Advertisment

শেষ ওভারে পরপর ৪ উইকেট! গাব্বায় বিধ্বংসী শামিতে ধুয়েমুছে সাফ অজিরা

অস্ট্রেলিয়ার মাটিতেই বিশ্বকাপের আগে অজিদের শুইয়ে দিলেন মহম্মদ শামি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারত: ১৮৬/৭
অস্ট্রেলিয়া: ১৮০/১০

Advertisment

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে প্রস্তুতি ম্যাচে হারের পরে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। তবে বিশ্বকাপে নামার আগে এবার প্র্যাকটিস ম্যাচে পূর্ণশক্তির অজি দলকে হারিয়ে বার্তা দিয়ে রাখল ভারত। আর ভারতের দুর্ধর্ষ জয়ে নায়ক মহম্মদ শামি। যিনি বুমরার জায়গায় বিশ্বকাপে টিম ইন্ডিয়া স্কোয়াডে যোগ দিয়েছেন কয়েকদিন আগে।

শামির শেষ ওভারেই ভারত রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল। গাব্বায় ম্যাচ প্রায় অস্ট্রেলিয়ার মুঠোয় ছিল। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ১১ রান। অজিদের হাতে ছিল ৪ উইকেট। আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক প্যাট কামিন্সের সঙ্গেই ক্রিজে ছিলেন টি২০ স্পেশ্যালিস্ট জস ইংলিশ। তবে অবিশ্বাস্য বোলিংয়ে শামির কাছে গুটিয়ে গেল অজিরা। ভারতের ১৮৭ রানের টার্গেটের সামনে শেষমেশ অজিরা অলআউট হল ১৮০-এ।

আরও পড়ুন: নামিবিয়ার জয়ে বিশ্বকাপে বিপদ বাড়ল ভারতের, মারণ গ্রুপে নামতে হবে রোহিতদের

প্ৰথম দু-বলে চার রান খরচ করে ফেলেছিলেন তারকা। তবে শেষ চার বলেই পরপর চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে অলআউট করে দিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন শামি। প্যাট কামিন্স ক্যাচ আউট হওয়ার পরের বলেই এস্টন রান আউট হয়ে যান। এর পরে প্যাভিলিয়নে ফেরেন জস ইংলিশ বোল্ড আউট হয়ে। ইনিংসের শেষ বলেও শামির শিকার কেন রিচার্ডসন। দুর্ধর্ষ ওভার-হ্যাটট্রিকে শামি সঙ্গেসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে যান।

টসে জিতে ভারতকে প্ৰথমে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। ইন্ডিয়ার ইনিংসকে সোমবার টানে কেএল রাহুল এবং সূর্যকুমার যাদবের জোড়া হাফসেঞ্চুরি।

ওপেন করতে নেমে কেএল রাহুল ৩৩ বলে ঝকঝকে ৫৭ হাঁকিয়ে যান হাফডজন বাউন্ডারি এবং তিনটে ছক্কার সাহায্যে। সূর্যকুমার বিশ্বকাপের আগে নিজের দুরন্ত ফর্মের ঝলক দেখিয়ে ৩৩ বলে ৫০ করে যান ডেথ ওভারে। কার্তিক ১৪ বলে ২০ করে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে ম্যাচে সারাক্ষণই অজি ব্যাটসম্যানদের আধিপত্য ছিল। পাওয়ার প্লে-র মধ্যেই মিচেল মার্শ (১৮ বলে ৩৫), ফিঞ্চ (৫৪ বলে ৭৬) মিলে ৬৪ তুলে দিয়েছিলেন। তবে মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল (১৩ বলে ২৬) বাদ দিয়ে কেউ সেভাবে রান করতে পারেননি। স্টিভ স্মিথ (১১), মার্কাস স্টোইনিস (৭), টিম ডেভিড (৫) ব্যর্থ। তা সত্ত্বেও শেষ ওভারে যে মাত্র ১১ রান তুলতে পারবেন না কামিন্স, ইংলিশরা, তা বোঝা যায়নি।

আরও পড়ুন: বিশাল অঘটনে শুরু বিশ্বকাপ! এশীয় চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অখ্যাত নামিবিয়া

শামির পাশাপাশি জোড়া উইকেট নেন ভুবনেশ্বর কুমার। চাহাল, হর্শল প্যাটেল, আর্শদীপ সিং একটি করে উইকেট শিকার করেন। অস্ট্রেলিয়ার হয়ে সফলতম বোলার কেন রিচার্ডসন। তিনি ৪ উইকেট নেন।

Cricket Australia Mohammed Shami Indian Cricket Team
Advertisment