scorecardresearch

জিম্বাবোয়ের কাছে হারলেও সেমিতে পৌঁছবে ভারত! কোন পথে, কোন অঙ্কে, হিসেব মিলিয়ে নিন সরাসরি

জিম্বাবোয়ের কাছে হারলেও সেমিফাইনালে পৌঁছতে সমস্যা হবে না টিম ইন্ডিয়ার

জিম্বাবোয়ের কাছে হারলেও সেমিতে পৌঁছবে ভারত! কোন পথে, কোন অঙ্কে, হিসেব মিলিয়ে নিন সরাসরি

জিম্বাবোয়ের বিরুদ্ধে রবিবার মহা-গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ভারত। একই দিনে গ্রুপের বাকি দুই ম্যাচে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা নামছে যথাক্রমে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা- তিন দলই সেমিফাইনালে ওঠার দৌড়ে রয়েছে।

তিন দলই চার ম্যাচ খেলেছে। ভারত চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপের শীর্ষে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচ পয়েন্ট নিয়ে। পাকিস্তান আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে।

জিম্বাবোয়ের কাছে ভারত জিতলেই শীর্ষ স্থানাধিকারী দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাবে। ভারত গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচেই হেরেছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারতের সেমিফাইনাল ভাগ্য নির্ভর করছে ভারতের হাতেই। অন্য কোনও ম্যাচের মুখাপেক্ষী হয়ে থাকছে না টিম ইন্ডিয়া। তবে ভারত-জিম্বাবোয়ে ম্যাচের ওপর দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের সেমি-ফাইনাল ভাগ্য অনেকটাই নির্ভর করছে।

আরও পড়ুন: ভারতকে হারালেই জিম্বাবোয়ানদের বিয়ের লোভ! পাকিস্তানকে সেমিতে তুলতে এবার ‘মাঠে’ পাক অভিনেত্রী

গ্রুপে এর আগে জিম্বাবোয়ে পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল। রবিবার পাকিস্তান চাইবে জিম্বাবোয়ে সেই অঘটন ঘটাক ভারতের বিরুদ্ধেও। তবে ঘটনা হল, কোনওভাবে ভারত জিম্বাবোয়ের বিরুদ্ধে হারলেও সেমিফাইনালে পৌঁছনো আটকাবে না।

রবিবার দিনের প্ৰথম ম্যাচে খেলতে নেমেছে নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে অরেঞ্জ আর্মি অঘটন ঘটালে ভারত সঙ্গেসঙ্গেই সেমিতে পৌঁছে যাবে। ভারত-জিম্বাবোয়ে ম্যাচের ফলাফল রোহিতদের কাছে নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন: মাস্ট উইন জিম্বাবোয়ে ম্যাচে ভারতীয় ১১-য় হয়ত বড় বদল! বাদ-বিশ্রামে ৩ তারকা

দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশও পাকিস্তানকে হারিয়ে দিলে ভারত শেষ চারে পৌঁছে যাবে। কোনও হিসাব-নিকেশ ছাড়াই। কারণ সেক্ষেত্রে পাকিস্তানের গ্রুপ পর্বে সব ম্যাচ মিলিয়ে পয়েন্ট দাঁড়াবে ৪। জিম্বাবোয়ের কাছে হারলেও ভারতের সমস্যা হবে না। একইভাবে বৃষ্টিতে মেলবোর্নে ভারত-জিম্বাবোয়ে পয়েন্ট ভাগাভাগি করলেও রোহিতরা সরাসরি সেমিতে পৌঁছে যাবে ৭ পয়েন্ট নিয়ে। ভারতের পক্ষে সবথেকে সুবিধাজনক বিষয় হল, দিনের শেষ ম্যাচে ভারত নামছে। নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের ফলাফল দেখে ভারত মাঠে নামছে। সেক্ষেত্রে নিজেদের প্রয়োজন অনুযায়ী অঙ্ক আগাম করে ফেলার সুবিধা থাকছে টিম ইন্ডিয়ার কাছে।

শেষবার ভারত টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল ২০১৬-য়। রুদ্ধশ্বাস রবিবারে মেলবোর্নে ভারতের ভাগ্যে কী রয়েছে, সেটাই আপাতত দেখার!

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Bengali App.

Web Title: T20 world cup 2022 how team india can qualify for semi final even if loss against zimbabwe