Advertisment

প্রোটিয়াজদের হারালেও এখনও শেষ চার নিশ্চিত নয়! তিন অঙ্কের সুতোয় ঝুলছে পাকিস্তানের ভাগ্য

দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর আর কী কী অঙ্ক মেলাতে হবে পাকিস্তানকে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সিডনিতে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। আপাতত তিন সমীকরণ মিললেই শেষ চারের দরজা পাকা হয়ে যাবে সবুজ জার্সিধারীদের।

Advertisment

নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হার:
এডিলেড ওভালে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা যদি নেদারল্যান্ডসের কাছে হেরে যায়, তাহলে সেদিনই পাকিস্তানকে জিততে হবে বাংলাদেশের বিপক্ষে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা নয়, সেমিতে পৌঁছবে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট দাঁড়াবে পাঁচে। পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ালফাই করবে সেমিতে।

আরও পড়ুন: কোহলির চাপে নুইয়ে পড়ছেন আম্পায়াররা! নখ-দাঁত বের করে বিরাটকে এবার আক্রমণ ইউনিসের

দক্ষিণ আফ্রিকার কাছে নেদারল্যান্ডসের হার এবং জিম্বাবোয়ে জয়ী ভারতের বিরুদ্ধে:
যদি দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসকে হারায়, মেলবোর্নে ভারত জিম্বাবোয়ের কাছে হেরে যায় এবং বাংলাদেশের বিপক্ষে জয়ী হয় পাকিস্তান, তাহলে বাবর আজম কোং-রা সেমিতে পৌঁছে যাবে। ভারত, পাকিস্তান দুই দলই ছয় পয়েন্ট অর্জন করলেও ভারতের (+০.৭৩০) থেকে পাকিস্তানের (+১.১১৭) এই মুহূর্তে নেট রান রেট ভাল অবস্থায়। এই সমীকরণ অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা ৬ পয়েন্ট নিয়ে নকআউটে যাবে।

আরও পড়ুন: কোহলি ‘চুর’! ভারতের কাছে হেরে যেতেই ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে বিষ্ফোরণ বাংলাদেশি কিপারের

দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচ ফলাফলহীন:
বৃষ্টিতে যদি দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, তাহলে বাংলাদেশকে হারালেই পাকিস্তান সেমিতে উঠে যাবে। দক্ষিণ আফ্রিকা দুই জয় এবং দুটো বৃষ্টি-ধোয়া ম্যাচের সৌজন্যে ছয় পয়েন্টে দাঁড়াবে। তিন জয়ে পাকিস্তানেরও পয়েন্ট হবে ৬।

আরও পড়ুন: দাপটে প্রোটিয়াজ বধ! সেমিফাইনালের আশা জাগিয়ে দুর্ধর্ষ জয় পাকিস্তানের

তবে ভারতের ম্যাচও যদি বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়, তাহলে তা পাকিস্তানের সেমিতে ওঠার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে। ভারত সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়ে যাবে। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দুই দলই ছয় পয়েন্টে আটকে থাকবে।

তবে যে কোনও সমীকরণেই পাকিস্তানকে জিততে হবে বাংলাদেশের বিরুদ্ধে। হারলেই ছিটকে যাবে গ্রিন আর্মিরা।

T20 World Cup ICC Cricket World Cup Cricket World Cup Pakistan Cricket South Africa
Advertisment