Advertisment

ভারতকে হারালেই জিম্বাবোয়ানদের বিয়ের লোভ! পাকিস্তানকে সেমিতে তুলতে এবার 'মাঠে' পাক অভিনেত্রী

ভারত-জিম্বাবোয়ে ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে পাক অভিনেত্রীর বিয়ে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রবিবার ফয়সালা হবে গ্রুপ-২'এর ভাগ্য। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। ভারত এবং দক্ষিণ আফ্রিকার সেমি-ভাগ্য নিজেদের হাতে থাকলেও পাকিস্তানকে নির্ভর করে থাকতে হচ্ছে বাকি ম্যাচের ফলাফলের ওপর।

Advertisment

গ্রুপের শেষ ম্যাচে রবিবার বাংলাদেশের বিরুদ্ধে জিততেই হবে পাকিস্তানকে। শুধু জিতলেই হবে না। অন্য দুই ম্যাচের একটিতে অন্তত অঘটনের আশায় থাকছেন বাবর আজমরা। জিম্বাবোয়েট কাছে ভারত যদি হারে অথবা নেদারল্যান্ডস চমকে দেওয়া হয় যদি ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাহলে সটান সেমিফাইনালের দরজা চিচিংফাঁক হয়ে যাবে বাবর আজমদের কাছে।

আরও পড়ুন: বিশ্বকাপ দেখল ৫ বলে ওভার! অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে কলঙ্কের কীর্তি এবার আম্পায়ারদের

এমন রুদ্ধশ্বাস গ্রুপ নির্ধারণকারী রবিবারের আগেই এবার সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়িয়ে দিলেন পাকিস্তানি অভিনেত্রী শেহর শিনওয়ারি। জিম্বাবোয়ের প্রলোভন দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিশ্রুতি দিলেন, ভারতকে হারালে কোনও জিম্বাবোয়ানকেই বিয়ে করবেন তিনি। তাঁর টুইট বয়ান, "জিম্বাবোয়ের কোনও ছেলেকেই বিয়ে করব। যদি আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে জিম্বাবোয়ে ভারতকে পরের ম্যাচে হারিয়ে দেয়।"

পাক অভিনেত্রীর এই টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভারতীয় সমর্থকরা যেমন ট্রোলিংয়েড বন্যা বইয়ে দিয়েছেন, তেমন পাক অভিনেত্রী সমাদৃত হয়েছেন নিজের দেশে।

পাকিস্তান গ্রুপের প্ৰথম ম্যাচেই ভারতের কাছে হেরে টুর্নামেন্ট অভিযান শুরু করেছিল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাবর আজমরা জিতলেও তৃতীয় ম্যাচে জিম্বাবোয়ে রুদ্ধশ্বাসভাবে পাকিস্তানকে পরাজিত করে। তারপরই পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্যের ওপর ঘোর অন্ধকার নেমে আসে।

তবে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তান সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রেখেছে। শাদাব খানের দ্রুততম হাফসেঞ্চুরিতে ভর করে পাকিস্তান স্কোরবোর্ডে ১৮৫ তুলে দিয়েছিল। জবাবে ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকা পরাজিত হয়। নির্ধারিত ১৪ ওভারে ১৪২ রানের টার্গেটের বদলে ১০৮/৯-এর বেশি তুলতে পারেনি প্রোটিয়াজরা। এমন অবস্থায় বাংলাদেশ ম্যাচ পাকিস্তানের কাছে মাস্ট-উইন। সেই সঙ্গে নজর রাখতে হবে ভারত, দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফলের ওপরেও।

আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচে কার্তিক কি অন্যায় রান আউটের শিকার! ভিডিও দেখে সত্যি-মিথ্যা নিজেই জানুন

রবিবার পাক অভিনেত্রীর ডাকে সাড়া দিয়ে জিম্বাবোয়ে ভারতের বিরুদ্ধে কোনও অঘটন উপহার দিতে পারে কিনা, সেটাই আপাতত দেখার।

T20 World Cup ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Pakistan Cricket Pakistan TV channels
Advertisment