Advertisment

নামিবিয়ার জয়ে বিশ্বকাপে বিপদ বাড়ল ভারতের, মারণ গ্রুপে নামতে হবে রোহিতদের

প্ৰথম ম্যাচেই অঘটন ঘটিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নামিবিয়া

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টি২০ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল রবিবার থেকে। এখনও সুপার-১২ পর্ব খেলা শুরু হয়নি। তবে কোয়ালিফাইং রাউন্ড শুরু হয়ে গেল। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আমিরশাহি, নেদারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের মত যোগ্যতা অর্জন পর্বের গন্ডি পেরিয়ে মূল রাউন্ডে কোয়ালিফাই করবে।

Advertisment

কোয়ালিফাইং রাউন্ড থেকে চারটি দল পরবর্তী পর্যায়ে খেলবে। সুপার-১২ পর্বে যোগ্যতাঅর্জন কারী পর্ব পেরোনোর বিষয়ে ফেভারিট শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড। তবে রবিবার ডিফেন্ডিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা অঘটন ঘটিয়ে হেরে বসায় টুর্নামেন্ট আপাতত অনেকটাই খোলামেলা হয়ে দাঁড়াল।

আরও পড়ুন: বিশাল অঘটনে শুরু বিশ্বকাপ! এশীয় চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অখ্যাত নামিবিয়া

রবিবার জিলঙয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা কার্যত দাঁড়াতেই পারেনি অনামি নামিবিয়ার কাছে। নামিবিয়ার ১৬৪ রান তাড়া করতে নেমে কোনও লঙ্কান ব্যাটসম্যানই নূন্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। দলের কেউই ২০ রানের গন্ডি পেরোতে ব্যর্থ। ১০৮ রানে শ্রীলঙ্কা অলআউট হয়ে যাওয়ায় ৫৫ রানের বড়সড় ব্যবধানে জিতে গিয়েছে নামিবিয়া।

আর শ্রীলঙ্কার এই হার বিশ্বকাপের সুপার-১২ পর্বের গ্রুপ বিন্যাসে বড়সড় প্রভাব ফেলবে। সরাসরি যে আট দল মূলপর্বে এন্ট্রি নিয়েছে, তাঁদের দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। একনম্বর গ্রুপে রয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আফগানিস্তান। দ্বিতীয় গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ।

আরও পড়ুন: এই ৫ কীর্তিতেই বোর্ডে ‘অমর’ প্রেসিডেন্ট সৌরভ! কুৎসা করেও ঢাকা যাবে না এই হিসেব

শ্রীলঙ্কা নামিবিয়ার কাছে হারের অর্থ কোয়ালিফায়ার থেকে কোনওভাবেই নিজেদের গ্রুপে প্ৰথম হয়ে যোগ্যতা অর্জন করতে পারবে না। যোগ্যতাঅর্জনকারী পর্বে গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয়ে পৌঁছনোর বিষয়ে ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ। ভারতের গ্রুপে বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা দল এবং এ গ্রুপের রানার্স হওয়া দল যোগ দেবে মূলপর্বে।

সবমিলিয়ে মূল বিশ্বকাপে দ্বিতীয় গ্রুপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা র সঙ্গে যোগ দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ (কোয়ালিফাইং রাউন্ডে সম্ভাব্য গ্রুপ-বি চ্যাম্পিয়ন) এবং শ্রীলঙ্কা (কোয়ালিফাইং রাউন্ডে সম্ভাব্য গ্রুপ-এ রানার্স)। সবমিলিয়ে ভারতের গ্রুপ কার্যত যে 'মৃত্যু গ্রুপ' হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই।

Cricket World Cup ICC Cricket World Cup Cricket News Indian Cricket Team T20 World Cup
Advertisment