Advertisment

বিশাল অঘটনে শুরু বিশ্বকাপ! এশীয় চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অখ্যাত নামিবিয়া

ভারত-পাকিস্তানকে মাটি ধরিয়ে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিশ্বকাপে একী দশা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কিছুদিন আগেই ভারত-পাকিস্তানের মত হেভিওয়েট দেশকে পেরিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। তবে বেশিদিন গেল না। বিশ্বকাপের শুরুতেই মাটিতে থুবড়ে পড়ল শ্রীলঙ্কা। প্ৰথম ম্যাচে লঙ্কান সিংহগর্জন থামিয়ে দিল অখ্যাত-অজ্ঞাত নামিবিয়া। জিলঙয়ে প্ৰথম ম্যাচেই নামিবিয়া লঙ্কানদের হারাল ৫৫ রানের বিশাল ব্যবধানে।

Advertisment

প্ৰথমে ব্যাট করতে নেমে নামিবিয়া নির্ধারিত ২০ ওভারে ১৬৩/৭ তুলেছিল স্কোরবোর্ডে। জবাবে শ্রীলঙ্কা খতম মাত্র ১০৮-এ। ১৪.২ ওভারে একসময় ৯৩-৬ হয়ে গিয়ে বেকায়দায় ছিল শ্রীলঙ্কা। তবে জান ফ্রাইলিংক (২৮ বলে ৪৪) এবং জেজে স্মিথ (১৬ বলে ৩১) উদ্ধার করেন নামিবিয়ানদের। সপ্তম উইকেটে দুজনে ৭০ রানের পার্টনারশিপ গড়ে যান মাত্র ৩৪ বলে। এই পার্টনারশিপেই শেষমেশ জয় এল।

আরও পড়ুন: এই ৫ কীর্তিতেই বোর্ডে ‘অমর’ প্রেসিডেন্ট সৌরভ! কুৎসা করেও ঢাকা যাবে না এই হিসেব

শ্রীলঙ্কার হয়ে জোড়া উইকেট শিকার করেন প্রমোদ মধুসন। একটি করে উইকেট নিয়েছেন মহেশ থিকসানা, দুষ্মন্ত চামিরা, চামিকা করুনারত্নে এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলার পরে শ্রীলঙ্কা কখনই ম্যাচের নিয়ন্ত্রণ পায়নি। প্ৰথম চার ওভারের মধ্যেই পাথুম নিশঙ্কা (৯), কুশল মেন্ডিস (৬) এবং ধনুষ্কা গুণতিলকে (০) আউট হয়ে যান। একমাত্র ব্যাটিংয়ে কিছুটা রান পেয়েছেন ভানুকা রাজাপক্ষে (২১ বলে ২০) এবং ক্যাপ্টেন দাশুন শানাকা (২৩ বলে ২৭)। পরপর উইকেট হারিয়ে শ্রীলঙ্কা পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেনি। ১৯ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

নামিবিয়ার হয়ে বল হাতে সফল বেন সিকঙ্গো, বার্নার্ড শুলজ, জান ফ্রাইলিঙ্ক এবং ডেভিড ওয়াইজ। চারজনই দুটো করে উইকেট নিয়েছেন। একটি উইকেট দখল করেন জেজে স্মিথ।

T20 World Cup Sri Lanka ICC Cricket World Cup Cricket World Cup ICC
Advertisment