সেমিফাইনালে ইংল্যান্ড ম্যাচের জন্য রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের একাদশ কার্যত ফাইনাল। সবকিছুই চূড়ান্ত। সাংবাদিক সম্মেলনে যতই 'ঢাক ঢাক গুরুগুর' চলুক না কেন। ভারতের প্ৰথম একাদশ কার্যত চূড়ান্ত করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। প্রশ্ন একটাই টি২০ বিশ্বকাপের মত মেগা ইভেন্টের সেমিফাইনালে রোহিতরা অভিজ্ঞতা নাকি তারুণ্য কোন বিষয়ে প্রাধান্য দেবেন উইকেটকিপার-ব্যাটসম্যান বাছাইয়ের ক্ষেত্রে? দীনেশ কার্তিক বনাম ঋষভ পন্থের জায়গা পাওয়ার লড়াইয়ে এতদিন টিম ম্যানেজমেন্ট পুরোপুরি সমর্থন করে এসেছে দীনেশ কার্তিককে। বিশেষজ্ঞরা যতই পন্থকে খেলানোর জন্য সওয়াল করেছেন, ততই কার্তিককে রেখে একাদশ গড়া হয়েছে। শেষ ম্যাচে জিম্বাবোয়ে বাদ দিলে বাকি চার ম্যাচেই দীনেশ কার্তিক প্ৰথম এগারোয় খেলেছেন।
এই বিষয়েই আপাতত ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি। এডিলেড ওভালের উইকেট টুর্নামেন্টের শেষদিকে মোটেই সতেজ থাকবে না। ভারতের জন্যই যা একদম আদর্শ পিচ হতে চলেছে। স্ট্রেট বাউন্ডারির তুলনায় স্কোয়ার বাউন্ডারি ছোট। যদি কার্তিককে খেলানো হয়, তাহলে ভারতের ব্যাটিং অর্ডার বদলাতে হবে না। তবে পন্থ খেললে হার্দিককে ছয় নম্বরে নামতে হবে।
আরও পড়ুন: ইন্ডিয়া রেডি থেকো! পাকিস্তান ফাইনালে উঠতেই ভারতকে শাসানি শোয়েবের, দেখুন ভিডিও
ম্যাচের আগে নেট অনুশীলনে বিরাট কোহলির পর দ্বিতীয় হিসাবে প্র্যাকটিসে নামলেন পন্থ। অন্যদিকে, কার্তিক নামলেন একদম শেষে। ফেস করলেন স্থানীয় কিছু নেট বোলারদের। এই ঘটনা যদি ইঙ্গিতবাহী হয়, বৃহস্পতিবারের মেগা দ্বৈরথে কার্তিককে প্ৰথম এগারোয় দেখতে পাওয়ার সম্ভাবনা কম। জিম্বাবোয়ে ম্যাচে নকআউট পর্বের জন্য তৈরি রাখার জন্যই সম্ভবত নামানো হয়েছিল পন্থকে। ওয়ার্ল্ড কাপে এসে দুটো ওয়ার্ম আপ ম্যাচ বাদে আর খেলতে দেখা যায়নি দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেনকে।
পন্থ জিম্বাবোয়ে ম্যাচে খাপ খোলার আগেই ৩ রানে আউট হয়ে গিয়েছেন। তবে কার্তিকের টানা চার ম্যাচে রান যথাক্রমে ১, ৬ এবং ৭। এর মধ্যে নেদারল্যান্ডস ম্যাচে ব্যাট করতে নামেননি কার্তিক। পাকিস্তান ম্যাচে শেষ ওভারে রুদ্ধশ্বাস পরিস্থিতিতে খেলতে নেমে মাত্র দু-বল ক্রিজে থেকেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নবম ওভারে নেমেই সুবিধা করতে পারেননি। বাংলাদেশ ম্যাচে ১৬তম ওভারে ক্রিজে নামেন। একটি ম্যাচেও প্রভাব ফেলতে পারেননি।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান! বাবর-রিজওয়ানের ব্যাটে কিউয়িদের দুরমুশ করল সবুজ জার্সি
কার্তিক নাকি পন্থ, ক্যাপ্টেন রোহিত শর্মা ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কেবল জানালেন, "মনে হয়না, সেটা এই মুহূর্তে জানানো ঠিক হবে। তবে দুজন কিপারই খেলার মধ্যে থাকবে।"
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ/দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং