থন বাবরদের

এখনও কী সেমিফাইনালে পৌঁছতে পারবে পাকিস্তান

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রুদ্ধশ্বাস থ্রিলারে পাকিস্তানকে ১ রানে হারিয়ে বিশ্বকাপের প্ৰথম জয় ছিনিয়ে নিয়েছে জিম্বাবোয়ে। প্রথম ম্যাচে ভারতের কাছে শেষ বলের লড়াইয়ে হার মেনেছিল পাক দল। এবার জিম্বাবোয়ের কাছেও হারের পর সেমিফাইনাল ভাগ্য কার্যত অনিশ্চিত হয়ে গেল বাবর আজমদের। পারথের অপটাস স্টেডিয়ামে জিম্বাবোয়ের দুরন্ত জয়ের পরেই সেমিফাইনালের হিসেব-নিকেশ নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে।

Advertisment

আপাতত সমীকরণ বলছে পাঁচ-পাঁচটা অঙ্ক-
প্ৰথমত, গ্রুপ-২'এর বাকি তিনটে ম্যাচেই জিততে হবে পাকিস্তানকে।
দ্বিতীয়ত, শুধু তিনটে ম্যাচ জিতলেই হবে না। বড় মার্জিনে জিততে হবে, যাতে নেট রান রেট উন্নত থাকে।
তৃতীয়ত, বাকি ম্যাচের ফলাফলের ওপরেও তাঁদের নির্ভর করে থাকতে হবে। দক্ষিণ আফ্রিকাকে যেমন হারাতে হবে, তেমনই পাকিস্তান আশা করবে, ভারত যেন প্রোটিয়াজদের আগামী রবিবার হারায়।

আরও পড়ুন: জিম্বাবোয়ের কাছে ছিন্নবিচ্ছিন্ন পাকিস্তান, বড় অঘটনে জমে গেল বিশ্বকাপ

চতুর্থ, জিম্বাবোয়েকে শেষ তিন ম্যাচের (বনাম ভারত, বনাম নেদারল্যান্ডস এবং বনাম বাংলাদেশ) মধ্যে অন্তত দুটো ম্যাচে হারতে হবে।
পঞ্চম, তাঁদের আশা থাকবে, বাংলাদেশ যেন বাকি ম্যাচ গুলোর মধ্যে একটি ম্যাচে অন্তত হারে।

ঘটনা হল, বর্তমানে যে ফর্মে রয়েছে পাকিস্তান, তাতে তাঁদের মনোবল যে একদম তলানিতে থাকবে, তা নিয়ে সন্দেহ নেই। বাকি তিনটি ম্যাচ ও যে পাকিস্তান জিততে পারবে, এমন আত্মবিশ্বাস ধরে রাখাটাই আপাতত চ্যালেঞ্জ বাবর আজমদের কাছে। তাছাড়া ভারতের ফর্মের ওপরেও নির্ভর করছে পাকিস্তানের ভাগ্য।

আরও পড়ুন: বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করল প্রোটিয়াজরা! লজ্জার রেকর্ড হারে মুখ থুবড়ে পড়ল টাইগাররা

ভারত যেভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে তাতে ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফেভারিট কোহলি-রোহিতরাই। রবিবার প্রোটিয়াজ ম্যাচে পাকিস্তানের পূর্ণ সমর্থন থাকবে ভারতের দিকে।

সুপার-১২ পর্বের বাকি সূচি:
অক্টোবর ৩০- বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস বনাম পাকিস্তান, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

নভেম্বর ২- জিম্বাবোয়ে বনাম নেদারল্যান্ডস, ভারত বনাম বাংলাদেশ

নভেম্বর ৩- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা

নভেম্বর ৬- দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস, পাকিস্তান বনাম বাংলাদেশ, ভারত বনাম জিম্বাবোয়ে

Cricket World Cup ICC Cricket World Cup Pakistan Cricket T20 World Cup
Advertisment