Advertisment

কোহলির চাপে নুইয়ে পড়ছেন আম্পায়াররা! নখ-দাঁত বের করে বিরাটকে এবার আক্রমণ ইউনিসের

কোহলির চাপে নতি স্বীকার করছেন আম্পায়াররা, বিষ্ফোরকভাবে জানিয়ে দিলেন ওয়াকার ইউনিস

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ব্যাট হাতে নিয়মিত জ্বলে উঠছেন। নিয়ম করে। রানের বন্যা বইয়ে দিচ্ছেন। তবু বিতর্কের শিরোনামে বিরাট কোহলি। বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে নেতিবাচক কারণে শিরোনামে উঠে এসেছেন কিং কোহলি।

Advertisment

বারবার আম্পায়ারের ওপর চাপ তৈরি করার অভিযোগ উঠে গিয়েছে। পাকিস্তান ম্যাচে কোহলির নো-বল দাবি করাকে কেন্দ্র করে বিতর্কের আগুন ধরে গিয়েছিল। পাক ম্যাচে ব্যাট হাতে সেরার সেরা ইনিংস খেলে গিয়েছিলেন সুপারস্টার। ৫২ বলে ৮৩ রানের ইনিংস ফারাক গড়ে দিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে।

আরও পড়ুন: কোহলি ‘চুর’! ভারতের কাছে হেরে যেতেই ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে বিষ্ফোরণ বাংলাদেশি কিপারের

সেই ম্যাচেই শেষ ওভারে কোহলি নাটকীয়ভাবে আম্পায়ারের কাছে নো বলের দাবিতে সরব হয়েছিলেন। মহম্মদ নওয়াজের হাই ফুলটস ডিপ মিড উইকেটে পাঠানোর পরেই উচ্চতার কারণে নো বলের দাবি করে বসেন কোহলি। আর তারকার দাবিতে সিলমোহর দিতে দেরি করেননি আম্পায়ার মরিস ইরাসমাস। সেই সময় মরিস ইরাসমাস লেগ আম্পায়ার ছিলেন। অন্য আম্পায়ার রড টাকারের সঙ্গে খানিক আলোচনা করেই নো বলে সায় দেন ইরাসমাস। সেই নো বলের সিদ্ধান্তই শেষমেশ ম্যাচে ফারাক গড়ে দেয়।

বাংলাদেশ ম্যাচেও ২৪ ঘন্টা আগে একই ঘটনার পুনরাবৃত্তি। হাসান মাহমুদের শর্ট বল কোহলি আম্পায়ারের কাছে নো বলের দাবি জানান। আম্পায়ার ওয়াইডের সিগন্যাল দিতে দেরি করেননি। দুই ম্যাচেই বাবর আজম এবং সাকিব আল হাসান প্রকাশ্যে আম্পায়ারের সিদ্ধান্তে উষ্মা জানান।

আরও পড়ুন: কোহলির ওপর ক্ষেপে লাল সাকিব, ধাক্কাধাক্কি হওয়ার উপক্রমও হল! দেখুন গনগনে ভিডিও

সাকিব আল হাসান বুধবার রীতিমত ফুঁসতে থাকেন। এতটাই উত্তপ্ত হয়ে দাঁড়ায় পরিস্থিতি যে রান নেওয়ার সময় ধাক্কাধাক্কি হওয়ারও উপক্রম হয়। যদিও সাকিব পরে কোহলির সঙ্গে আলিঙ্গন সেরে পুরো ঘটনায় ইতি টানেন।

পাকিস্তান, বাংলাদেশ দুই ক্ষেত্রেই আম্পায়ার মরিস ইরাসমাসের 'কোহলি-প্রীতিতে' সরব হয়েছে পাক-বাংলাদেশ ক্রিকেট মহল। এমন ঘটনার প্রেক্ষিতেই ওয়াকার ইউনিস এ স্পোর্টস-কে বিষ্ফোরকভাবে জানিয়ে দিয়েছেন, কোহলি আম্পায়ারদের ওপর চাপ তৈরি করছেন। "সাকিব বলছিল, তুমি তোমার কাজ করো। আম্পায়ারদের নিজেদের কাজ করতে দাও। আমরা যা বলেছিলাম, সেটাই সাকিব বলেছিল। যদি তুমি মাঠে কোনওকিছুর দাবি জানাও, তাতে আম্পায়ারদের ওপর চাপ বেড়ে যায়। তাছাড়া কোহলি নিজেই একজন বড় নাম। তাই আম্পায়াররা চাপে পড়ে যাচ্ছে।"

আরও পড়ুন: বারবার নিষেধেও কর্ণপাত নয়! কার্তিকের ওপর মাঠেই মেজাজ হারালেন কোহলি, দেখুন আগুনে ভিডিও

বাংলাদেশ ম্যাচে ফেক-ফিল্ডিংয়ের জন্যও শিরোনামে উঠে এসেছেন কোহলি। আর্শদীপ সিংয়ের ছোঁড়া বল ধরে নন-স্ট্রাইকিং এন্ডে পাঠানোর ভঙ্গি করেন কোহলি। বল যদিও উইকেটকিপার দীনেশ কার্তিকের কাছেই আসে। গোটা ঘটনায় আইসিসির নিয়ম মেনে পাঁচ পেনাল্টি রানের দাবিতে সরব হয়েছে বাংলাদেশ শিবির।

এমন গনগনে পরিস্থিতিতেই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আগুনে যেন ঘি ঢেলে দিলেন পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনিস।

T20 World Cup Virat Kohli Bangladesh Cricket ICC Cricket World Cup Cricket World Cup Pakistan Cricket
Advertisment