একদিন আগেই রোহিত শর্মা হাতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। এবার ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে এবার নেটে চোট পেয়ে বেরিয়ে গেলেন বিরাট কোহলিও। ফাইনালে ওঠার লড়াইয়ে বিরাট কোহলিই ভারতের তুরুপের তাস। যতই সূর্যকুমারের মত বিশ্বের সেরা ব্যাটসম্যান থাকুন না কেন, ভারতীয় ব্যাটিংয়ের নিউক্লিয়াস এখনও বিরাট কোহলি।
চলতি টুর্নামেন্টে অপ্রতিরোধ্য ফর্মে রয়েছেন কোহলি। থামানোই যাচ্ছে না মহাতারকাকে। ৫ ম্যাচে তাঁর নামের পাশে ২৪৬ রান। গড় ১২৩। বর্তমানে টি২০-র বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিকও তিনি।
আরও পড়ুন: রোহিতকে ছাড়াই কি ভারত নামবে সেমিফাইনালে! বড় দুঃসংবাদের ইঙ্গিত মিলল মঙ্গলবার
তবে ম্যাচের একদিন আগেই বড়সড় দুশ্চিন্তায় পড়ে গেল টিম ইন্ডিয়া। এডিলেড ওভালে ভারত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে স্কোয়াডের প্রত্যেকেই দাপিয়ে অনুশীলন করলেন। আর প্র্যাকটিসের মধ্যেই বিপত্তি কোহলিকে ঘিরে। অনুশীলন চলার সময় আরসিবি পেসার হর্শল প্যাটেলের বল সরাসরি আছড়ে পড়ে কোহলির কুঁচকিতে। তারপরেই প্রচণ্ড যন্ত্রণায় মাঠ ছাড়েন তিনি। কোহলির চোট লাগা, যন্ত্রণায় ছটফট করার ভিডিও রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
তবে একাধিক জাতীয় স্তরের প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, কোহলির চোট মোটেই সিরিয়াস নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে যথারীতি নীল জার্সিতে মাঠে নামবেন তিনি।
কোহলি যাতে ফিট হয়েই ইংরেজ-বধে অবতীর্ণ হতে পারেন, সেই প্রার্থনাতেই মজে গোটা দেশ।